নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত সবার ( শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী) জন্য এই পোস্টটি ।

১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাথে সম্পর্কিত সবার ( শিক্ষক, ছাত্র-ছাত্রী, কর্মকর্তা-কর্মচারী) জন্য এই পোস্টটি ।



বলছি গতকালের কথা । শুরুতে একটু ঘটনা পরিক্রমা বলে নেয়া দরকার । অনাকাঙ্ক্ষিত কিছু কারণে গত বছর ৩য় বর্ষের কয়েকটি পরীক্ষায় খারাপ করেছিলাম, তাই এবার বাধ্য হয়ে ফলোন্নয়ন পরীক্ষা দেবার জন্য ফর্ম ফিল-আপ করতে হল । ফর্ম ফিল-আপ করতে গিয়ে দেখি, ১০ ক্রেডিটে ফলোন্নয়ন পরীক্ষা দিলে আমার জন্য ভালো হয় । এবারই শেষ সুযোগ, তাই সুযোগটা আর হাতছাড়া করা যায়না । কিন্তু এক বছরে কত ক্রেডিট পর্যন্ত ফলোন্নয়ন পরীক্ষা দেয়া যায় সেটা আমার সঠিক জানা ছিলনা বলে রেজিস্টার বিল্ডিং এ গেলাম এই ব্যাপারে সঠিক তথ্য জানতে । একটি নির্দিষ্ট কক্ষে গিয়ে নির্দিষ্ট একজন কর্মকর্তাকে ( নাম বলতে চাই না) সম্মান-প্রদর্শনপূর্বক জানতে চাইলাম তথ্যটা । তিনি আমাকে সরাসরি জানালেন, ২০০৭-০৮ সেশন থেকে যে নিয়ম হয়েছে তা অনুযায়ী এক বছরে সর্বোচ্চ ৮ ক্রেডিট পর্যন্ত ফলোন্নয়ন দেয়া যাবে! আমি বিরোধিতা করে জানালাম যে এমনটি হওয়ার কথা না, আমার জানামতে অনার্সের চার বছরে একজন ছাত্র সর্বমোট ২০ ক্রেডিট পর্যন্ত ফলোন্নয়ন পরীক্ষা দিতে পারে এবং এক বছরে কোন ক্রেডিট লিমিট নাই( এখনকার নিয়ম অনুযায়ী) । কর্মকর্তা জানালেন, উনি যা জানিয়েছেন তাই সঠিক এবং এই বিষয়ে একমাত্র ডিপার্টমেন্ট ছাড়া আর কারো কিছু করার নেই! আমি সাথে সাথে ডিপার্টমেন্টে খোঁজ নিলাম, সেখানে থেকেও সেই একই ব্যক্তির রেফারেন্স দেয়া হল ।আমি চিন্তায় পড়ে গেলাম । অনেক খোঁজ-খবর নিলাম, অনেক বন্ধুবান্ধবকে ফোন দিলাম । সবাই একই কথা বলল যে খুব সম্ভবত আমারটাই ঠিক, তারপরেও রেজিস্টার বিল্ডিং থেকে ভালো করে খোঁজ নেয়া ভালো । পরের দিন আমি আবার সেখানে গেলাম এবং আবারও সঠিক তথ্য জানতে চাইলাম । সম্মানিত কর্মকর্তা আবারও যথেষ্ট কনফিডেন্স নিয়েই জানালেন যে তিনি যা বলেছেন সেটাই সঠিক এবং খুব বিরক্তি প্রকাশ করলেন হাব-ভাবে । আমার উপস্থিতিতে আরও কয়েকজন পরীক্ষার্থীকেও তিনি একই তথ্য দিলেন! শুনে অনেকেই বিফল মনোরথে ফিরে গেলো । কিন্তু আমি নাছোড়বান্দা, এত সহজে হাল ছেড়ে দেইনি কখনো; এখানে তো প্রশ্নই আসে না । আমি বিনীতভাবে বললাম, "স্যার, আমি কি এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের যে নীতিমালা আছে, সেটা দেখতে পারি?" এবার তিনি বললেন, "অবশ্যই পারেন, নয় কেন? আপনি কি হলে থাকেন? তাহলে আগামীকাল আসুন, দেখিয়ে দেবো।" পরের দিন ছিল হরতাল । ঘুম ভেঙ্গেই ছুটে গেলাম রেজিস্টার বিল্ডিং এ । (এই ক'দিন টেনশনে কিছুই পড়তে পারিনি।) সম্মানিত উচ্চপদস্থ কর্মকর্তা আমাকে দেখে না চেনার ভান করলেন । আমি তাঁকে আবারও সবকিছু খুলে বলে নীতিমালা দেখতে চাইলাম । এবার তিনি তাঁর অফিসকক্ষে ঢুকে নীতিমালা খুঁজতে লাগলেন (আমাকে একবারের জন্যও বসতে বললেন না।) । কিছুক্ষণ পর নীতিমালা হাতে পেয়ে আবারও আমার ভর্তি-সেশন জানতে চাইলেন । আমি তাঁকে আবারও সব তথ্য দিলাম, বললাম আমি এ পর্যন্ত মোট ৮ ক্রেডিটে ফলোন্নয়ন পরীক্ষা দিয়েছি, আরও ১২ ক্রেডিট দিতে পারার কথা । তিনি নীতিমালা দেখে এবার একটু নরম গলায় বললেন, "ঠিক আছে । আপনি ১২ ক্রেডিটের জন্য ফর্ম ফিল-আপ করেন।" আমি যথারীতি বিনীত ভঙ্গিতে তাঁকে ধন্যবাদ জানিয়ে এবং পরীক্ষার জন্য দোয়া চেয়ে চলে এলাম । এরপর আরও দুইদিন গেল ডিপার্টমেন্টে সাইন-সংক্রান্ত জটিলতায় । গতকাল টাকা জমা দিতে গিয়ে দেখি, আমার ১৭০ টাকা বিলম্ব ফি হয়েছে! ছুটে গেলাম আবারও সেই কর্মকর্তার কাছে । তিনিও একই জরিমানার কথা বললেন । আমি বললাম, "তিনদিন তো আপনার কারণেই গেলো; আপনি যদি প্রথম দিনেই সঠিক তথ্যটি দিতেন, এতদিন না ঘুরাতেন তাহলে কি আর এতটা জরিমানা গুনতে হতো আমাকে? এখন স্যার অনুগ্রহ করে জরমানা কিভাবে একটু কমানো যায় সে পরামর্শ দিন।" উনি জানালেন, জরিমানা কমানোর সাধ্য উনার নেই, এই কাজ একমাত্র ভি,সি, স্যার করতে পারেন চাইলে । তাও তিনি নাকি এখন আর করেন না!



