নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

যে জীবন ফড়িংয়ের- দোয়েলের মানুষের সাথে তার হয়্নাকো দেখা---

আলোরিকা

যদিও সন্ধ্যা আসিছে মন্দ মন্থরে ,সব সংগীত গেছে ইংগিতে থামিয়া - তবু বিহঙ্গ ওরে বিহঙ্গ মোর এখনি অন্ধ বন্ধ করনা পাখা-----

আলোরিকা › বিস্তারিত পোস্টঃ

মা হাওয়ার গন্ধম ভক্ষণের পর কেটে গেছে বহু বহু দিন ......

০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ দুপুর ২:২৬



অর্থ নয়, র্কীতি নয়, সচ্ছলতা নয়-
আরো এক বিপন্ন বিস্ময়
আমাদের অন্তর্গত রক্তের ভিতরে
খেলা করে
আমাদের ক্লান্ত করে;
ক্লান্ত ক্লান্ত করে ।----জীবনানন্দ দাশ ।



সারা দেশ জুড়ে ফিসফাস এও কি সম্ভব ? মেয়েটার নিশ্চই মাথা খারাপ হয়ে গেছে , নয়তো পাগলে পেয়েছে । এ যুগে এত্ত এত্ত সুযোগ সুবিধা , এত নিশ্চিত জীবন ছেড়ে কেউ এমন পাগলামোও করে ! আর আমিই বা পাগলে পেয়েছে , পাগলামো এ শব্দগুলো কেন ব্যবহার করছি ? এখন কি আর পাগল বলে কিছু আছে ।মানুষ এখন বাস করছে সভ্যতার স্বর্ণ যুগে।এখন রাষ্ট্র কর্তৃক নিয়ন্ত্রিত উন্নত প্রযুক্তিতে উন্নত মানব খামারে রাষ্ট্রের প্রয়োজন অনুযায়ী তৈরি হয় নিখুঁত মানুষ।তাদের কেউ গবেষক , কেউ বৈজ্ঞানিক , কেউ সাধারণ কর্মী --মাঝে মাঝে সৃজনশীল মানুষও তৈরি হয় বৈকি। মানুষ অর্জন করেছে তার বহু কাঙ্ক্ষিত শৃঙ্খলহীন , বন্ধনহীন মনুষত্ব !


সৃজনশীল মানব খামারের কেয়ারটেকারকে খুবই বিচলিত দেখাচ্ছে । সে একজন সাধারণ কর্মী শ্রেণির মানুষ তার এত বিচলিত হওয়ার কিছু নাই , তবু সে বিচলিত হচ্ছে। কারণ তার খামারের এক মানবশিশুর দুদিন ধরে খুউব মন খারাপ । সে খাবার -দাবার প্রায় ছেড়েই দিয়েছে , সারাক্ষণ তার কক্ষের জানালার পাশে বসে আকাশের দিকে তাকিয়ে উদাস হয়ে বসে থাকছে । তার চেহারা বিষণ্ণ , চোখ ছলছলে । তার খুব কষ্ট হচ্ছে । খবরে প্রকাশিত ' মা হতে চাওয়া ' গর্ভবতী মেয়েটির মৃত্যুদণ্ডে সে খুব কষ্ট পাচ্ছে । গল্পের বইয়ে পড়া 'একজন মমতাময়ী মায়ে' র কোলে বসে খুউব গল্প শুনতে ইচ্ছে করছে তার!

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৩:২১

আহমেদ জী এস বলেছেন: আলোরিকা ,




ছোট্ট কিন্তু অতলস্পর্শী । আমাদের অন্তর্গত রক্তের ভেতরেই খেলা করে এক "মা".....................

