নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
নারী জাতির প্রতি অনুরোধঃ
আপনারা বাইক বা রিক্সায় চড়ে ঘুরে বেড়ানোর সময় প্লিজ নিজের শাড়ির আচল/ ওড়নার দিকে খেয়াল রাখুন; সেটি যেন এমন পরিমাণে ঝুলে না থাকে যাতে রিক্সা বা বাইকের চাকায় পেঁচিয়ে যায় । একবার পেঁচিয়ে গেলে সম্ভ্রম তো যাবেই, উপরন্তু গলায় পেঁচিয়ে জীবনটাও যেতে পারে । কাজেই, লক্ষ্য রাখবেন সম্ভ্রম রক্ষার আতিশয্যে জীবনটা যেন চলে না যায়!
হাতের ব্যাগটির দিকেও খেয়াল রাখবেন । আর দামি মোবাইল কানে নিয়ে কথা বলতে বলতে না যাওয়াই ভালো । চলতে চলতে যদি কথা বলতেই হয়, সেক্ষেত্রে হেডফোন ব্যবহার করুন । আজকাল ঢাকার রাস্তায় বাইকের সংখ্যা যেমন বেড়েছে, ঠিক তেমনি বাইকে ছিনতাইয়ের ঘটনাও বেড়েছে । আপনি অন্যমনস্ক হয়ে ফোনে কথা বলতে বলতে রিক্সায় যাচ্ছেন, হঠাৎ করে কেউ হয়তো বাইক নিয়ে এসে আপনার হাতের থেকে টান দিয়ে ব্যাগটি অথবা মোবাইলটি নিয়ে গেলো! এতে ব্যাগের মূল্যবান জিনিস তো যাবেই, উপরন্তু হাতের সাথে পেঁচিয়ে আপনিও পড়ে যেতে পারেন রাস্তায়; যার ফল হতে পারে মৃত্যু!
সুতরাং রাস্তায় বের হলে একটু সাবধান । সতর্ক থাকুন, ভালো থাকুন ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০
...নিপুণ কথন... বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ অজানা বন্ধু
২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১৯
মুহাম্মদ আরীফ হোসাইন বলেছেন: নারী বান্দব অনুরোধ। Click This Link
৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৯
রাইসুল নয়ন বলেছেন: আপনি অনেক সচেতন ,
ভালো লাগলো আপনার পোস্ট পড়ে,
আমাদের সবার আরও সচেতন হওয়া উচিৎ ।
এই ধরণের আরও পোস্ট আশা করছি ।
ভালো থাকুন ।
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৯
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ । চেষ্টা করব ভাই । সাথে থাকুন ।
৪| ১১ ই আগস্ট, ২০১৩ বিকাল ৫:৪১
আরজু পনি বলেছেন:
ভালো বিষয়ের অবতারণা করেছেন ।
ধন্যবাদ রইল ।।
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০১
অজানাবন্ধু বলেছেন: ধন্যবাদ। অনেক অনেক.................ধন্যবাদ।