![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ছুটে চলেছি দিবা রাত্রি
কালো ছায়ার পিছে
আমি এক পথ হারা পাখি।
মন যেতে চাইছে না,
কিন্তু ঐ ছায়ার আড়ালে লুকানো
কে যেন মৃদুস্বরে ডেকে ডেকে বলছে- চলে আয় এখানে
যা চাস সবই পাবি।
আমি চাই জ্ঞান, ভালোবাসা
তা ওখানে আছে?
ও বলে আছে।
রাজী হয়ে যাই আমি।
কৌতুহলে।
সবই আছে ওখানে ।
শুধু -
ভালোবাসার পরিবর্তে ঘৃণা, কপটতা,
জ্ঞানের পরিবর্তে মূর্খতা, ধৃষ্টতা, বর্বরতা আর নৃশংশতা।
©somewhere in net ltd.
১|
২৫ শে জুলাই, ২০১৬ রাত ৯:০২
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর। শুভেচ্ছা জানবেন।