নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সৈয়দা তানজিনা

নিমা

পাশেই তো থাকে দৃষ্টির আড়ালে তবু দৃষ্টিতে মিশে দূরের ঐ মেঘমালা কে বলেছিলাম আমি শূন্যতায় বাস করি সে একটু হেসে বিদ্রূপ করে বলেছিল তুমি তো শূন্যতার মেয়ে গভীরের অন্তনীলে শূন্যতার বুকে তোমার জন্ম

নিমা › বিস্তারিত পোস্টঃ

অসীম শূন্যতার ফাঁক গলে বেরিয়ে আসা পূর্ণতার আলো আমার

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:০৬

আমার অসীম শূন্যতার ফাঁক গলে বেরিয়ে আসা

পূর্ণতার আলো, তার নিষ্পাপ চোখে ঝরায়

বিষাক্ত আচড় মুক্তির প্রার্থনা ।

আকাশ হাহাকার করে ,,,

পৃথিবী দ্বিধা হও,

দ্বিধা হও লুটিয়ে পরো শুভ্র সুন্দর এর পায়ে,

মুক্ত হও, মুক্তি দাও ,,

আধাঁরের যন্ত্রনাময় আঁচড় থেকে ।

ভয়ংকর তিক্ত হাসিতে উজ্জ্বল হয় সমাজের কালো মুখ

যেনো অপেক্ষায় ফুল ফোঁটার

তিলে তিলে আরেকটি ফুল ঝরাবে বলে ।

আমি শুধু তার নিষ্পাপ চোখের তারায় স্বপ্ন এঁকে দেই

চোখে চোখ রেখে বলি ,

তুমি নির্ভয় থাকো নিষ্পাপ শক্তি আমার ।

মুক্তির মতো নির্বাক ভিরুতা নয় ...

আধাঁরের খোলস ভেংগে

ছিনিয়ে আনো তোমার কাংখিত আলো ।

মন্তব্য ১৩৫ টি রেটিং +২৯/-০

মন্তব্য (১৩৫) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১১

হাসান মাহবুব বলেছেন: আমি শুধু তার নিষ্পাপ চোখের তারায় স্বপ্ন এঁকে দেই


সুন্দর হয়েছে নিমা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৪

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১২

জসিম বলেছেন: পূর্নতার আলো এসে ঠিকরে ঝাপিয়ে পড়ুক।

হৃদয় মাঝে লুটিয়ে পড়ুক।

আলোর ঝিলিকে উদ্ভাসিত হোক

শূন্যতাগুলো সব দূর হয়ে....

আকাঙ্ক্ষাগুলো পূর্ণ হোক।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৬

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ ......

ভাল থাকুন সব সময় :)

৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৭

জামিনদার বলেছেন: শেষের দিকে কিছুটা বুঝেছি।
কবিতাটা কি নিয়ে লিখেছেন জানতে পারি?।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

নিমা বলেছেন: অবশ্যই জানতে পারেন ... আমার অসীম শূন্যতার ফাঁক গলে বেরিয়ে আসা
পূর্ণতার আলো নিয়ে লিখেছি :)

অনেক ধন্যবাদ

৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:১৮

স্বদেশ হাসনাইন বলেছেন: চোখে চোখ রেখে বলি ,
তুমি নির্ভয় থাকো নিষ্পাপ শক্তি আমার ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩৯

নিমা বলেছেন: হুমম নিষ্পাপ শক্তি আমার .......

অনেক ধন্যবাদ :)

৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৩০

ইসরা০০৭ বলেছেন: আমার অসীম শূন্যতার ফাঁক গলে বেরিয়ে আসা
পূর্ণতার আলো, তার নিষ্পাপ চোখে ঝরায়
বিষাক্ত আচড় মুক্তির প্রার্থনা ।


খুব সুন্দর +++

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪০

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ সন্ধ্যা ৭:৪৪

নতুনছেলে বলেছেন: চোখে চোখ রেখে বলি ,
তুমি নির্ভয় থাকো নিষ্পাপ শক্তি আমার ।


দারুণ লিখেছেন আপু।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৭

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:০৪

আর.এইচ.সুমন বলেছেন: Thanks apu. .aj dupure dhaka firlam.. Mon aktu kharap.. Ese raana kore khaua laglo.. Akhon khub tired.. Tobe apnar poem ta khub valo laglo.. Kmon achen..?