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৩৯

আলোরিকা বলেছেন: ধন্যবাদ ভাইয়া । ভাল আছেন নিশ্চই ।শুভকামনা :)

২| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:০৭

জেন রসি বলেছেন: সম্ভবত হুমায়ূন আহমেদের কোন সাইন্স ফিকশনে এমন কাহিনী পড়েছিলাম। জাফর ইকবালেরও হতে পারে। যেখানে কৃত্তিম উপায়ে মানুষের জন্ম দেওয়া হত। সুদূর ভবিষ্যতে হয়তো এমন দিন আসতেও পারে।

কেমন আছেন? :)

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৪৯

আলোরিকা বলেছেন: ভাল আছি :) আপনিও ভাল আশা করি । আপনার লেখা পড়ে আমারও মনে হচ্ছে , আমিও পড়েছিলাম বোধ হয় ।

কিছুদিন আগে খবরে পড়েছিলাম,' কৃত্রিম গর্ভেই বেড়ে উঠবে মানুষ শিশু।' ---তখনই চিন্তাটা মাথায় আসে কেমন হবে আমাদের ভবিষ্যৎ ? যদি আসলেই এমন কোন সিস্টেম চালু হয় ---তখনও কি কোন মেয়ের মা হওয়ার আকাঙ্ক্ষা থাকবে বা কোন মানবশিশুর মায়ের জন্য হাহাকার !!?? এই আর কি :)

৩| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ বিকাল ৫:২৫

রাজীব নুর বলেছেন: চমতকার পোষ্ট। মর্মস্পশী।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ সকাল ১১:৫০

আলোরিকা বলেছেন: ধন্যবাদ রাজীব , ভাল থাকুন :)

৪| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ সন্ধ্যা ৭:২১

ক্লে ডল বলেছেন: জীবনানন্দের এই কবিতাটি আমার ভীষণ প্রিয়। আবৃত্তি শুনি আর ভাবি এই বিপন্ন বিস্ময়টা আসলে কি!!?

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৩

আলোরিকা বলেছেন: আমার কাছে 'বিপন্ন বিস্ময়' হচ্ছে 'সেই বোধ' যার জন্য একটা সুন্দর , নিশ্চিত জীবন ছেড়েও এই পোস্টের মেয়েটির মা হতে চাওয়া ,মানবশিশুটির একটি সিস্টেমের মধ্য থেকেও মায়ের জন্য আকুতি এ রকম কিছু আর কি ! জীবনানন্দও বোধ হয় এ কারণেই সব থেকে আলাদা ।

ভাল থাকুন :)

৫| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:০৫

সুমন কর বলেছেন: ছোট্ট কিন্তু অর্থবহ। ভালো লিখেছেন।

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৪

আলোরিকা বলেছেন: ধন্যবাদ । শুভকামনা :)

৬| ০৪ ঠা ডিসেম্বর, ২০১৭ রাত ১০:১৪

জাহিদ অনিক বলেছেন:


সুন্দর; আগাম দুনিয়ার জন্য চিন্তা !

০৫ ই ডিসেম্বর, ২০১৭ দুপুর ১২:২৬

আলোরিকা বলেছেন: চিন্তা হয় আর কি , যে দিনকাল আসছে ! ভাল থাকবেন :)

৭| ১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৪৭

মনিরুল ইসলাম বাবু বলেছেন: লেখাটির আবেগ সংক্রমিত হলো ।

১১ ই এপ্রিল, ২০১৮ বিকাল ৩:৫১

আলোরিকা বলেছেন: ধন্যবাদ :)

৮| ০৫ ই জুন, ২০১৮ সকাল ১০:৩৫

বিজন রয় বলেছেন: কেমন আছেন?

অনেক দিন নতুন পোস্ট দিচ্ছেন না!!!!

৯| ২২ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:৪১

বিজন রয় বলেছেন: ভাল আছেন নিশ্চয়ই।
নতুন পোস্ট দিচ্ছেন??

২৫ শে নভেম্বর, ২০১৮ দুপুর ২:০৬

আলোরিকা বলেছেন: ভাল আছি । আপনিও ভাল আছেন আশা করি । মনে মনে অনেক কিছুই লিখে চলি ....পোস্ট আর করা হয় না । এ বছরটা অব্যক্তই থেকে যাক ।

দুঃখিত আপনার আগের মন্তব্য দেখতে পাইনি বলে।

ভাল থাকুন । শুভকামনা :)

১০| ২৮ শে ডিসেম্বর, ২০১৮ বিকাল ৪:২২

সনেট কবি বলেছেন: ভালো লিখেছেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.