নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ভুল সবারই হয় । প্রথম আলো যে ভুলটি করেছে, সেটিও নিছক একটি ভুল হিসেবেই আমরা দেখতে চাই । কারণ, পত্রিকাটির পিছে যারা কাজ করেন তারাও তো মানুষই, দেবতা বা ফেরেশতা নন যে তাদের ভুল হবে না ।
তবে এটাও ঠিক যে যত বড় মাধ্যম, তত বড় প্রত্যাশা । প্রথম আলোর মতো সর্বাধিক পঠিত একটি পত্রিকার থেকে এমন ভুল মানুষ আশা করে না । এটা ছোট খাটো ভুল নয়, নীতি ও আদর্শের সাথে সংঘাত বলা যায় । ভবিষ্যতে এই ধরনের ভুল যাতে আর নাহয়, সেজন্য কর্তৃপক্ষের আরও সতর্কতার প্রয়োজন আছে বলে মনে করি ।
গতকাল থেকেই বলছিলাম- কোথাও কোন একটা ভুল হয়েছে । ভুলটা চোখে পরলেই সরিয়ে নেয়া হবে । তাই হল । প্রথম আলোর কাছে জনগণের প্রত্যাশা অনেক । সেই প্রত্যাশা পূরণে সর্বোচ্চ সতর্কতার সাথে বস্তুনিষ্ঠ ও নিরপেক্ষ সংবাদ পরিবেশনে পত্রিকাটির আরও অগ্রণী ভূমিকা কামনা করি । সর্বোপরি, বিতর্কিত লেখাটি প্রত্যাহার ও ক্ষমা প্রার্থনার জন্য পত্রিকাটিকে অভিনন্দন ।
©somewhere in net ltd.