ছুটে গেলাম ভি,সি, স্যারের অফিসে । স্যার সবসময় ব্যস্ত থাকেন, দেখা করাই মুশকিল । যত বড় দায়িত্ব, তত বেশি ব্যস্ততা । এটাই স্বাভাবিক । তবু একটু অপেক্ষা করতেই স্যারের রুমে প্রবেশের অনুমতি পেলাম । অফিস তখন অনেক মান্যগণ্য লোকজনে ভর্তি । এরই মাঝে স্যার আমাকে ডাকলেন । আমি এগিয়ে গিয়ে স্যারকে সবকিছু খুলে বললাম এবং ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ করলাম, সাথে সাথে জরিমানা কমানোর আবেদন করলাম । এটাও বললাম যে এই সামান্য টাকা জরিমানা কোন বিষয় না, কিন্তু এমন ভুল তথ্য দেয়াটা তো ঠিক না । অনেকেই নিশ্চয়ই তাঁর থেকে এই ভুল তথ্য পেয়ে সেই অনুযায়ী ফর্ম ফিল-আপ করেছে, যত সংখ্যক ক্রেডিটে পরীক্ষা দেয়া দরকার ততগুলোতে দিতে পারেনি! স্যার যথেষ্ট সদয় হয়ে সময় নিয়ে সব শুনলেন এবং আমার যুক্তির সাথে একমত পোষণ করলেন । বললেন, "উনি তো যথেষ্ট sincere বলেই জানতাম, এমন তো করার কথা না!" এরপর তিনি আমাকে বসতে বলে ওই কর্মকর্তাকে ডাকালেন ।দুই-তিনবার লোক পাঠানোর পর তিনি এলেন । আমি তাঁর সামনে সম্পূর্ণ ঘটনা এবং আমার অভিযোগ,প্রার্থনার কথা বললাম । শুনেই সেই কর্মকর্তা অস্বীকার করলেন এবং ঘটনার ভুয়া বিবরণ দিয়ে স্যারকে বিভ্রান্ত করার চেষ্টা করলেন । তবুও শেষ পর্যন্ত যুক্তি-তর্কে আমারই জয় হল । স্যার আমার পক্ষে রায় দিলেন এবং ওই কর্মকর্তাকে নির্দেশ দিলেন ওই ৩ দিনের যা জরিমানা হয় সেই টাকা যেন মওকুফ করা হয় । তারপর স্যারকে ধন্যবাদ জানিয়ে আমি ওই কর্মকর্তার সাথে উনার অফিসে গেলাম এবং তাঁকে বুঝাতে চেষ্টা করলাম যে শুরুতেই সঠিক তথ্য দিলে এতটা ঝামেলা কারোরই করা লাগতো না । কথার এক পর্যায়ে উনি বললেন, "আপনি কাজটা ঠিক করলেন না।"