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৪৯

নিমা বলেছেন: ধন্যবাদ ভাইয়া :)

আমি ভাল আছি ,,,,,:)

অনেক ভাল থেকো

৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:১১

রাইসুল সাগর বলেছেন: তুমি নির্ভয় থাকো নিষ্পাপ শক্তি আমার ।
মুক্তির মতো নির্বাক ভিরুতা নয় ...
আধাঁরের খোলস ভেংগে
ছিনিয়ে আনো তোমার কাংখিত আলো ।
কবিতা পড়তে আমার অনেক ভাললাগে। এটাও অনেক ভাল লেগেছে। চমৎকার প্রকাশ++

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫২

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ

৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৮:২৬

সুরঞ্জনা বলেছেন: সুন্দর লিখেছো নিমা।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫২

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ আপু

১০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:০২

সীমানা পেরিয়ে বলেছেন: আধাঁরের খোলস ভেংগে
ছিনিয়ে আনো তোমার কাংখিত আলো।

সুন্দর ......সুন্দর ........সুন্দর .........

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫২

নিমা বলেছেন: ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ :)

১১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫০

টানজিমা বলেছেন: এইটা তুমি লেকছ??.... :-& :-& :-& :-& :-& :-&




সুন্দরই লাগিয়াচে.... :!> :#> :#> :#>

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:৫৬

নিমা বলেছেন: আপু এই কমেন্ট টা কি সত্যি তোমার ? ;)

হুমমমম :P :P :P

১২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫১

টানজিমা বলেছেন: এইটা তুমি লেকছ??.... :-& :-& :-& :-& :-& :-&




সুন্দরই লাগিয়াচে.... :!> :#> :#> :#>

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০২

নিমা বলেছেন: হুমম বোঝলাম তো ভালোলাগছে :):):)

১৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫১

টানজিমা বলেছেন: এইটা তুমি লেকছ??.... :-& :-& :-& :-& :-& :-&




সুন্দরই লাগিয়াচে.... :!> :#> :#> :#>

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৪

নিমা বলেছেন: আচ্চা আচ্চা ধন্যবাদ এখন যান দেখি দুররররর :|| :|| |-)

১৪| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫১

টানজিমা বলেছেন: এইটা তুমি লেকছ??.... :-& :-& :-& :-& :-& :-&




সুন্দরই লাগিয়াচে.... :!> :#> :#> :#>

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৯

নিমা বলেছেন: ভাগওওওওওওওওওওওওওওওওওওওওওওওও আপনার কমেন্ট মুছতে মুছতে আমার হাতে ব্যাথ্যা করছে ওহহহহ কোন জনমের দুষমনি ছিলো :(:(:(

১৫| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৯:৫১

টানজিমা বলেছেন: এইটা তুমি লেকছ??.... :-& :-& :-& :-& :-& :-&




সুন্দরই লাগিয়াচে.... :!> :#> :#> :#>

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১১

নিমা বলেছেন: :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :(( :((

১৬| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০১

জসিম বলেছেন: @টানজিমা- এইটা টুমি লেকছ !!!

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১১

নিমা বলেছেন: :-& :( :(( :(( :((

১৭| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১২

শূণ্য উপত্যকা বলেছেন: আধাঁরের খোলস ভেংগে
ছিনিয়ে আনো তোমার কাংখিত আলো । +++++++++++

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১২

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ দাদা

১৮| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১৮

রাজসোহান বলেছেন: যাক এইটা তুমিই লিখসো !

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৭

নিমা বলেছেন: টানজিমা আপুর কমেন্ট মুছতে মুছতে আমি ভুইল্লা গেছি কি লেখছিলাম :( :(

যাই হোক ধন্যবাদ দোস্তো

১৯| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:১৯

শোশমিতা বলেছেন: তুমি নির্ভয় থাকো নিষ্পাপ শক্তি আমার ।
মুক্তির মতো নির্বাক ভিরুতা নয় ...
আধাঁরের খোলস ভেংগে
ছিনিয়ে আনো তোমার কাংখিত আলো !!!
চমৎকার +

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৯

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ আপু

২০| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১২

গরম কফি বলেছেন: টানজিমার বাচ্চা ...বিটলামি করছ? তোর মুরগি গুলার খবর কি? এখন ওকি চুরি হয়?


