নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

আমার ভিনদেশী তারা

২২ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৪৫

আমার ভিনদেশী তারা

-চন্দ্রবিন্দু





আমার ভিনদেশী তারা

একা রাতেরই আকাশে,

তুমি বাজালে একতারা

আমার চিলেকোঠার পাশে!

ঠিক সন্ধ্যা নামার মুখে

তোমার নাম ধরে কেউ ডাকে,

মুখ লুকিয়ে কার বুকে,

তোমার গল্প বলো কাকে?



আমার রাত জাগা তারা

তোমার অন্য পাড়ায় বাড়ী,

আমার ভয় পাওয়া চেহারা

আমি আদতে আনাড়ী!



আমার আকাশ দেখা ঘুড়ি,

কিছু মিথ্যে বাহাদুরি,

আমার চোখ বেধে দাও আলো,

দাও শান্ত শীতল পাটি

তুমি মায়ের মতই ভালো

আমি একলা-টি পথ হাটি ।



আমার বিচ্ছিরি এক তারা,

তুমি নাও না কথা কানি

তোমার কিসের এতো তাড়া?

রাস্তা পার হবে সাবধানি ।

তোমার গায়ে লাগেনা ধুলো

আমার দু-মুঠো চাল-চুলো,

রাখো শরীরে হাত যদি

আর জল মাখো দুই হাতে,

plz ঘুম হয়ে যাও চোখে

আমার মন খারাপের রাতে!



আমার রাত জাগা তারা

তোমার আকাশ ছোঁয়া বাড়ী,

আমি পাইনা ছুঁতে তোমায়

আমার একলা লাগে ভারী!





- চন্দ্রবিন্দু ।



অসাধারণ একটি গান । মন ছুঁয়ে যায় । যতবারই শুনি, ততবারই মুগ্ধ হই । কখনই বোরিং লাগেনা ।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৫০

মুক্ত কাহন বলেছেন: আমার খুব পছন্দের একটা গান

২| ২২ শে এপ্রিল, ২০১২ রাত ১০:৫৩

ইমরাজ কবির মুন বলেছেন: আসলেই অসাধারণ গানটা|

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.