![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খাদ্য দ্রব্যাদি কৃষি শষ্যাদি শব্দর্ অথঃ
মাহাতো ভাষায় বাংলা ভাষায়
চারওয়া ----------- চাউল
আটুওয়া ----------- আটা
ভাতুয়া ---------- ভাত
মাড়ওয়া ---------- ভাতের ফ্যান
দেলিয়া ---------- ডাউল
মেছরিয়া ---------------- মাছ
মাসওয়া --------------- মাংস
গোহুমওয়া ------------------ গম
হাঁসওয়াক ডিমওয়া --- হাঁসরে ডমি
মুরগীয়াক ডিমওয়া------ মুরগীর ডমি
খ্যাসকি মাসওয়া ------------ খাসরি মাংস
পাঠওয়াক মাসওয়া--------- পাঠার মাংস
হাঁসওয়াক মাসওয়া------- হাঁসরে মাংস
মুরগীয়াক মাসওয়া -----------মুরগীর মাংস
আটুওয়া রোটি --------------- আটার রুটি
মাসওয়াক ঝর ------------- মাংসর ঝোল
তিনেই -------------------- তরকারী
ভেইরতা ----------------- ছানা
ধানওয়া ------------- ধান
গহুমওয়া ---------- গম
শরসেুওয়া -------- শরিসা
কালইয়ো ------------ কালাই
বুটওয়া ---------- বুট
জন্ডওয়া ----- ভুট্টা
সমওিয়া -------- ছিম
বেংনুওয়া ------ বেগুন
শুটকিয়া --------- শাজিনা
আলুওয়া -------- আলু
আমওয়া --------- আম
কলওয়া ---------- কলা
পারবিারকি শব্দ র্অথঃ
মাহাতো ভাষায় বাংলা ভাষায়
বাপা ------------ বাবা
ম্যায়া ----------- মা
দাদু ---------------- দাদুভাই
দাদি ------------ দিদি মা
নানা ----------- নানা
নানি ------------- নানি
মামু ----------- মামা
মামি ------------ মামি
মোশি ------------- মাশমিা
আজা ------------ জঠো মশায়
আজি -------------- জেঠিমা
প্রতিয়ি ------------ কাকা
প্রতিয়িান ------------- কাকি মা
ফুফা ------------ পিশা মশায়
ফুফু ------------- পিশি মা
মোশা -------------- মশেো মশায়
শশুর --------------- শশুর বাবা
শাশ --------------- শাশুড়ী মা
আজাশশুর ----- জঠো শশুর
আজি শাশ ---- জঠেি শাশুড়ি
পিতিয় শশুর -----কাকা শশুর
পিতিয়িান শাশ-----শাশ কাকি শাগুড়ি
বাড়কা ---- ভ্যাশুর( স্বামীর বড় ভাই )
বোড়কী ----- স্বামীর বড় ভাইয়রে বউ
দেরওয়া ---- দেবর
নোনদশী ----- ননদ
শালওয়া ---- শালা
শলেয়িা ---- শালি
জেরশাশ ---- জশেুড়ী
শাঢ়ু ---- ভাইরা
মাহাতো ঝুমুর
কারাম পূজার ঝুমের-০২ (মুসেহের)
লেখক, পরেশ চন্দ্র মাহাতো
ও ওরে মহুয়া তোরে ডেরিহা কুবারে কুবার
তোরে ডেরিহারে মহুয় কুবারে কুবার রে মহুয়া
তোরে ডেরিহা কুবারে কুবার
ও ওরে মহুয়া তোরে পাতিয়া চিকানে চিকান
তোরে পাতিয়া মহুয় চিকানে চিকান রে মহুয়া
তোরে পাতিয়া চিকানে চিকান
ও ওরে মহুয়া তোরে ফুলুয়া বেড়িরে শুরাষ
তোরে ফুলুয়া মহুয়া বেড়িরে শুরাষ ও মহুয়া
তোরে ফুলুয়া বেড়িরে শুরাষ
একে পিওলয়া খেইলিরে মহুয়া
দুইয়ে পিওলয়া খেইলিরে মহুয়া
তিনে পিওলয়া পিওয়া মুজিগেলরে মহুয়া
তোরে ফুলুয়া বেড়িরে শুরাষ ।।
ঝুমের-০১ (লজকুয়া)
লেখক, পরেশ চন্দ্র মাহাতো
ভাঙ্গিগেলায়গো মা পেহেলে পিরিতি
উচ্ছেল উচ্ছেল উঠে মোর ছাতি। -২
ভাঙ্গিগেলায়গো মা পেহেলে পিরিতি
মনে রেহিগেল গো মা জানামেকে সৃতি।
উচ্ছেল উচ্ছেল উঠে মোর ছাতি। -২ ।।
কারাম পূজার ঝুমের-০১ (লজকুয়া)
লেখক, পরেশ চন্দ্র মাহাতো
পড়ালায় ভাদারা মাস লাগালেই ন্যাহিরাকে আশ
দিনাচারি শশুর যায়দিহা ন্যাহিরাগো-২
ভরালোও মা নদী নালা
ভরালোওমা যমুনা কেশেরেকী
বহু যেইবেয় ন্যাহিরাগো-২
কাটাতেই গো কাশি কুঞ্জা
বাঁন্ধাতেই গো আটালো
সেহো চেঁড়ি শশুর যেইবেয় ন্যাহিরাগো-২
টুটাতোও মা কাশি কুঞ্জা
ভাঙ্গাতোও মা আটালো
ডুবি জিবেয় বহু যমুনে গো
ডুবি জিবেয়-২
পড়ালায় ভাদারা মাস লাগালেই ন্যাহিরাকে আশ
দিনাচারি শশুর যায়দিহা ন্যাহিরাগো-২।।
হামারা বাপা ভেইয়া বেড়ি পেনখেলি গো
ছাকিলেতাই শুশুর মোধে যমুনে গো-২।।
কারাম পূজার ঝুমের-০২ (গড় পিছওয়া)
লেখক, পরেশ চন্দ্র মাহাতো
তেরিংআনা তেরিংআনা
উগুহেয় বেদিরিয়া তার
হামে ভালা দেখাবেয় হো-২
কোনা তোরা গাঁওয়াত
কোনা তোরা বাজেইতো হো
কোনা তোরা নাচাতোও নটুয়া নাচ
শশুর মোরা গাঁওয়াত
ভেশুর মোরা বাজেইতো হো
দেওয়রা মোরা নাচতোও নটুয়া নাচ
হামে ভালা দেখাবেয় হো-২
তেরিংআনা তেরিংআনা
উগুহেয় বেদিরিয়া তার
হামে ভালা দেখাবেয় হো-২
©somewhere in net ltd.