নিমা তোমার কবিতা মোটামুটি ভালো হয়েছে ... কিন্তু মনে দাগ কেটেছে একথা বলবোনা ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:২১

নিমা বলেছেন: হুমম এরকম মনে দাগ না লাগাই ভালো ........ :)

অনেক ধন্যবাদ ভাইয়া

২১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:১৮

মুকুট বিহীন সম্রাট বলেছেন: আমি শুধু তার নিষ্পাপ চোখের তারায় স্বপ্ন এঁকে দেই
চোখে চোখ রেখে বলি ,
তুমি নির্ভয় থাকো নিষ্পাপ শক্তি আমার






পৃথিবীতে আমার কাছে একটা সুন্দর চোখের চেয়ে বড় সম্পদ আর কিছু নেই।


ভালো লাগলো নিমাজী।

ভালো থাকা হোক

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৪৭

নিমা বলেছেন: হুমম যে চোখ সুন্দর করে দেখতে জানে
তার মতো বড় সম্পদ আর কি হতে পারে :)

ধন্যবাদ ভাইয়া

২২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৩৫

জীবনানন্দদাশের ছায়া বলেছেন: আমার অসীম শূন্যতার ফাঁক গলে বেরিয়ে আসা
পূর্ণতার আলো, তার নিষ্পাপ চোখে ঝরায়
বিষাক্ত আচড় মুক্তির প্রার্থনা ।


আমি কে? অসীম শূন্যতা কি?

আমি হচ্ছে মা, অসীম শূন্যতা মানে হচ্ছে মাতৃজঠরের নিশ্চিৎ তরলাধার। শিশুর আগমন, ভীত সন্ত্রস্থ শিশুর কান্না, তার চোখ নিষ্পাপ কারণ এখনো কোন পাপ তাকে ষ্পর্শ করেনি।

আকাশ হাহাকার করে ,,,
পৃথিবী দ্বিধা হও,
দ্বিধা হও লুটিয়ে পরো শুভ্র সুন্দর এর পায়ে,
মুক্ত হও, মুক্তি দাও ,,
আধাঁরের যন্ত্রনাময় আচড় থেকে ।


এটাকি শিশুর বেড়ে ওঠার পর কোন এক বয়সের কথা?

ভয়ংকর তিক্ত হাসিতে উজ্জ্বল হয় সমাজের কালো মুখ
যেনো অপেক্ষায় ফুল ফোঁটার
তিলে তিলে আরেকটি ফুল ঝরাবে বলে ।


বাস্তব পৃথিবী বসে আছে হিংস্র নখর, দাঁত নিয়ে ছিরেখুড়ে খাবে সব ইনোসেন্স। এখানে যুদ্ধ করতে হবে প্রতিনিয়ত, মনে রাখতে হবে সেই থিওরী "সারভাইভাল অভ দ্য ফিটেস্ট" "মারো অথবা মরো।" তাই ফুলের নিষ্পাপ কুঁড়ি হারাবে আর ঝরে পরবে অবলীলায়। সমাজ একজন যোদ্ধা চায়।

আমি শুধু তার নিষ্পাপ চোখের তারায় স্বপ্ন এঁকে দেই
চোখে চোখ রেখে বলি ,
তুমি নির্ভয় থাকো নিষ্পাপ শক্তি আমার ।
মুক্তির মতো নির্বাক ভিরুতা নয় ...
আধাঁরের খোলস ভেংগে


মা, ধরে রাখবে সন্তানকে আপন মমতায়। আশা নিয়ে, মমতায়... এখানে মা আশাবাদী।

তারপর সবটাই সময়ের হাতে।

** এটা আমার পাঠ প্রতিক্রিয়া, কবির চিন্তার সাথে মিলতেও পারে, নাও পারে।

কবিতার কনসেপ্ট ভাল, এক্সিকিউশন আরো ভাল হতে পারত।
ছিনিয়ে আনো তোমার কাংখিত আলো ।

২৭ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:৫৯

নিমা বলেছেন: হুমম কিছুটা মিল কিছু টা অমিল ,,,,,,, তবু বোঝতে চেষ্টা করায় অনেক ভাললাগলো
যদি ও কিছু বোঝাতে চাইনি ,,,, :) :)

অনেক দিন পর আমার ব্লগে এলেন ভাইয়া
অনেক ভাললাগছে :)

ভালাথাকুন :)

