![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সিরাজগঞ্জ জেলার আদিবাসী অধ্যষিত এলাকা রায়গঞ্জ-তাড়াশ উপজেলা নিয়ে যে, আসন তাতে বর্তমানে যিনি সাংসদ তিনি অনেকদিন থেকেই অসুস্থ্য। প্রতি মাসের বেশির ভাগ সময় তাকে হাসপাতালে কাটাতে হয়ে। গত ৫ জানুয়ারীর নির্বাচনে প্রার্থীতা বাছাইয়ের সময় অনেক প্রার্থী মনোনয়ন পত্র জমা দিয়েছিলেন। তার মধ্যে উল্লেখ যোগ্য হচ্ছে, আমজাদ হোসেন মিলন, রইচ উদ্দিন জয়নাল, লুৎফর রহমান দুলু, হানান খান, প্রমুখ কিন্তু বাস্তবে এই সকল লোক কউই সক্রিয় ভাবে আওয়ামীগের মাঠপর্যায়ে কাজ করের না।আমজাদ হোসেন মিলন গত উপুজেলা ইলেকশনে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন কিন্তু দায়িত্ব পালন কালে জনগনের গ্রহন যোগ্যতা হারান। তার কথা এলকার মানুষ ঘৃনা ভরেও স্মরন করেন না। রইচ উদ্দিন জয়নাল গত কয়েকদিন আগে মারা গেছেন। লুতফর রহমান দুলু নামে যে, ব্যক্তিটি রয়েছেন তিনি তার ব্যবসার কাজে চট্টগ্রামে থাকেন। তিনি বছরে দু একবার এলাকায় আসেন এরকম খবর খুব কম পাওয়া যায়। হান্নান খান যার কাছে লোকজন কোন কাজের জন্য গেলে তিনি স্রেফ জানিয়েদেন যে, তিনি আর রাজনীতি করেন না। তাই এলাকায় জনগন আজ দিশেহারা তারা তাদের সাংসদকে কাছে পান না তার অসুস্থ্যতার জন্য। অনুরুপ ভাবে যারা বিভিন্ন সময় ইলেকশন করতে চান তাদের কেউ এলাকায় পাওয়া যায় না।
সেই সুযোগটা কাজে লাগাচ্ছেন একসময়কার রায়গঞ্জ -তাড়াশের মাঠ কাপানো সাবেক স্থানীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক ও রাজশাহী মেডিকেল কলেজ শাখা ছাত্রলীগের বলিষ্ট সাংগঠনিক সম্পাদক এবং রাজশাহী মহানগর সেচ্ছাসেবকলীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এবং বর্ত
মান রায়গঞ্জ উপজেলা আওয়ামীগের স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাঃ গজেন্দ্র নাথ মাহাতো। তিনি সফল নেতা যিনি ছাত্রাবস্থায় অপহরণ কারীদের হাত থেকে একটি সফল আন্দোলনের মাধ্যমে তারা মাহাতো{৪০}নামের এক ব্যক্তিকে উদ্ধার করতে সক্ষম হয়েছিলেন। তাছাড়া তিনি একজন নির্ভীক এবং সৎ নিষ্ঠাবান মনের মানুষ।
©somewhere in net ltd.