এখন কথা হচ্ছে, এটাকে কি আমি হুমকি হিসেবে নেবো? তিনি কি আমার আসলেই কোন ক্ষতি করতে পারেন? আমি তো স্বাভাবিকভাবেই অন্যায়ের প্রতিবাদ করেছিমাত্র । এটা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের রেজাল্টের প্রশ্ন, জীবনের প্রশ্ন । এসব বিষয়ে কোন ছাড় নেই । আমি প্রতিবাদ করেছি, যা করা উচিৎ মনে হয়েছে করেছি । শ্রদ্ধেয় ভি,সি, স্যার আমাদের অভিভাবক । তিনি বিচক্ষণতার সাথে দুজনের বক্তব্য শুনেই রায় দিয়েছেন । এজন্য স্যারকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা । আর সেইসব careless কর্মকর্তাদের প্রতি অনুরোধ, শিক্ষার্থীদের জীবন নিয়ে খেলবেন না প্লিজ! দয়া করে আগে নিজে নীতিমালা জানুন, তারপর সবাইকে সঠিক তথ্যটি দিন । ধন্যবাদ ।



মন্তব্য ২২ টি রেটিং +২/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৭

মুহাই বলেছেন: ধন্যবাদ ।একটি কাজে আমাকেও রেজিস্ট্রার বিল্ডিংয়ে যেতে হয়েছিল ।আমার অভিজ্ঞতা আপনার মতোই ।তারা আমাদের সাথে এমন ব্যবহার করে যেন তার কাছে আমরা রিলিফ নিতে গেছি ।এরা নিজেদের যে কী ভাবে তা নিজেই জানেনা ।আমার তিনদিনের কাজ তারা শেষ করেছে একমাসে ।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৪

...নিপুণ কথন... বলেছেন: প্রতিবাদ বা অভিযোগ করেননি কেন?

২| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪১

মুনসী১৬১২ বলেছেন: ঢাবির রেজিস্টার বিল্ডিং এর প্যাঁচ দেবতারাও বোঝে কিনা সন্দেহ... কর্মকর্তা তো ধূরে কর্মচরীরাই ছাত্রদের মানুষ মনে করেনা.. শিক্ষক রাও তাদের হাতে জিম্মি......

আপনি সঠিক কাজ করেছেন ফলাফল যাই হোক,, কারো না কারো শেকল ভাঙতেই হয়.

শুভ কামনা রইল

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০৩

...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ ভাই । সাথেই থাকুন ।

৩| ১৪ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

মাক্স বলেছেন: হুমকি হিসাবে নেন আর ধমকি হিসাবে নেন। কাজটা কিন্তু ভালো করেছেন।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০১

...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ ।

৪| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

আল ইফরান বলেছেন: কাজটা ভালো করছেন। :D :D :D
আপনার সাথে যে তার এই কাহিনী হইসে তা ঐ লোক দেখবেন কিছুদিন পরেই ভুলে যাবে।
আপাতত কিছুদিন তার ছায়া মাড়ায়েন না। :-B :-B :-B
আর রেজিস্ট্রার বিল্ডিং এর লোকগুলান এমন খাটাশ, কি আর কমু রে ভাই :( :( :(

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০২

...নিপুণ কথন... বলেছেন: ছায়া মাড়াব না কেন? বুকে এইটুকু দম আছে বলেই এই ঘটনার প্রতিবাদ ভি,সি, স্যারের অফিস পর্যন্ত গড়িয়েছে । ধন্যবাদ আপনাকে ।

৫| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

ইউনিকর্নের পুনর্জন্ম বলেছেন: যিনি এই কাজটা করেছেন তিনি কোন রুমে বসেন? জানাবেন কি?

