![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----
যা দেবী সর্বভুতেষূ শক্তিরূপেণ সংস্থিতা
নমতৈস্য নমতৈস্য নমতৈস্য নম নমঃ
কয়েকদিন ধরে অসুস্থতাজনিত কারণে বিছানাবন্দী।অফুরন্ত অবসরে সংগী মুঠোফোন।একটু আনন্দ আর বিনোদনের আশায় ফেসবুক আর অনলাইন পোর্টালগুলোতে ছোটাছুটি।বিনোদন - ছাগল মরিবার পর তাহাদের আসল ছাগলামি শুরু হইল। আনন্দ? আনন্দ? ???.....বগুড়ায় মা-মেয়ের জোড়া ধর্ষণের পর ঢাকায় শিশু তানহা অতঃপর চাচা কর্তৃক ভাতিজী, ইরানি রেহানে জাব্বারির আত্মরক্ষার জন্য মৃত্যুদণ্ড.... এরই মাঝে একটুখানি শান্তির সুবাতাস ইয়েমেনে শিশু ধর্ষককে জনসমক্ষে গুলি করে মৃত্যুদণ্ড কার্যকর। ইশ একবার শুধু একবার যদি কোনভাবে সুপারম্যান টাইপ কিছু হয়ে যেতে পারতাম!...একটাকেও ছাড়তাম না। একেবারে ইয়ামেনীয় পদ্ধতিতে না না আমি অবশ্য অতটা নিষ্ঠুর হতাম না শুধু বিশেষ অঙ্গটি ছেদ করে জনসমক্ষে প্রদর্শনের ব্যবস্থা করতাম। আমি নিশ্চিত একটাও যদি করতে পারতাম আমাদের দেবশিশুরা, মা-বোনেরা কিছুটা হলেও নিশ্চিন্তে কয়েকটাদিন চলাফেরা করতে পারতো।
ভাবতে অবাক লাগে এদেশের প্রধান নারী,বিরোধীদলীয় নেতাগণ নারী,স্পিকার নারী এছাড়াও অনেক গুরুত্বপূ্র্ণ পদে রয়েছে নারীরা, তাদের কোমল হৃদয়ে কি একটুও আচঁড় কাটেনা এ দেবশিশুগুলোর আর্তনাদ! দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন ঘুরে দাঁড়াতে হয়। ইচ্ছে হচ্ছে এই মুহূর্তে মহল্লায় মহল্লায় নারীরক্ষী বাহিনী গড়ে তুলি যারা এ জাতীয় ঘটনায় তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে অপরাধীকে ধরে সরাসরি ইয়ামেনীয় পদ্ধতিতে ব্যবস্থা গ্রহণ করবে।
খুবই হতাশ লাগে যখন এগুলো নিয়ে শুরু হয়ে যায় নারীবাদী পুরুষবাদী কচকচানি। হা ইশ্বর! মানুষ কেন বোঝে না নারী - পুরুষ কিছু ভিন্ন শারীরিক বৈশিষ্টের মানুষ যারা কেউ কখনো কারও অবস্থান গ্রহণ করতে পারবেনা।যেখানে কাউকে সমান মানদণ্ডে দাড় করানো যায় না, সেখানে কে আশরাফ কে আতরাফ এ প্রশ্ন আসে কোথ্থেকে?খুবই কুণ্ঠিত হই যখন নারীমুক্তি,নারী অধিকার এই কথাগুলি শুনি--
নারী কি ভিনগ্রহবাসী এলিয়েন?
বেগম রোকেয়ার মত আজ আবার ডাক দিতে ইচ্ছে করছে আর কত ঘুমাবে ভগিনীগণ! জাগো, সময় হয়েছে জাগবার। বাংলা সিনেমায়ও শাবানা যুগের অবসান হয়েছে অনেক আগেই।খোদা এ দৃশ্য দেখার আগে আমার মরণ হলো না কেন টাইপ থেকে বেরিয়ে এসে এ যুগের ড্যাশিং নায়িকা হতে হবে যার ক্ষমতা আছে নিজেকে রক্ষা করার। আসুন আমরা আমাদের নারী দায়িত্ব আরো সঠিকভাবে পালন করি-সংসারে পুত্রের করণীয়,ভাইয়ের করণীয়, স্বামীর করণীয় সম্পর্কে শিক্ষা দিই-তাদেরকে একটু মানুষ হতে শেখাই।যার যার অবস্থানে থেকে গণমাধ্যমকর্মীগণ গণসচেতনতামূলক বিষয়গুলো সম্প্রচার করি,শিক্ষকগণ শিশুদের সচেতন করি,এনজিও ও বিভিন্ন স্বাস্থ্যকর্মীগণ মাঠ পর্যায়ে ঘনবসতিপূর্ণ স্থানগুলোতে শিশু ও নারীদের ঝুঁকির বিষয়ে সচেতন করি, যার যার কর্মস্থলে,গৃহে কর্মীদের সচেতন করি, সোচ্চার হই। আসুন সবাই মিলে আরেকটি বার চেষ্টা করি,সোচ্চার হই কফিনে শেষ পেরেকটি পড়ার আগে।
পুন্শচ: এত কিছুর মাঝেও একটি আশা জাগানিয়া খবর দেশেই জোড়াশিশু তোফা আর তহুরার সফল অস্ত্রোপচার! আশা আছে,এখনও মানুষ আছে মানুষের জন্য
০৩ আগস্ট ২০১৭
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪২
আলোরিকা বলেছেন: ধন্যবাদ রিনা আসুন সবাই সচেতন হই,সোচ্চার হই
২| ০৬ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৪
বিজন রয় বলেছেন: তাই তো বলি আপনাকে ব্লগে দেখা যায় না কেন? আজ বুঝলাম।
একটি দেশীয় পোস্ট দিয়েছেন।
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৫
আলোরিকা বলেছেন: দেশীয় না তো আন্ত'রজাতিক.....ইরান আছে,ইয়েমেন আছে
৩| ০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১২:৪১
সুমন কর বলেছেন: ভালো লিখেছেন। +।
০৭ ই আগস্ট, ২০১৭ রাত ১১:৪৭
আলোরিকা বলেছেন: ধন্যবাদ সুমন.... অনেক অনেক ভাল থাকুন
৪| ৩১ শে আগস্ট, ২০১৭ বিকাল ৪:১৯
হাসান মাহবুব বলেছেন: রুপার ধর্ষকদের ধরা হয়েছে। এবার কিছু হবে। হতেই হবে।
১০ ই সেপ্টেম্বর, ২০১৭ দুপুর ১২:১১
আলোরিকা বলেছেন: ঈদ মুবারক । আশা করি
৫| ২৯ শে সেপ্টেম্বর, ২০১৭ সকাল ১১:৪২
খায়রুল আহসান বলেছেন: সুন্দর লিখেছেন। চমৎকার আহ্বান।
প্রকৃত শিক্ষাটা পরিবার থেকেই শুরু করতে হবে।
০৫ ই অক্টোবর, ২০১৭ দুপুর ১২:১৪
আলোরিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া । আসুন সবাই মিলে শুরু করি । অনেক অনেক ভাল থাকুন
©somewhere in net ltd.
১|
০৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:৪৮
কানিজ রিনা বলেছেন: খুব খুব সুন্দর উপস্থাপনায় যুগ উপযোগী
লেখা। জাগো নারী জাগো পরিবারের ছেলে
সন্তানকে শাসনে বড় করো। বহুগামী স্বামীকে
প্রশাসনের হাতে তুলে দাও। ইহাই হবে
প্রতিবাদ। অনেক অনেক ধন্যবাদ।