নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
মহান মে দিবসে সকল শ্রমজীবী মেহনতি মানুষকে জানাই সালাম ও শ্রদ্ধা । সাম্প্রতি ঘটনার পরিপ্রেক্ষিতে আমি মনে করি, বাইরের দেশের মে দিবস পালনের চেয়ে সাভার ট্র্যাজেডির দিনটি ভিক্টীমদের স্মৃতিতে পালন করাটাই বেশী তাৎপর্যময় হবে । মে দিবসেও এত শ্রমিক একসাথে মারা যায়নি বলে আমার ধারনা । এ ব্যাপারটি সংশ্লিষ্ট সকলের বিবেচনার ওপর ছেড়ে দিলাম ।
যারা দিনরাত অক্লান্ত পরিশ্রম করে দেশ গড়ার কাজ করেন, অথচ যোগ্য মজুরি পান না, উপরন্তু কিছু স্বার্থান্বেষী মালিকের পাপকর্মের ভিক্টীম হন, তাদের জন্য আরেকটু সহানুভূতি ও সুযোগ-সুবিধা বৃদ্ধির ব্যাপারটি দেখা রাষ্ট্রের দায়িত্ব । তাঁরা যেন সঠিক মজুরি পান এটাও দেখতে হবে ।
মহান মে দিবস অমর হোক ।
©somewhere in net ltd.
১| ০১ লা মে, ২০১৩ রাত ৮:৩৯
রবিমুন বলেছেন: একমত