২৩| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:২৭

গুরুজী বলেছেন: সুন্দর

২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০১

নিমা বলেছেন: ধন্যবাদ গুরুজী

২৪| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫৪

আবদুল্লাহ আল মনসুর বলেছেন: সুন্দর প্রকাশ। +++

২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০১

নিমা বলেছেন: ধন্যবাদ ভাইয়া

২৫| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৫৪

আবদুল্লাহ আল মনসুর বলেছেন:

ভয়ংকর তিক্ত হাসিতে উজ্জ্বল হয় সমাজের কালো মুখ
যেনো অপেক্ষায় ফুল ফোঁটার
তিলে তিলে আরেকটি ফুল ঝরাবে বলে ।

২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০২

নিমা বলেছেন: মুক্তির মতো নির্বাক ভিরুতা নয় ...
আধাঁরের খোলস ভেংগে
ছিনিয়ে আনো তোমার কাংখিত আলো ।

২৬| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ২:০১

কখনো মেঘ, কখনো বৃষ্টি বলেছেন: দারুন হইছে

২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১০:০২

নিমা বলেছেন: ধন্যবাদ

২৭| ২৮ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১১:০৮

হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগলো। আপনি সম্ভবত আপু না, ভাইয়া; ঠিক বলছি?

২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৬

নিমা বলেছেন: ধন্যবাদ পড়ার জন্য :)

ভাইয়া আপনার কেন মনে হলো আমি ভাইয়া ?

২৮| ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২১

বাঘ মামা বলেছেন: হানিফ রাশেদীন বলেছেন: অনেক ভালো লাগলো। আপনি সম্ভবত আপু না, ভাইয়া; ঠিক বলছি




ঠিক বলেছেন হানিফ, আমারও তাই মনে হয়:)

সে যাই হোক নিমা আপু আপনার পুর্বের লেখা পড়ে আমার মনে হয় আপনি একজন বিদ্রোহী লেখক, সব লেখাতেই একটা প্রতিবাদ আছে।


জব্বর লেকসেন।

২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৯

নিমা বলেছেন: আহাম আহাম আহাম বাঘ মামা আপনি ও :(( :((

মামা হইয়া ভাগনির সাথে ফাজলামো :(:(

হুমম আমি আমি মেয়ে আমি নারী আমি মা এটাই আমার জীবনের সবছে বড় অহংকার
আমি মা তাই জগতের সব মায়ের অপমান আমাকে অপমান করে ........

ভাল থাকুন

২৯| ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:২৬

সাগর রহমান বলেছেন: লেখক বলেছেন: অবশ্যই জানতে পারেন ... আমার অসীম শূন্যতার ফাঁক গলে বেরিয়ে আসা
পূর্ণতার আলো নিয়ে লিখেছি =p~
ভালোলাগলো কবি।।

২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩২

নিমা বলেছেন: হিহিহিহিহিহ লেখা ভালো না লেগে কমেন্ট ভালোলাগলো :)

আর প্লিজজজজজজজজজজ আমাকে কবি বলে কবিদের অপমান করবেন না :)


হুমম আলো আমার মেয়ের নাম :)

৩০| ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৪

বাঘ মামা বলেছেন: অপমান? কাকে? কখন? কিভাবে ?


কেয়ামত আয়া পরসে, আজকাল মানুসগুলানরে কি কোই আর তারা কি বুঝে:(

২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৩৮

নিমা বলেছেন: হুমম আমাকে ভাইয়া বলে কি অপমান করছেন না :( :( আপনারা সব্বাই মিলে আমাকে :(( :(( :(( :(( :(( :(( :(( :((

৩১| ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৪৩

বাঘ মামা বলেছেন: এই নিন টিস্যু,

২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১:৪৬

নিমা বলেছেন: আবার ফাজলামি :( টিস্যু না দিয়াই

৩২| ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৪০

পাহাড়ের কান্না বলেছেন: ভাল হয়েছে

২৯ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ৩:৫১

নিমা বলেছেন: ধন্যবাদ

৩৩| ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৪:১৬

আরফার বলেছেন: অনেক ভালো লাগলো।

৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৫

নিমা বলেছেন: ধন্যবাদ ভাইয়া

৩৪| ২৯ শে সেপ্টেম্বর, ২০১০ বিকাল ৪:৩৮

ইসতিয়াক আহমদ আদনান বলেছেন: সুন্দর কবিতা।++

৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৭

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ :)

৩৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৩৯

হানিফ রাশেদীন বলেছেন: আপনি বলেন,
''আমার অসীম শূন্যতার ফাঁক গলে বেরিয়ে আসা
পূর্ণতার আলো, তার নিষ্পাপ চোখে ঝরায়
বিষাক্ত আচড় মুক্তির প্রার্থনা ।''

