![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিরাজগঞ্জ প্রতিনিধি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 2014-01-23 00:09:58.0 BdST Updated: 2014-01-23 00:09:58.0 BdST
পছন্দের প্রার্থীকে রায়গঞ্জ উপজেলা চেয়ারম্যান পদে সমর্থন দেয়ায় বিক্ষুব্ধ আওয়ামী লীগ নেতা-কর্মীদের অবরোধে পড়তে হয়েছে সিরাজগঞ্জ-৩ আসনের (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য গাজী ইসহাক তালুকদারকে।
বুধবার রাতে উপজেলা পরিষদ চত্বরে সংসদ সদস্যকে অবরুদ্ধ রাখার পাপাপাশি ৭/৮টি মটর সাইকেল ও মিলনায়তনের দরজা-জানালাও ভাংচুর করা হয় বলে স্থানীয়রা জানায়।
সাড়ে ৭টা থেকে টানা দেড় ঘণ্টা মারামারির পর পুলিশ পাহারায় মিলনায়তন ছাড়েন আওয়ামী লীগের সংসদ সদস্য ইসহাক।
তিনি অবশ্য গোলযোগের খবর অস্বীকার করলেও রায়গঞ্জ থানার ওসি আনিসুর রহমান সাংবাদিকদের বলেছেন, “উত্তেজনা দেখা দেয়ায় রাত ৯টার দিকে এমপি মহোদয়কে পুলিশ পাহারায় মহাসড়কের ভূইয়াগাতি পর্যন্ত এগিয়ে দেয়া হয়েছে।”
আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি জিন্নাহ আলমাজি, সাবেক সভাপতি গাজী জয়নাল আবেদিন, যুগ্ম সম্পাদক আবু তালেব ও বর্তমান ভাইস চেয়ারম্যান উপজেলা যুবলীগের সভাপতি আমিনুল ইসলাম শিহাব প্রার্থী হতে ইচ্ছুক।
একক প্রার্থী ঠিক করতে বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনে যৌথসভা ডাকা হয়। এতে রায়গঞ্জ উপজেলা, সলঙ্গা থানা ও ৯টি ইউনিয়নের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যোগ দেন।
স্থানীয় নেতারা জানান, সাড়ে ৭টার দিকে স্থানীয় সংসদ সদস্য ইসহাক হোসেন তালুকদার চেয়ারম্যান পদে দলের প্রার্থী হিসেবে জিন্নাহ আলমাজি, ভাইস চেয়ারম্যান পদে শরিফুল ইসলাম ঝন্টু ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে নিলুফার ইয়াসমিন রিনার নাম ঘোষণার পর গণ্ডগোল শুরু হয়।
বিক্ষুব্ধরা দরজা-জানালা ভাংচুরের পর মিলনায়তনের দরজা আটকে দেয়। একই সময়ে বাইরে চলে গাড়ি ভাংচুর।
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মনোনয়নপ্রত্যাশী হান্নান বলেন, “স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের সমর্থক হওয়ায় রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমাকে মনোনায়ন দেয়া হয়নি।”
বর্তমান ভাইস চেয়ারম্যান আমিনুল বলেন, “দলের কর্মীদের ইচ্ছাকে গুরুত্ব না দিয়ে নিজের পছন্দের নাম ঘোষণা করায় এমপি সাহেবকে পুলিশ পাহারায় ঘটনাস্থল ত্যাগ করতে হয়েছে।”
“শুনেছি তিনি সিরাজগঞ্জ চলে গেছেন। ঘোষিত প্রার্থীর নাম বাতিল না করা হলে দল ক্ষতিগ্রস্ত হবে। দলের নেতাকর্মীরা এমপিকে রায়গঞ্জে ঢুকতে দেবে না।”
এ বিষয়ে সংসদ সদস্য ইসহাকের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অডিটরিয়ামে কোনো সমস্যা হয়নি।”
©somewhere in net ltd.