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:০০

...নিপুণ কথন... বলেছেন: কি হবে জেনে?

৬| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৩

অদীত বলেছেন: আরেফিন স্যার আসলেই মারাত্মক লোক।ন আপনি যখন ছিলেন ভিসির রুমে, তখন আমিও ছিলাম। দেখেছি পুরো বিষয়টা।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৮

...নিপুণ কথন... বলেছেন: দেখেও চুপ ছিলেন? আপনার পরিচয়টা জানতে পারি কি?

৭| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

আমি ইহতিব বলেছেন: ঠিক কাজ করেছেন ভাই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এসব কর্মকর্তাকে দেখে বোঝা যায় সরকারী চাকরীর কি দাপট, জনগণের টাকায় বেতন ভাতা পেয়ে সব রকম সুযোগ সুবিধা ভোগ করে এরা নিজেকে এক একজন এম পি ভাবে, সাধারণ ছাত্র ছাত্রীদের সাথে ভালো ব্যাবহার করতেও এদের অনেক কষ্ট হয়, বহুবার এসব অভিজ্ঞতা হয়েছে ভাই, কিছু করতে পারিনি বা কিছু করার কথা তখন মাথায়ও আসেনি। ভালো লাগলো আপনি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন ও ন্যায়বিচার পেয়েছেন জেনে।

১৬ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৯

...নিপুণ কথন... বলেছেন: কিছু করেন নি কেন? ভয়ে?

৮| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪৮

আরজু পনি বলেছেন:

আমার পরিচিত দু'জন বিদেশী শিক্ষার্থী শুধু মাত্র এসব কর্মকর্তাদের নিজেদের তৈরী করা অনিয়মের বেড়াজালে পরে সময় নষ্ট করে শেষে বিশ্ববিদ্যালয় ত্যাগ করতে বাধ্য হয়েছে ।

৯| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:২১

সরকার আলী বলেছেন: শুধু ঢাবি'তে নয়, যেখানে পড়েছি এবং এখন যেখানে পড়াই ঠিক একই করুণ চিত্র বিদ্যমান। এসব জুলুমের প্রতিবাদে কখনো জিতেছি, কখনো হয়েছি হয়রানির শিকার। আমারমতে, এদের বিরুদ্ধে লড়াই করা ফরজ। এদের প্রতিহতে ছিলাম, আছি এবং থাকবো, ইনশাল্লাহ।

তবে আমার ক্ষুদ্র মস্তিষ্কের দাবি: জনস্বার্থে/প্রতিষ্ঠানেরস্বার্থে নেহায়েত গোপনীয় না হলে সমস্ত আইন-কানুন, নিয়ম-নীতি ওয়েব-পেজে উন্মুক্ত করা জরুরী।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৫

...নিপুণ কথন... বলেছেন: সেটাই

১০| ১১ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: কাজটা ভালো করেছেন।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১:৪৫

...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ

১১| ০২ রা মার্চ, ২০১৫ দুপুর ২:৩৪

মাঘের নীল আকাশ বলেছেন: রেজিস্ট্রার বিল্ডিং আসলেই এক ভাগাড়!

১২| ০৫ ই মে, ২০১৫ দুপুর ১:৪২

অবাকবিস্ময়২০০০ বলেছেন: আর বলবেন নাহ ! এরকম জটিলতায় পড়েনি এরকম লোক খুঁজে পাওয়া খুবই মুশকিল - এরা নিজেদের যে কি ভাবে ???
আর মহিলা গুলোর কথা আর বললাম নাহ - এক জনকে একটা কাজ দেখে দিতে বললাম ! তখন লাঞ্চ আওার শুরু হইছে জাস্ট -- এমন একটা ভাব নিয়ে বলল ২ .৩০ এর পর আসতে ! বলে নাকি তাদেরকে আমরা খাইতেও দিব নাহ ঠিক মতন ?? সারাদিন তো পান চাবাই মাতারিরা ??? বাল গুলোর চাকরি চাটাই করে সব কাজ অনলাইন মুখি করা যায় নাহ ??? বালছাল লোক জনে ভরে গেছে রেজিস্টার বিল্ডিং

১৭ ই জুলাই, ২০১৫ রাত ২:০৮

...নিপুণ কথন... বলেছেন: যাবে না কেন? ভিসি স্যারের কাছে লিখিত অভিযোগ জমা দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.