বলেন না যে,
''আমার অসীম শূন্যতার ফাঁক গলে বেরিয়ে আস তুমি
চাঁদের আলো, তোমার হড়িনের মত চোখে
সারাক্ষণ খুঁজে ফিরি আমাকে।''

এ-টুকুই কেবল বললাম।

কথাটা আমি বলা যায় হঠাৎ করে বলেছি, হঠাৎ করে কথা বলা ঠিক না। অবশ্য একেবারেই হঠাৎ করে না, আপনার এই কবিতা এবং এর আগের কবিতাটির জাযগা থেকে বলেছি। আবার মাত্র দুটি কবিতা থেকেই এমনটি বলা যায় না, এর আগে যা পড়েছি তা ও-ভাবে মনে নেই।কবিতা দুটি কতটুকু কবিতা হয়ে উঠলো এই প্রশ্নটি না এনে বলি, কবিতা দুটিতে যা লেখা হয়েছে, যে বিষয় উঠে এসেছে..... ব্লগের অনেক মেয়েই উপরের ২য় পেরায় যা তেমন করে বলে, এটিও আবার কথাটা বলার আরেকটা কারণ। ইদানিং আমি অন্যের ব্লগে ঘুরি কম, মেয়েদের ব্লগে আরো কম, এদের এতো আমোদ-ফুর্তিময় মহৎ লেখা আমার ভালো লাগে না। ব্লগের বাইরেও মেয়েরা সাধারণত এমনই।বলেছি, সাধারণত, ভালো লিখে বা চিন্তা করে এমন তো অবশ্যই আছে। তো, এখন কথা হচ্ছে, এই এই জায়গা থেকে বলেছি।

বলেছেন আপনি 'মা', নারী হিসেবে 'মা' বলেছেন? নাকি সত্যিই 'মা'?

এই তো...

৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৪

নিমা বলেছেন: যখন অনেক মন খারাপ থাকে তখনি লিখতে শুরু করি ,,,,,জানিনা তখন কি লিখি,,,যা মাথায় আসে তাই লিখি...
'আমার অসীম শূন্যতার ফাঁক গলে বেরিয়ে আস তুমি
চাঁদের আলোয়, তোমার হড়িনের মত চোখে
সারাক্ষণ খুঁজে ফিরি আমাকে।'' এই কথা গুলু কেন আমার মাথায় এলো না আমি জানিনা তবে আমি সত্যিই মা ...
আমার একটি মেয়ে আছে তার নাম আলো আর এই লেখা থাকে নিয়েই ...

ভালো থাকুন

৩৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ রাত ১২:৫৯

সীমানা পেরিয়ে বলেছেন: "হড়িন" কি জিনিস .........................!!! :(

০১ লা অক্টোবর, ২০১০ রাত ১:৩৯

নিমা বলেছেন: :(:( হবে কিছু একটা :(:(

৩৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৫:৪৬

ছন্দ্বহীন বলেছেন: কিছু না বলে শুধু এই শূণ্য দৃষ্টিতে চেয়ে থাকা..
কেবলই উত্তরের প্রতিক্ষা আমার
অথচ কোন কালে কোন প্রশ্ন ছিল কি রাখা?

মনে পড়ে না!!তবু হায়!
এ জীবন সূর্যের প্রতিবিম্ব যেন
যেন প্রখরতায় পূর্ণ কলরবে
ব্যর্থ বসন্তের হাওয়া বয়...
--------------------------

জেঠি মা কেমন আছো?
তোমাদের আজ ১৬ বছর দেখিনা!!
শুনেছি ছড়ানো কথায়, সেই ছোট্ট
আলো'রও না বিয়ে দিয়ে দিয়েছো
মাত্রা ছাড়িয়ে ধুমধাম করেছো
অনেক নাকি লোক খাইছো..

একটি বারও মনে পড়েনি তাই না?
অথচ আজও আক্ষেপ বয়ে নিয়ে বেড়াই..

আহা! কতদিন দেখা হয় না বলতো..
প্রায় ১৬ বছর পার হলো...
প্রায় ১৬ বছর হলো..আলো'কে দেখিনা..
+++++++++

০১ লা অক্টোবর, ২০১০ রাত ২:১১

নিমা বলেছেন: :| :| আমার দু বছরের মেয়েকে বিয়ে দিয়ে দিলেন :(

অনেক ধন্যবাদ ভাইয়া

৩৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:০৫

বাবুল হোসেইন বলেছেন: আলোকে দেখি না মানে কি @ ছন্দহীন। আলো কি আপনাদের আত্মীয়?


