![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----
ভাবুক পথিক পথ চলছে আপনমনে
বুনে স্বপ্নের জাল ।
হঠাৎ উধাও বাতাসে ভেসে আসে ফুলের সুবাস-
আর কিছু মনে নেই ।
ফুলের সুবাসে পাখির পালকের মত ভাসতে ভাসতে
সে পৌঁছে যায় এক সুউচ্চ ভবনের চূড়ায় !
সেখানে এক অপ্সরা নিমগ্ন বাগান পরিচর্যায় ।
অন্য বাগানের দুষ্প্রাপ্য বৃন্তচ্যুত ফুলটিকে
দিব্যি মাড়িয়ে চলে যায়
কোন ভ্রুকুটি ছাড়াই !
পাদটীকা : গত ২৩ শে এপ্রিল খবরে প্রকাশ গুলশানের একটি সাততলা ভবন হতে ফুলের টব মাথায় পড়ে পথচারীর মৃত্যু !!
১১ ই মে, ২০১৭ দুপুর ১:২২
আলোরিকা বলেছেন: একটি অমূল্য প্রাণের বিনিময়ে একটি লেখা !!
ধন্যবাদ । ভাল থাকুন ।
২| ১১ ই মে, ২০১৭ দুপুর ১২:৫৮
জেন রসি বলেছেন: ডার্ক কমেডি। একেই বলে ফুলের টোকায় মৃত্যু!
++
১১ ই মে, ২০১৭ দুপুর ১:২৭
আলোরিকা বলেছেন: কি আশ্চর্য ! আপনার পোস্টই পড়ছিলাম আর এদিকে দেখছি আপনি আমার পোস্টে মন্তব্য করেছেন ।
ফুলের সাথে টবও ছিল যে । কি বিচিত্র মানব জীবন !
৩| ১১ ই মে, ২০১৭ দুপুর ১:২৮
মানবী বলেছেন: ভয়ংকর খবর!
কি বলবো বুঝতে পারছিনা।
হঠাৎ উধাও বাতাসে ভেসে আসে ফুলের সুবাস- এর মতো রহস্যময় অনুভূতি হলো।
সুখপাঠ্য কবিতার ভালোলাগার সাথে সাথে করুণ ঘটনাটি কষ্টের জন্ম দিলো!
ধন্যবাদ আলোরিকা।
১১ ই মে, ২০১৭ দুপুর ১:৩৯
আলোরিকা বলেছেন: টিভিতে খবরটা দেখে আমিও স্তম্ভিত হয়েছিলাম । একজনের শখের ফুলের টবে একটা অমূল্য প্রাণ মুহূর্তেই নাই হয়ে গেল । কেনই বা সে এখানে এল , কি ভাবছিল মৃত্যুর পূর্ব মুহূর্তে ----তার প্রিয় স্বজনদের কথা এসবই ঘুরপাক খাচ্ছিল মনের ভেতর ।
শুভকামনা । ভাল থাকুন ।
৪| ১১ ই মে, ২০১৭ দুপুর ২:২৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা সুন্দর হয়েছে+
১৪ ই মে, ২০১৭ দুপুর ২:২৮
আলোরিকা বলেছেন: ধন্যবাদ
৫| ১১ ই মে, ২০১৭ সন্ধ্যা ৬:২২
ধ্রুবক আলো বলেছেন: সুন্দর লিখেছেন +
ইদানিং আমি কোনো বিল্ডিঙের নিচ দিয়ে খুব সাবধানে হেঁটে যাই।
১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৩২
আলোরিকা বলেছেন: নিজেদের সাবধান হওয়া ছাড়া আর কিই বা করার আছে ! এই ঘটনার ফলোআপ ভীষণ জানতে ইচ্ছে হয় । ভাল থাকুন । শুভ কামনা
৬| ১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৩২
কল্লোল পথিক বলেছেন: চমৎকার কবিতা+++++
১৪ ই মে, ২০১৭ দুপুর ২:৩৬
আলোরিকা বলেছেন: ধন্যবাদ! অনেক দিন পর দেখা হলো আপনার সাথে ----- শুভ কামনা
৭| ২৫ শে মে, ২০১৭ সন্ধ্যা ৭:০৬
হাসান মাহবুব বলেছেন: এমনও হয়!
০১ লা জুন, ২০১৭ সকাল ১১:৩৪
আলোরিকা বলেছেন: জী ভাইয়া এমনও হয় !
৮| ৩১ শে মে, ২০১৭ রাত ৮:০৩
আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,
পাদটীকার ঘটনার সাথে মিলিয়ে এই স্তবকে ---
"ভাবুক পথিক পথ চলছে আপনমনে
বুনে স্বপ্নের জাল ।
হঠাৎ উধাও বাতাসে ভেসে আসে ফুলের সুবাস-
আর কিছু মনে নেই ।"
নির্মম একটি ট্রাজিক বাস্তবের কথা বলে গেলেন ।
০১ লা জুন, ২০১৭ সকাল ১১:৩৬
আলোরিকা বলেছেন: নির্মম বাস্তবতাই ! ভাল থাকুন ভাইয়া । শুভ কামনা
৯| ০১ লা জুন, ২০১৭ দুপুর ২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর +
১১ ই জুন, ২০১৭ সকাল ১১:১৫
আলোরিকা বলেছেন: ধন্যবাদ !!
১০| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:৩৫
বিজন রয় বলেছেন: ফুল, মৃত্যু আর জীবন(মানুষ)।
গভীর উপলব্ধি।
১১ ই জুন, ২০১৭ সকাল ১১:৩৮
আলোরিকা বলেছেন: ধন্যবাদ বিজন --- গভীর উপলব্ধি কিনা জানি না এভাবে মানুষটিকে মরে যেতে দেখে জীবনের অর্থ খুঁজে ফেরা । শুভ কামনা
১১| ০৩ রা জুন, ২০১৭ বিকাল ৩:৩৫
বিজন রয় বলেছেন: ওই হতভাগ্য মানুষটির প্রতি শ্রদ্ধা রইল।
১২| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৮ দুপুর ২:২৭
দিশেহারা রাজপুত্র বলেছেন: একটা কবিতা মনে পড়ল The Sick Rose কবির নাম মনে নেই। ডার্ক সাইড অব লাভ নিয়ে কবিতাটা। ছোট। সুন্দর। আপনারটার মত।
©somewhere in net ltd.
১|
১১ ই মে, ২০১৭ দুপুর ১২:৩৩
সুমন কর বলেছেন: সুন্দর লিখেছেন। +।