নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

এই আন্দোলন আজ শুধু ব্লগার বা তরুণদের নয়, শিশু-কিশোর-তরুণ-বৃদ্ধ সবার । এত মানুষের চাওয়া, একটাই দাবি বৃথা যেতে পারে কি?

০৯ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

এই ছবিটি শাহবাগ আন্দোলনের প্রতীক । অসাধারণ এই ছবিটি তুলেছেন অভিজিত নন্দী ।



গতকাল শাহবাগ চত্বরে লাখ লাখ সচেতন বাঙ্গালীর মাঝে দাড়িয়ে জাতীয় পতাকা হাতে যখন স্লোগান ধরছিলাম, তখন পতাকাটিকে খুব বেশি ভারী মনে হচ্ছিল । ঠিক তখনি উপলব্ধি করলামঃ আমি এদেশের, এদেশ আমার । এদেশের তরুণ প্রজন্মের একজন প্রতিনিধি হিসেবে এ জাতীয় পতাকা যেকোন মূল্যে রক্ষার দায়িত্বও আমার । আর সেজন্যই আজকের এই ঐতিহাসিক আন্দোলনে থাকাটা আমার একান্ত দায়িত্ব ।



মুক্তিযুদ্ধ আমি দেখিনি, শুধু গল্প শুনেছি । মুক্তিযোদ্ধা বাবার লেখা কবিতা ও ফরিদপুরে মুক্তিযুদ্ধের দলিল "কমলের একাত্তর" উপন্যাস পড়ে কিছুটা ধারনা পেয়েছি মাত্র । সেই সময়ে জন্ম নিতে পারিনি বলেই ঐতিহাসিক মুক্তিযুদ্ধে আমি অংশ নিতে পারিনি, রাজাকার-হানাদার বধ করতে পারিনি । এখন সুযোগ এসেছে, সুযোগ এসেছে এই প্রজন্মের মুক্তিযুদ্ধে অংশ নেবার । এদেশের মাটিতে রাজাকারের কোন ঠাই নাই । এটি শুধু কথায় নয়, বাস্তবে রূপ দিতে হবে । তাই শাহবাগে আসুন । এসে দেখুন, এত এত মানুষ, এই জনসমুদ্রও, এই বাংলা আজ এক হয়েছে যুদ্ধাপরাধীর ফাঁসির দাবিতে । এসেই দেখুন, সমবেত জনতার কণ্ঠে কণ্ঠ মিলিয়ে স্লোগান ধরুন । গ্যারান্টি দিচ্ছি মাত্র পাঁচ মিনিটে আপনার রক্ত গরম হয়ে উঠবে, মাথায় উঠে আসবে সে রক্ত । আপনি নতুন করে উপলব্ধি করতে পারবেন আপনি কি এবং কে; দেশের এই পরিস্থিতিতে আপনার করণীয় কি? আমার তো মনে হয় কোন শিবিরকর্মীকেও যদি এখানে কিছুক্ষণ রাখা যায়, তাঁর ধোলাই হওয়া মগজ মুক্তিযুদ্ধের চেতনার কথা বলবে । তাই, আর দেরি নয় । চলে আসুন শাহবাগে । আসুন ইতিহাসের অংশ আমরাও হই । আসুন রাজাকারের ফাঁসির দাবিতে হুংকার তুলি -



"এক দফা এক দাবি,

বাংলার মাটিতে রাজাকারের ফাঁসি ।"



জয় বাংলা ।

-------------------------------------------------

একটু আগে জগন্নাথ হলের ভেতরে বাচ্চা কণ্ঠে শ্লোগান শুনতে পেলাম- "কাদের মোল্লার ফাঁসি চাই!"



অনুসন্ধিৎসু চোখ নিয়ে কাছে গিয়েই দেখতে পেলাম কর্মচারীদের পিচ্চি ছেলেমেয়েরা কিছু খালি পানির বোতল, একটি ছোট ঢোল আর করতাল নিয়ে মিছিল করছে! মিছিলের শ্লোগান ধরছে যেই ছেলেটি তার বয়স ৭ এর বেশি হবেনা । মিছিলের শ্লোগানে যে জোর, আর এই শিশুদের কণ্ঠে যে দৃঢ়তা সেটি আসলেই দেখার মতো!



শাহবাগের গণ-আন্দোলন এদেরকেও সবাক করেছে । আমরা ব্লগাররা সেদিন মঙ্গলবার যখন এই আন্দোলন শুরু করি তখনো আমাদের বিশ্বাস ছিল এমনটিই হবে, সবাই আমাদের সাথে থাকবে । এই আন্দোলন আজ শুধু ব্লগার বা তরুণদের নয়, শিশু-কিশোর-তরুণ-বৃদ্ধ সবার । এত মানুষের চাওয়া, একটাই দাবি বৃথা যেতে পারে কি?

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.