নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

একটি পুষ্পের অকাল প্রয়াণ !

১১ ই মে, ২০১৭ দুপুর ১২:১৪


ভাবুক পথিক পথ চলছে আপনমনে
বুনে স্বপ্নের জাল ।
হঠাৎ উধাও বাতাসে ভেসে আসে ফুলের সুবাস-
আর কিছু মনে নেই ।
ফুলের সুবাসে পাখির পালকের মত ভাসতে ভাসতে
সে পৌঁছে যায় এক সুউচ্চ ভবনের চূড়ায় !
সেখানে এক অপ্সরা নিমগ্ন বাগান পরিচর্যায় ।
অন্য বাগানের দুষ্প্রাপ্য বৃন্তচ্যুত ফুলটিকে
দিব্যি মাড়িয়ে চলে যায়
কোন ভ্রুকুটি ছাড়াই !

পাদটীকা : গত ২৩ শে এপ্রিল খবরে প্রকাশ গুলশানের একটি সাততলা ভবন হতে ফুলের টব মাথায় পড়ে পথচারীর মৃত্যু !!

মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১১ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৩

সুমন কর বলেছেন: সুন্দর লিখেছেন। +।

১১ ই মে, ২০১৭ দুপুর ১:২২

আলোরিকা বলেছেন: একটি অমূল্য প্রাণের বিনিময়ে একটি লেখা !!

ধন্যবাদ । ভাল থাকুন ।

২| ১১ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৮

জেন রসি বলেছেন: ডার্ক কমেডি। একেই বলে ফুলের টোকায় মৃত্যু!

++

১১ ই মে, ২০১৭ দুপুর ১:২৭

আলোরিকা বলেছেন: কি আশ্চর্য ! আপনার পোস্টই পড়ছিলাম আর এদিকে দেখছি আপনি আমার পোস্টে মন্তব্য করেছেন ।

ফুলের সাথে টবও ছিল যে । কি বিচিত্র মানব জীবন !

৩| ১১ ই মে, ২০১৭ দুপুর ১:২৮

মানবী বলেছেন: ভয়ংকর খবর!
কি বলবো বুঝতে পারছিনা।

হঠাৎ উধাও বাতাসে ভেসে আসে ফুলের সুবাস- এর মতো রহস্যময় অনুভূতি হলো।
সুখপাঠ্য কবিতার ভালোলাগার সাথে সাথে করুণ ঘটনাটি কষ্টের জন্ম দিলো!

ধন্যবাদ আলোরিকা।

১১ ই মে, ২০১৭ দুপুর ১:৩৯

আলোরিকা বলেছেন: টিভিতে খবরটা দেখে আমিও স্তম্ভিত হয়েছিলাম । একজনের শখের ফুলের টবে একটা অমূল্য প্রাণ মুহূর্তেই নাই হয়ে গেল । কেনই বা সে এখানে এল , কি ভাবছিল মৃত্যুর পূর্ব মুহূর্তে ----তার প্রিয় স্বজনদের কথা এসবই ঘুরপাক খাচ্ছিল মনের ভেতর ।

শুভকামনা । ভাল থাকুন ।

৪| ১১ ই মে, ২০১৭ দুপুর ২:২৭

শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে+

১৪ ই মে, ২০১৭ দুপুর ২:২৮

আলোরিকা বলেছেন: ধন্যবাদ :)

৫| ১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২২

ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন +

ইদানিং আমি কোনো বিল্ডিঙের নিচ দিয়ে খুব সাবধানে হেঁটে যাই।

১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৩২

আলোরিকা বলেছেন: নিজেদের সাবধান হওয়া ছাড়া আর কিই বা করার আছে ! এই ঘটনার ফলোআপ ভীষণ জানতে ইচ্ছে হয় । ভাল থাকুন । শুভ কামনা :)

৬| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৩২

কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা+++++

১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৩৬

আলোরিকা বলেছেন: ধন্যবাদ! অনেক দিন পর দেখা হলো আপনার সাথে ----- শুভ কামনা :)

৭| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৬

হাসান মাহবুব বলেছেন: এমনও হয়!

০১ লা জুন, ২০১৭ সকাল ১১:৩৪

আলোরিকা বলেছেন: জী ভাইয়া এমনও হয় !

৮| ৩১ শে মে, ২০১৭ রাত ৮:০৩

আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,



পাদটীকার ঘটনার সাথে মিলিয়ে এই স্তবকে ---
"ভাবুক পথিক পথ চলছে আপনমনে
বুনে স্বপ্নের জাল ।
হঠাৎ উধাও বাতাসে ভেসে আসে ফুলের সুবাস-
আর কিছু মনে নেই ।"

নির্মম একটি ট্রাজিক বাস্তবের কথা বলে গেলেন ।

০১ লা জুন, ২০১৭ সকাল ১১:৩৬

আলোরিকা বলেছেন: নির্মম বাস্তবতাই ! ভাল থাকুন ভাইয়া । শুভ কামনা :)

৯| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +

১১ ই জুন, ২০১৭ সকাল ১১:১৫

আলোরিকা বলেছেন: ধন্যবাদ !!

১০| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:৩৫

বিজন রয় বলেছেন: ফুল, মৃত্যু আর জীবন(মানুষ)।

গভীর উপলব্ধি।

১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮

আলোরিকা বলেছেন: ধন্যবাদ বিজন --- গভীর উপলব্ধি কিনা জানি না এভাবে মানুষটিকে মরে যেতে দেখে জীবনের অর্থ খুঁজে ফেরা । শুভ কামনা :)

১১| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:৩৫

বিজন রয় বলেছেন: ওই হতভাগ্য মানুষটির প্রতি শ্রদ্ধা রইল।

১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৭

দিশেহারা রাজপুত্র বলেছেন: একটা কবিতা মনে পড়ল The Sick Rose কবির নাম মনে নেই। ডার্ক সাইড অব লাভ নিয়ে কবিতাটা। ছোট। সুন্দর। আপনারটার মত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.