নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

রেশমারা বেঁচে থাক। বেঁচে থাক বাংলাদেশ ।

১০ ই মে, ২০১৩ বিকাল ৫:৫৮

এমন হাজারটা রেশমা চাই, যারা ঘরে বসে না থেকে সংসারের প্রয়োজনে কাজে বেরুবে, দেশের উন্নতির জন্য শ্রম দেবে । আবার চরম বিপদের দিনে ধৈর্য না হারিয়ে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে বেঁচে থাকবে ।



সাভারের ঐ মৃত্যুপুরির ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পরে জীবিত উদ্ধার হওয়া এমনই এক রেশমা আজ দেশের লাখো কর্মজীবী নারীর বেঁচে থাকার অনুপ্রেরণা । এ যেন এক মীরাকেল! হাজার মৃত্যুর ভেতর থেকে যেন বের হয়ে এলো এক নবজন্ম!



রেশমারা বেঁচে থাক। বেঁচে থাক বাংলাদেশ ।

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:০২

মোঃ_হাসান_আরিফ বলেছেন: ভিতরে রেশমার অনেক ছবি আছে
Click This Link

২| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১১

বোকামন বলেছেন:
রেশমারা বেঁচে থাক। বেঁচে থাক বাংলাদেশ ...

৩| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:১৫

পেন্সিল চোর বলেছেন: ভিতরে বেজমেনটে একটা মসজিদ মানে আল্লাহর ঘরে আল্লাহ্‌ উনার বান্দাকে নিরাপদে রেখেছেন আর আজকে জুমাবার আল্লাহর প্রিয় দিন। সেই দিনে জীবনের স্পন্দন এলো রানা প্লাজার ধ্বংসযজ্ঞ থেকে। আল্লাহ্‌ আপনি মহান । আপনি সর্বশক্তিমান। আপনার দরবারে অশেষ শুকরিয়া । চোখের পানি ধরে রাখতে পারিনি যখন দেখলাম বোন রেশমাকে জীবিত উদ্ধার হওয়া দেখে। কিন্তু সাথে বোন শাহিনাকে হারানোর বেদনা থেকেই গেল।

৪| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:২২

সাদা মনের মানুষ বলেছেন:
শাহিনার কথা বড্ড বেশী মনে পড়ছে, একজন বাঁচতে বাঁচতে মরে গেলো, অন্যজনের কোন আশাই ছিলো না অথচ সে এখনো বেঁচে আছে ।

রেশমারা বেঁচে থাক। বেঁচে থাক বাংলাদেশ ।

৫| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

এম ই জাভেদ বলেছেন: রেশমা প্রমান করেছেন, রাখে আল্লাহ মারে কে ? মহান আল্লাহর দরবারে শুকরিয়া । সুবহানাল্লাহ ।

৬| ১০ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

মুহাই বলেছেন: অবাক হয়ে গেলাম ।

৭| ১০ ই মে, ২০১৩ রাত ৮:৩৪

লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: রেশমারা বেঁচে থাক। বেঁচে থাক বাংলাদেশ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.