নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
এক বন্ধুর সাথে চ্যাট হচ্ছিল । অনেক দিন ধরেই ও বিদেশ বিভূঁইয়ে আছে পড়ালেখার জন্য । কথা বলতে বলতে সুখ-দুঃখের আলাপ হচ্ছিল । এক পর্যায়ে বলে ফেললাম, "কেবল পরীক্ষা শেষ করলাম, টিউশনি নাই । খুব আর্থিক সংকটে আছি রে । ঠিকমত খাওয়া-দাওয়া হচ্ছেনা ।" ও সাথে সাথে বলল, "আয় মামা কোলাকুলি করি ।"
বুঝতে পারলাম ওরও একই অবস্থা । বেচারা নাকি প্রায় ২ বছর ধরে ওখানকার এক মসজিদে ঘুমায়! ওসব দেশে নাকি নরমাল থাকা-খাওয়া দিয়েই এদেশের ১০০০ টাকা চলে যায়! তাই বেচারা "যেখানে রাইত, সেখানেই কাইত!" ওর এত কষ্ট দেখে সত্যিই খুব খারাপ লাগছে । আমি জানতাম না আমার এক বন্ধু বিদেশে এত কষ্টে আছে । আর জানলেও বোধ করি কিছু করার ছিল না । আমার করতে পারার গণ্ডিটা অনেক ছোট । চাইলেই অনেক কিছু করতে পারিনা । শুধু দোয়া করতে পারি । বলতে পারিঃ
"বন্ধু, আরেকটু কষ্ট কর । দিন সবসময় একরকম থাকে না । অবশ্যই সুদিন খুব নিকটে ।"
Click This Link
১৮ ই মে, ২০১৩ বিকাল ৩:৪৪
...নিপুণ কথন... বলেছেন: আহারে! ভাই আপনি তো আরও কষ্টের কাহিনী শোনালেন! কোথায় থাকেন আপনি?
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৩ ভোর ৬:৪০
ভিটামিন সি বলেছেন: ভাইরে ১০০০ টাকায় শুধু খাওয়া হয়। আর কিছু হয় না। এক কাপ চা খাওয়ার সাহস হয় না। প্রতিদিন ১ মগ চা খেলে ১ মাসে চায়ের খরচ ১ * ৩০ = ৩০ডলার। ৩০ ডলারে বাংলাদেশী টাকায় ১৯০৫ টাকা। কি খাবো প্রতিদিন এক কাপ চা? তার চেয়ে অফিসের ফ্রি কপি বেশি উপাদেয়।