নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

এ কোন দিকে এগুচ্ছে দেশ?

০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:২১



অনেক চেষ্টা করেও চুপ থাকতে পারলাম না । দেশের বর্তমান অবস্থায় কোন সচেতন নাগরিক চুপ থাকতে পারে কি?



আমার জানা নেই কোন ধর্মে বলা আছে যে নারীরা রাস্তায় নামতে পারবে না । আমি বুঝিনা, একজন নারী কি একজন পুরুষের সুখ ভোগের পণ্য? তাদের সমান অধিকার কেন দেয়া যাবে না? কেন তারা শুধু শুধু ঘরে বসে থাকবে? নারীদেরকে কি শুধু রাত ১২ টার পর বিছানায় দরকার বলেই বাঁচিয়ে রাখতে হবে? তারা কি শুধুই সন্তান উৎপাদনের মেশিন? তাদেরকে দিয়ে কি আর কিছু করতে দেয়া নাস্তিকতা? তাদেরকে স্বাধীনভাবে চলতে দেয়া, মায়ের জাতকে যোগ্য সম্মান দেয়াটাই কি নাস্তিকতা?



কি নিয়ে দেশ আজ দ্বিধাবিভক্ত? এমন দেশ কি আমরা কেউ চেয়েছিলাম? নাকি আমাদের পূর্ব প্রজন্মের মুক্তিযোদ্ধারা চেয়েছিলেন? এ কোন দিকে এগুচ্ছে দেশ? ছোটবেলায় পাঠ্যবইতে নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়ার সময়ের সমাজে নারীদের অবস্থার কথা জেনে একদিকে যেমন কষ্ট হতো, অবাক হতাম, অন্যদিকে হাসিও পেত । "এমন সমাজও আবার থাকতে পারে নাকি এদেশে?" - এই ভেবে! আজ অবস্থাদৃষ্টে মনে হচ্ছে, চোখের সামনেই সেদিন ফিরে আসতে চলেছে!



বেগম রোকেয়া, সুফিয়া কামাল - আপনারা কই? এসময়ে আপনাদেরকে যে বড় বেশী প্রয়োজন!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪৬

মূসা আলকাজেম বলেছেন: নারীদেরকে অবশ্যই প্রকৃত সম্মান দিতে হবে, তাদেরকে পুরুষের ভোগের উপাদান বানানো যাবেনা।

২| ০৮ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৫

কাফের বলেছেন: যদিও আমার বলতে খারাপ লাগছে তার পরেও বলতে হয়,
এই সব জংলীদের মনোভাব হলো নারীরা খাওয়ার জিনশ, নারীদের সব সময় ঢাইকা ঢুইকা ভিতেরে থাকতে হবে না হলে যদি ওরা লোভ শামলাতে না পেরে যদি কিছু করে ফেলে তা হলে নারীটি যাবে দোজোখে আর ওদের কিছুটা পাপ হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.