ভালো লাগলো নিমাপু। দারুণ কবিতা। সব থেকে বড় কথা মেয়েলিপনা নেই কোথাও?
সবই কবিতার শরীর বেয়ে আশ্রিত হয়ে আছে, যেনো আত্মা থেকে উৎসারিত।


ভালো লাগা..এবং ভালোলাগা।

০১ লা অক্টোবর, ২০১০ রাত ২:১২

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া

ভালো থাকুন

৩৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:০৮

ছন্দ্বহীন বলেছেন: সরি নিমা বানান ভুলের জন্য..
মন্তব্য মুছে ফেলতে পারেন ইচ্ছা করলে...

০১ লা অক্টোবর, ২০১০ রাত ৯:১১

নিমা বলেছেন: হিহিহি এতো সুন্দর কমেন্ট নিমা মুছে ফেলবে :) না না না

৪০| ৩০ শে সেপ্টেম্বর, ২০১০ ভোর ৬:১৬

ছন্দ্বহীন বলেছেন: @ বাবুল ভাই....নিমার মেয়ের নাম আলো..উপরের মন্তব্য পড়লে বুঝবেন...

৪১| ০১ লা অক্টোবর, ২০১০ রাত ১২:৫৮

চতুষ্কোণ বলেছেন:
তুমি নির্ভয় থাকো নিষ্পাপ শক্তি আমার ।
মুক্তির মতো নির্বাক ভিরুতা নয় ...


সুন্দর কবিতা।

০১ লা অক্টোবর, ২০১০ রাত ৯:১২

নিমা বলেছেন: ধন্যবাদ

৪২| ০১ লা অক্টোবর, ২০১০ সকাল ১১:১৯

সত্যবাদী মনোবট বলেছেন: আচড় টা হবে আঁচড়

দারুন লিখছিস রে দিদিভাই

পুরো ফাটিয়ে ফেলছিস........

০১ লা অক্টোবর, ২০১০ রাত ৯:১৩

নিমা বলেছেন: ঠিক করেছি দাদা :)

অনেক ধন্যবাদ ভালো থেকো

৪৩| ০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৩:৪৮

টানজিমা বলেছেন: ভাবি.........শইল্ডা ভালানি.... B-) B-) B-) B-) B-) B-) B-) ;)

০৩ রা অক্টোবর, ২০১০ বিকাল ৫:৫৬

নিমা বলেছেন: জ্বি দেবরা শরিল ভালো আমার ....আপনি ভালো তো :P:P:P

৪৪| ০৩ রা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৬:০১

শিরীষ বলেছেন:
তুমি নির্ভয় থাকো নিষ্পাপ শক্তি আমার
===================
ওয়াও! এরকম একটা কবিতা অপঠিত ছিল আমার!!
অসাম, রিয়েলি।

০৪ ঠা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

নিমা বলেছেন: সত্যিই যদি অসাম হতো অবশ্যই আরো আগে পাঠ করতেন :)

অনেক ভালোলাগলো আমার বাড়িতে আপনাকে দেখে ,,,,,

অনেক ধন্যবাদ

৪৫| ০৩ রা অক্টোবর, ২০১০ রাত ৮:৫৪

জাগারণ বলেছেন: সুন্দর।

০৪ ঠা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩৭

নিমা বলেছেন: ধন্যবাদ

৪৬| ০৩ রা অক্টোবর, ২০১০ রাত ১০:৫৪

এ,রহিম বলেছেন: আধাঁরের খোলস ভেংগে
ছিনিয়ে আনো তোমার কাংখিত আলো । খুব সুন্দর +++

Click This Link

০৪ ঠা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩৮

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ

৪৭| ০৪ ঠা অক্টোবর, ২০১০ সকাল ৭:৪৩

মেঘ শূন্য দিন বলেছেন: নিমা,
পারলে আমার বাড়িতে একটু উঁকি দেবেন। একখানা নতুন পোষ্ট দিয়েছি...

