নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টিভেজা সকাল ও একটি বেদনাবিধুর ভাইভা!

১৬ ই মে, ২০১৩ রাত ১০:১০



দিনটা আশানুরুপ গেলো না । কোথায় ভেবেছিলাম আজ ভাগ্যটা সহায় হবে, অনার্স এর শেষ পরীক্ষাটা (ভাইভা) ভালো দেবো, কতকিছু পারবো! কিন্তু জানা প্রশ্নের উত্তরটাও কেন যেন বলতে পারছিলাম না । তারপরেও খুব একটা খারাপ হয়নি । সবচেয়ে বড় প্রাপ্তিঃ আমার ডিপার্টমেন্টের স্যারেরা যে আমার লেখা পত্রিকায়, ব্লগে বা ফেসবুকে পড়েন এটা আমি জানলেও সত্যি বলতে কি, এতটা জানতাম না । ভাইভার শেষে সবাই (এক্সটারনাল স্যারসহ) যখন লেখার প্রশংসা করে লেখালেখি চালিয়ে যেতে বললেন, খুব ভালো লাগলো । বললেন, "এবার ফিজিক্স নিয়েও কিছু লেখো!" সে ইচ্ছে ব্যক্ত করে গুরুজনদের আশীর্বাদ সাথে নিয়েই ভাইভা বোর্ড ছাড়লাম । কিন্তু, ভাইভাটা আরেকটু ভালো দিলে মনে যে শান্তিটা পাওয়া যেত তা পেলাম না । কেন যেন ভাইভায় সব গুলিয়ে যায়! যেসব জায়গা থেকে ভালো পারি সেখান থেকে প্রশ্নই হয়না!



একটু ফ্ল্যাশব্যাকে যাই । সকালের হল থেকে ভাইভা দিতে বের হয়ে ঝুম বৃষ্টিতে পুরদস্তুর ভিজে গেলাম । বৃষ্টি আমার সবসময়েই খুব পছন্দের । তাই বলে যে আজই ভিজতে হবে তাও ভাইভার পোশাকে, সেটা ভাবিনি । ছাতা ছিলনা, ভেবেছিলাম হলের গেটেই রিক্সা পাবো । কিন্তু অনেকক্ষণ দাড়িয়ে থেকেও যখন পেলাম না, তখন ভিজতে ভিজতেই রওনা দিলাম । শহীদ মিনারের সামনে একটা রিকশাওয়ালাকে অনেক অনুনয়-বিনয় করে বাড়িয়ে দেবো বলে উঠে পড়লাম । শহিদুল্লাহ হলে নামলাম । উদ্দেশ্য পোশাক পরিবর্তন । বন্ধুর রুমে গিয়ে গা মুছে একটা ছাতা নিয়ে রওনা দিলাম ডিপার্টমেন্টের উদ্দেশ্যে । তারপর আর কি! যা হওয়ার ছিল তাই হল । ভাইভা দিয়ে বের হয়ে ডিপার্টমেন্টের ক্রিকেট টুর্নামেন্টের নিলামে অংশ নিলাম এবং সারাদিন পর বিকেল ৪ টার পর কিছু খাওয়ার সুযোগ হল! হলে ফিরেই দিলাম ঘুম । এক ঘুমে রাত ৯ টা ।



৩ মাসেরও বেশী সময় ধরে বাড়ি যাইনা । মা ওদিকে পথ চেয়ে বসে আছে । তাঁর যক্ষের ধন বলে কথা!



"মধুর আমার মায়ের হাসি চাঁদের মুখে ঝরে

মাকে মনে পড়ে আমার

মাকে মনে পড়ে!"

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ১৬ ই মে, ২০১৩ রাত ১০:১৪

টানিম বলেছেন: ;) ;) ;) ;) ;)

১৬ ই মে, ২০১৩ রাত ১০:৩২

...নিপুণ কথন... বলেছেন: :( :(

২| ১৬ ই মে, ২০১৩ রাত ১০:৩২

মোঃ জুম্মা বলেছেন: শুভকামনা রইল

১৬ ই মে, ২০১৩ রাত ১০:৩৩

...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ :)

৩| ১৬ ই মে, ২০১৩ রাত ১১:৩৩

বিষাদ সজল বলেছেন: ফিজিক্স --
ভাইভা--
নষ্টালজিয়া--
:( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :( :(

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৫

...নিপুণ কথন... বলেছেন: ফিজিক্সে ছিলেন নাকি? ঢাবি?

৪| ১৭ ই মে, ২০১৩ রাত ১২:০৯

নীল আদ্রিতা বলেছেন: ভাইভার কথা মনে হলেই দুচোখ দিয়ে কান্নার পানির বদলে রক্ত বের হয় দুঃক্ষে..... :( :( : :(( :(( :(( :(( :((

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:০৪

...নিপুণ কথন... বলেছেন: আমারও! :( :(

৫| ১৭ ই মে, ২০১৩ রাত ১১:০৩

বিষাদ সজল বলেছেন: @...নিপুণ কথন..
ছিলাম কোন এক সময় ।

১৮ ই মে, ২০১৩ রাত ৩:৫৪

...নিপুণ কথন... বলেছেন: কোন ভার্সিটিতে ভাই?

৬| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:১৮

বিষাদ সজল বলেছেন: @...নিপুণ কথন.
ঢা : বি: তেই ছিলাম ভাই ।
২০০৩-০৪ ব্যাচ ।

১৯ শে মে, ২০১৩ রাত ১:৫১

...নিপুণ কথন... বলেছেন: বাহ! বড় ভাই পেয়ে গেলাম একজন! ভাই ফেসবুকে একটা অ্যাড পাঠাতে পারবেন? লিঙ্ক এখানে দেয়া আছে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.