![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
কবিতা লিখতে বা পড়তে খুব ভালোবাসি, কবিতা মুহুর্তেই মন ভালো করে দেয়, নিঃসঙ্গতার সাথি ....
আমি জানি তুমি ফিরবে না, ফিরে আসবে না আমার কাছে। কিন্তু তবুও আমার অপেক্ষা শুধু তোমারই জন্য। কারন আমি ভালবাসি নিঃস্বার্থ ভাবে। কোনও পিছু টান তো আমার ছিল না, চেয়েছিলাম খুব ছোট্ট একটা বাসা করে আমরা দুজনে দুবেলা খেয়ে দেয়ে ভালো থাকব। কেন সব সপ্ন আমার ভেঙ্গে দিলে। শোন, তোমায় বলি, এমন কোনও মুহূর্তের মোহে পরে নিজের জীবনটা তুমি ধ্বংস করে দিয় না, কেউ তোমাকে তোমার জন্য ভালবাসবেনা, বাসবে তাদের প্রয়োজনে, তাদের নিজের জন্য। তোমাকে কষ্ট দিতে চাইবে সবাই বিশ্বাস কর আমার কিছুই নেই তোমার কাছে চাওয়ার শুধু মাত্র তোমার ভালবাসা ছাড়া। পারতে না তুমি আমাকে তাই দিয়ে রাখতে? হয়ত পারতে। নয়ত না। আসলে পুরোটাই আমার ভাগ্য, আমার অদৃষ্ট। কিন্তু তারপর ও তোমাকে হারানোর একটা তীব্র ভয় , কেন?
©somewhere in net ltd.