নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিশচুপ

নাসিব ইমরোজ নূর

মহাসিন হলের খুদে মহাসিন

নাসিব ইমরোজ নূর › বিস্তারিত পোস্টঃ

মনের সুখের দিক দিয়ে অনেকের কাছেই হিংসার পাত্র

২১ শে জুন, ২০১৪ সকাল ১১:৩৬

রাত ১১টা।স্হান টিএসসি।ইটালি আর কোস্টারিকার ম্যাচ দেখছি দাড়িয়ে আমি আর সৈকত।"মামা দাড়িয়ে দাড়িয়ে তো পা ব্যাথা হয়ে যাবে,রিকশায় বসেন"এক রিকশাওয়ালার আর্জি। রিকশায় উঠে বসলাম।"কোন দলের সাপোর্ট করেন মামা?" জিগালাম আমি।"আর্জেন্টিনা মামা" রিকশাওয়ালার হাসিমাখা উত্তর।আমি বললাম, আমিও তো একই দলের সাপোর্টার।দন্ত বিকশিত হাসি মামার।"দেশের বাড়ি কই?"মাগুরা" রিকশাওয়ালার উত্তর।"আরে মামা আপনি তো আমার এলাকার,যশোর মাগুরা।খুশি হলেন রিকশাওয়ালা মামা।রাত ৪টায় পূর্বের আর্জেন্টিনা ম্যাচ দেখেছেন কামরাংগিরচরে নিজেদের গ্যারেজে।কালকের ম্যাচ টিএসসিতে এসে দেখবার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করলেন।জানালেন বিশ্বকাপে রেফারিং নিয়ে তার বিরক্তির কথা।ব্রাজিল কে কেন penalty দেয়া হল, আরও নানা বিশেষজ্ঞ মতামত ব্যক্ত করলেন।কথা আসলে এইগুলা না,কথাগুলা বলার সময় তার মুখে কেমন যেন আত্মতৃপ্তি বা খুশির ছাপ।সারাদিনের হাড়ভাংগা খাটুনির পরও অল্প একটু বিনোদনের সুযোগ।অর্থের দিক থেকে তারা গরিব কিন্তু অল্পতেই খুশি বা সুখ পাবার দিক দিয়ে তারা অনেক বেশি বড়লোক।মনের সুখের দিক দিয়ে অনেকের কাছেই হিংসার পাত্র।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২১ শে জুন, ২০১৪ সকাল ১১:৪৯

হামিদ আহসান বলেছেন: হুমম, মনের সুখের দিকে থেকে তারাই এগিয়ে। ধন্যবাদ পোস্টটির জন্য...

২| ২১ শে জুন, ২০১৪ দুপুর ১২:০০

নাসিব ইমরোজ নূর বলেছেন: হামিদ মোঃ আবদুল ভাই আপনাকে ও ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.