০৪ ঠা অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩৮

নিমা বলেছেন: হুমম দেখলাম :)

৪৮| ০৫ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৩২

সত্যবাদী মনোবট বলেছেন: যখন ধরনীর বুকে করেছিলি পর্দাপণ
কেঁদেছিলি তুই হেসেছিলো সব আপন
আজ তুই অনেক বড় পৃথিবীতে তোর শত কাজ
তোর জন্য সব ভালোবাসা ওরে শুভ জন্মদিন তোর আজ............ :)


শুভ জন্মদিন দিদিভাই

০৬ ই অক্টোবর, ২০১০ রাত ১২:৫৯

নিমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ দাদা

৪৯| ০৫ ই অক্টোবর, ২০১০ দুপুর ১২:২০

হাসান মাহবুব বলেছেন: শুভ জন্মদিন নিমা। রাজকনয়াকে নিয়ে ভালো কাটুক প্রতিক্ষণ।

০৬ ই অক্টোবর, ২০১০ রাত ১:০২

নিমা বলেছেন: wowwwow অনেক অনেক ধন্যবাদ ভাইয়া

৫০| ০৬ ই অক্টোবর, ২০১০ রাত ১:১০

শোশমিতা বলেছেন: শুভ জন্মদিন



০৭ ই অক্টোবর, ২০১০ রাত ১:২৩

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ আপু :)

৫১| ০৭ ই অক্টোবর, ২০১০ রাত ২:৪৬

ডেইফ বলেছেন: চমৎকার একটি কবিতা। অনেক অনেক ভাল লাগলো।
শুভ কামনা রইল।

বি:দ্র: লেট হ্যাপি বার্থডে টু ইউ।

০৭ ই অক্টোবর, ২০১০ রাত ২:৫৬

নিমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ .....

আবারো ধন্যবাদ :):)

৫২| ০৭ ই অক্টোবর, ২০১০ রাত ২:৪৭

কি নাম দিব বলেছেন: সুন্দর :)

০৭ ই অক্টোবর, ২০১০ রাত ৩:১৩

নিমা বলেছেন: ধন্যবাদ কিউট আপু :)

৫৩| ০৭ ই অক্টোবর, ২০১০ রাত ৩:২৪

টানজিমা বলেছেন: :(

০৭ ই অক্টোবর, ২০১০ বিকাল ৪:১৩

নিমা বলেছেন: ;)

৫৪| ০৭ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩৩

সোমহেপি বলেছেন: আমার কাছে মনে হল মুক্তিযুদ্ধের চেতনাধারী কবিতা।যারা নিজেকে আঁধারের বন্দীদশা থেকে যুদ্ধ করেন নিজেকে মুক্তকরার।সকল প্রকার মানসিক দাসত্ব থেকে,চেতনার দাসত্ব থেকে,বিশ্বাসের দাসত্ব থেকে।
জয় হোক নিজেকে মুক্ত করার স্বাধীনতা যুদ্ধের।

০৭ ই অক্টোবর, ২০১০ রাত ১০:১৪

নিমা বলেছেন: মুক্তিযুদ্ধ এই বলেতে পারেন ....কখনো নিজের জন্য কখনো দেশের জন্য ,,,,,মুক্তিযুদ্ধই ,,,,,,,,,,

ভালো থাকুন ..ধন্যবাদ ভাইয়া

৫৫| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ২:২৯

ছন্দ্বহীন বলেছেন: বহুদিন কিন্তু পার হলো!!! এবার নতুন পোষ্ট চাই।

১০ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩৫

নিমা বলেছেন: :(:(:(:(:( এক বছর :):):)

ভালো আছেন ভাইয়া?

৫৬| ১০ ই অক্টোবর, ২০১০ সকাল ১০:৫৫

মুগ্ধ মানুষ বলেছেন: খুব সুন্দর।

১০ ই অক্টোবর, ২০১০ সন্ধ্যা ৭:৩৬

নিমা বলেছেন: ধন্যবাদ

৫৭| ১০ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫৪

কবুতর সন্ধানী বলেছেন: কি খবর অনিমা?

