নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

হাতিরঝিল লেকের পাড়ে এক বিকেলে

১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৬:৫৯



কারওয়ান বাজার থেকে ফিরছিলাম । হাতে প্রচুর সময়, কিন্তু কাজ নেই কোন । ঠিক করলাম হাতিরঝিল এলাকার সুন্দর লেকের পারের নির্মল বাতাসে কিছুক্ষণ হেটে আসা যাক । প্যান প্যাসিফিক সোনারগাঁও এর পিছন দিকের লেকের পার দিয়ে হাটা শুরু করলাম । পাশেই দিলু রোডের লেকের পাশের সাদা বাড়িটিতে বছরখানেক আগে এক ছাত্রীকে পড়াতে আসতাম । বাড়িটি চোখে পড়তেই আঙ্কেল আন্টীর কথা মনে পড়ে গেলো আর ওর বোনের পিচ্চি ছেলেটার মামা ডাক কানে বাজল । খুব ইচ্ছে করছিল পিচ্চিটাকে দেখতে, কিন্তু কেন যেন গেলাম না । এর চেয়ে লেকের পাড়ে হাঁটতেই বেশী ভালো লাগবে বলে মনে হল ।



লেকের পাড় ঘেঁষে আঁকাবাঁকা রাস্তা । এই সুন্দর রাস্তাটিকেই পীচ বানিয়ে ইটের ওপর স্ট্যাম্প গেরে চলছে ক্রিকেট । আশেপাশের বাসা-বাড়ির ছেলেরা দল বেধে খেলতে নেমেছে । এরকম "লেকের ধারে শখের টুর্নামেন্ট" অনেকগুলো দেখা গেলো । একেকটা বাকে একেকটা টুর্নামেন্ট! কিছুক্ষণ ব্যাট করলে মন্দ হতো না । কিন্তু, একজন বহিরাগতকে ওরা কিভাবে নেবে কিংবা আদৌ নেবে কিনা এই ভেবে খেলা হয়ে উঠলো না! ওদিকে লেকের দুই পাশের কচি ঘাসে বসে আছেন অনেকেই । প্রেমিক-প্রেমিকাও দেখা গেলো কিছু । অনেকেই অন্তরঙ্গ অবস্থায় । এই বিকেলে এমন দৃশ্য দেখে মোটেই অপ্রস্তুত হলাম না । কারণ, এগুলো এখন সাধারণ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে ।



এমন সময় হঠাৎ করে আকাশ কালো করে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হল । খেলা তখনও চলছে । অবাক করা ব্যাপার প্রেমও চলছে! আর আমি আগের মতোই হাঁটতে লাগলাম লেকের পাড় ঘেঁষে । এবার উল্টো পথে । এবার যে ক্যাম্পাসে ফেরার পালা!



Click This Link

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৮

নানাভাই বলেছেন: কি কইতে চাইলেন, সেইটাই বুঝলাম না।

১৭ ই মে, ২০১৩ রাত ৯:১৬

...নিপুণ কথন... বলেছেন: সেরকম কিছু বলতে চাইনি । এক বিকেলের ঘুরাঘুরির অভিজ্ঞতা ব্যাক্ত করলাম শুধু ।

২| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

বেকার যুবক বলেছেন: সংক্ষিপ্ত লেখা। কিন্তু ভালো লেগেছে।
আয় বৃষ্টি ঝেঁপে...

১৭ ই মে, ২০১৩ রাত ৯:১২

...নিপুণ কথন... বলেছেন: কেন জানি খুব বড় লেখা আজ লিখতে মন চাইল না । পত্রিকায় লিখি বলে হয়তো এখন ছোট লেখাই লিখতে ভালো লাগে! ধন্যবাদ ।

৩| ১৭ ই মে, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: দুরে দেখা যাচ্ছে গ্রাম।
মাচায় লাউ ঝুলছে।
দুরের গ্রামে আগুন জ্বলছে।


জহির রায়হান টাইপ লেখা।

১৭ ই মে, ২০১৩ রাত ৯:০৭

...নিপুণ কথন... বলেছেন: আমার লেখা কোন টাইপের না । কারো মতো না । আমার লেখা আমার মতো ।

৪| ১৭ ই মে, ২০১৩ রাত ৯:০২

"চিরকুট" বলেছেন: হাতির ঝিলে বেশী বেশী হাটবেন... মন ভালো থাকবে

১৭ ই মে, ২০১৩ রাত ৯:০৮

...নিপুণ কথন... বলেছেন: হ্যাঁ অবশ্যই । আপনিও হাঁটেন নাকি? চলেন একদিন একসাথে হাটি!

৫| ২০ শে মে, ২০১৩ রাত ১:৪২

রয়েল বেঙ্গল টাইগার বলেছেন: দু:খিত, মন্তব্য করার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.