নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ধর্মের মতো স্পর্শকাতর বিষয়কে আমি সবসময় এড়িয়ে চলতে চাই । ধর্ম নিয়ে আলোচনা বা তর্ক (কার ধর্ম বড়, কারটা ছোট এই ধরনের) , ধর্মীয় পোস্ট কিংবা বিধর্মীদের (অথবা নাস্তিকদের) বিরুদ্ধে একত্রিত হয়ে ঝাঁপিয়ে পরা - আমার একদম পছন্দ না । আমি মনে করি, যা মানুষকে ধারণ করে তাই ধর্ম । প্রতিটি ধর্মই মানুষকে ধারণ করে, তাকে ভালো-মন্দের মাঝে পার্থক্য করতে শেখায়,কিভাবে নিজের ও জগতের ভালো করা যায় সেই শিক্ষা দেয় । একেকজন একেক ধর্মের অনুসারী হতেই পারে, এতে দোষের কিছু নেই ।
কিছু কিছু ধর্ম আছে, বিভিন্ন মতের ক্ষেত্রে যাদের মাঝে পার্থক্য বিদ্যমান । এসব নিয়ে যুদ্ধ, দাঙ্গা-হাঙ্গামা করা উচিৎ না । বিভিন্ন ধর্মের মাঝে তুলনা করাটাও উচিৎ না । যার যার কাছে তাঁর তাঁর ধর্ম বড়, এটাই স্বাভাবিক । প্রত্যেকের উচিৎ নিজ নিজ ধর্মের ওপর বিশ্বাস রাখা, কনফিডেন্ট হওয়া । অন্য ধর্ম সম্পর্কে কারো কটূক্তি করাটা যেমন উচিৎ না, ঠিক তেমনি কেউ কিছু বলে ফেললে সেটার জন্য যুদ্ধে লিপ্ত হওয়ারও দরকার নেই । বিভিন্ন ধর্মের মাঝে তুলনা তারাই করে যারা বোকা । একজন বুদ্ধিমান ব্যক্তি কখনই এই কাজ করবে না, কারণ তিনি জানেন যে ধর্ম আসলে জীবন ধারণের কিংবা সৃষ্টিকর্তার আরাধনা করার একেকটা আলাদা আলাদা পদ্ধতি ছাড়া আর কিছুই না । যার যে উপায়ে খুশি সে সেই উপায়ে আরাধনা বা এবাদত করতে পারে । আপনি তো নিশ্চয়ই ধর্মটা বেছে নেন নি, তাইনা? জন্মের পর বুঝেছেন আপনি কি; মুসলিম ঘরে জন্মালে মুসলিম হয়েছেন, হিন্দুর ঘরে জন্মালে হিন্দু । তাহলে মানুষে-মানুষে এত ভেদাভেদ কেন হবে ধর্মকে ঘিরে?
আমার কথা হল, আমি নিজে জানি আমার ধর্ম কেমন- আমি কেমন । অন্য কেউ কি বলল না বলল তাতে আমি বা আমার ধর্ম পরিবর্তিত হয়ে যাবো না বা যাবে না। so, just ignore! ধর্মের পার্থক্য নিয়ে এত মাতামাতি না করে যার যার ধর্ম তাঁর তাঁর ঠিকঠাক মতো পালন করা উচিৎ, মানুষের কল্যাণে কাজ করা উচিৎ । ধর্ম নিয়ে হানাহানি, কটূক্তি করা কিংবা অন্য ধর্মের সমালোচনা ধ্বংস আর মৃত্যু ছাড়া কিছুই বয়ে আনে না । আমরা নিশ্চয়ই ধ্বংসের জন্য ধর্ম পালন করিনা, তাইনা? আমরা শান্তি চাই, আমার জানামতে প্রতিটা ধর্মেই শান্তির বিধান আছে । সেগুলো ঠিকঠাক পালন করা উচিৎ ।
ইদানীং ফেসবুকে আসলেই শুধু ধর্ম নিয়ে পোস্ট দেখা যায় । আরে ভাই, কে আপনার ধর্ম নিয়ে কি বলল এটা নিয়ে এত মাথা ঘামানোর কি আছে? মনে করুন "পাগলে কি না বলে?" তাছাড়া এগুলোর সমালোচনা করে বা শেয়ার করে যে আপনি তাঁর বা তাদের উদ্দেশ্যই সফল করছেন, তাদেরকে তাদের কথা প্রচারে সুবিধা করে দিচ্ছেন- এটা কেন বোঝেন না? সে সুযোগ আপনি কেন দিবেন? পাত্তা কেন দিবেন? অন্য দেশের ঘটনা নিয়ে আপনি নিজের দেশের গাড়ি কেন ভাঙবেন? নিজের ক্ষতি তো পাগলেও বোঝে, তাইনা?
so, just ignore them.. It's the best weapon, you know? কেউ আপনাকে কিছু বললেই আপনি তা হয়ে গেলেন না, কাজের মাধ্যমে প্রমাণ করুন আপনি কি । নিজেকে জানুন, নিজের ধর্মকে জানুন । ধর্মীয় বিধান ঠিকভাবে পালন করুন । শান্তির পথে থাকুন, সংঘাতের পথে নয় ।
১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৫৫
...নিপুণ কথন... বলেছেন: সেটাই । সব ধর্মই শান্তির কথা বলে । সম্প্রীতির কথা বলে ।
©somewhere in net ltd.
১| ১৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৪৭
রিওমারে বলেছেন: ধর্ম সম্পর্কে যারা চূড়ান্ত ভাবে অজ্ঞ তারাই ধর্ম নিয়ে কুকুরের মত কামড়া কামড়ি করে। ধার্মীক ব্যাক্তি হবে বিনয়ী কিন্তু আমাদের ধর্ম ব্যাবসায়ীরা কুকুরের থেকেও হিংশ্র।
কোরান কি বলে দেখুনঃ যার যার ধর্ম তার তার কাছে। ধর্মে কোণ যবরদস্তি নেই।