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১২:১২

নিমা বলেছেন: এই তো ভাইয়া :)
নিমা ভালই থাকে আর নিমার খবর ও ভালো :)

৫৮| ১১ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৪০

গুরুজী বলেছেন: শাশুরী আম্মা ভালাচেন? :!> :!> :!> :!> :#> :#> :#>

১২ ই অক্টোবর, ২০১০ রাত ১২:১৩

নিমা বলেছেন: আহারে কত্তো লজ্জা

৫৯| ১২ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৪৯

করবি বলেছেন:

অনেক সুন্দর লিখেছ নিমা।

আধাঁরের খোলস ভেংগে
ছিনিয়ে আনো তোমার কাংখিত আলো ।

১২ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২০

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ আপু

৬০| ১২ ই অক্টোবর, ২০১০ সকাল ৮:৫৫

চতুষ্কোণ বলেছেন: শুভ জন্মদিন নিমা। ভালো থাকুন সবসময়।

১২ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২১

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ :)

৬১| ১২ ই অক্টোবর, ২০১০ দুপুর ২:৫৬

গুরুজী বলেছেন: থাকপে না আবার 8-| 8-| 8-| 8-|

১২ ই অক্টোবর, ২০১০ রাত ৯:২১

নিমা বলেছেন: হুমম চিন্তিত আছি /:) :( :P

৬২| ১৪ ই অক্টোবর, ২০১০ সকাল ৭:৪২

আরফার বলেছেন: :-B :-B

১৫ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:২৪

নিমা বলেছেন: :)

৬৩| ১৫ ই অক্টোবর, ২০১০ ভোর ৪:৫৯

টানজিমা বলেছেন: আইচ্ছা কন্ত, মানুষ মরে পেত্নী হয় না পেত্নী মরে মানুষ হয়?? :-B

১৫ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:২৫

নিমা বলেছেন: পেত্নি মরে মানুষ হয় :)

৬৪| ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫২

সায়েম মুন বলেছেন: অতি চমৎকার কবিতা----------
পৃথিবী দ্বিধা হও,
দ্বিধা হও লুটিয়ে পরো শুভ্র সুন্দর এর পায়ে,

১৫ ই অক্টোবর, ২০১০ রাত ৯:৫৩

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ ভাইয়া :)

৬৫| ১৫ ই অক্টোবর, ২০১০ রাত ১০:৩০

আমি উঠে এসেছি সৎকারবিহীন বলেছেন:
চমৎকার হয়েছে কবিতাটি।

১৬ ই অক্টোবর, ২০১০ ভোর ৫:৫৫

নিমা বলেছেন: অনেক ধন্যবাদ :)

৬৬| ১৬ ই অক্টোবর, ২০১০ সকাল ৯:৪৩

সাইফুল্লাহ িজপসী বলেছেন: আমি শিতল হস্তে বুলিয়ে দেই তার পুর্ণ অবয়ব ।

যার প্রতিটি শিরায় শিরায় বহিছে এখন স্বস্ছ জল
নাহি ছুয়েছে কোন কলুষতা সেথায়,নাহি পন্কিল
নাহি কোন ছল ।।।


আমি শিতল হস্তে বুলিয়ে দেই তার মস্তক ।

চোখে চোখ রেখে বলি ,
তুমি নির্ভয় থাকো নিষ্পাপ শক্তি আমার ।

মুক্তির মতো নির্বাক ভিরুতা নয় ...
আধাঁরের খোলস ভেংগে
ছিনিয়ে আনো তোমার কাংখিত আলো ।

১৭ ই অক্টোবর, ২০১০ রাত ৩:১৯

নিমা বলেছেন: অনেক অনেক ধন্যবাদ ভাইয়া :)

ভালো থাকবেন

৬৭| ২৪ শে অক্টোবর, ২০১০ রাত ৩:২৯

বাবুনি সুপ্তি বলেছেন: আমি কিন্তু বুঝেছি কি বলতে চেয়েছিলেন :)
অনেক অনেক সুন্দর হয়েছে আপু। এত সুন্দর করে এই আনন্দের অনুভূতি প্রকাশ ... দারুন :)

২৫ শে অক্টোবর, ২০১০ রাত ১:৪২

নিমা বলেছেন: হিহিহি কি বুঝলে আপ্পি ?
ধন্যবাদ তোমাকে :)

ভালোথেকো সব সময়

৬৮| ০৯ ই ডিসেম্বর, ২০১০ সকাল ১০:০০

সহেলী বলেছেন: আমি শুধু তার নিষ্পাপ চোখের তারায় স্বপ্ন এঁকে দেই
চোখে চোখ রেখে বলি ,
তুমি নির্ভয় থাকো...............

এভাবে বলতে নেই !

১১ ই ডিসেম্বর, ২০১০ সকাল ৮:১১

নিমা বলেছেন: তবে কি ভাবে বলতে হয় আপু শিখিয়ে দাও :)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.