নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ঘুমিয়েছিলাম শেষ রাতেরও পরে, ৪ টার পর । সে হিসেবে সকাল ৭ টা নিতান্ত ভোর আমার কাছে । রুমমেট বাইরে ছিলেন; এসেই ডেকে তুললেন- "ওই নিপুণ, ওঠ! চল একচোটে নাস্তা করে এসে দুপুর পর্যন্ত ঘুম দিব ।"
চোখ কচলে কিছুক্ষণ কি যেন ভুলভাল বকলাম ঘুমের ভেতর । মুহূর্তেই সম্বিত ফিরে পেয়ে মনে হল বহুদিন সকাল দেখা হয়না, আজ দেখা যাক! তাছাড়া বাইরে ঝিরিঝিরি বৃষ্টির অস্তিত্ব আমাকে বাইরে টানতে শুরু করল । হলের দোকানে ওত সকালে তেমন কিছু পাওয়া যায়না । কাজেই, শহিদ মিনারের পাশে গেলাম । সেখানে রিকশাওয়ালা, দিনমজুরেরা সকালের নাস্তা করেন । তাদের নাস্তার আইটেম পাউরুটি, বনরুটি, চা, সিঙ্গারা -এসব । চা ওখানে দাড়িয়ে বৃষ্টিতে ভিজতে ভিজতেই শেষ করলাম । অতঃপর দু'জনে দুটো ক্রিম দেয়া বনরুটি আর সিঙ্গারা খেতে খেতে হলে ফিরলাম ।
এখন একটা টানা ঘুম হবে । স্বপ্নময় ঘুম । আমার সব ঘুমেই কোন না কোন স্বপ্ন থাকে । আশা করি আজকের দিনটা অন্তত বাজে স্বপ্ন ও দুশ্চিন্তামুক্ত একটি ঘুম দিতে পারব বিছানা জড়িয়ে!
২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৫৭
...নিপুণ কথন... বলেছেন: শুভ সকাল! টুনটুনিটার নাস্তা হয়েছে?
২| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ১১:৪৩
অহন_৮০ বলেছেন: শুভ সকাল
২২ শে এপ্রিল, ২০১৩ বিকাল ৫:৩১
...নিপুণ কথন... বলেছেন: পোস্টটা কেবল দেখলাম, তাই শুভ বিকেল!
©somewhere in net ltd.
১| ২২ শে এপ্রিল, ২০১৩ সকাল ৮:৪৯
টুনটুনি সুখি বলেছেন: শুভ সকাল