নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
বিষয়টা আসলেই বিতর্কের ।
ফেসবুকে এক বড় ভাই লিখলেন, "এই ভার্চুয়াল জগতে আর মিডিয়ার সময়ে বিখ্যাত হওয়া যেমন সহজ হয়ে গেছে তেমনি কঠিন হয়ে গেছে সাধারণ হওয়া, তাই অনেক কিছু ভাবতে হচ্ছে...............।"
আমি লিখলাম, "আমি বলব এখন সুযোগ আছে, আগে সুযোগ কম ছিল । আগে ফেসবুক ছিল না, টিভিতে চ্যানেল ছিল একটা । এখন অনেক মিডিয়া আর ফেসবুকের কল্যাণে নিজেকে মেলে ধরার সুযোগ এসেছে । কিন্তু সাথে সাথে প্রতিযোগিতাও কিন্তু বেড়েছে । ওদিকে শিক্ষার হারও বেড়েছে । সবাই নিজেকে বিখ্যাতদের তালিকায় অন্তর্ভুক্তির চেষ্টার সুযোগ পাচ্ছে । তাই ,আমার মতে এখন বিখ্যাত হওয়াটা আরও কঠিন হয়েছে এবং দিনদিন আরও কঠিনতর হবে ।"
আসলে বিতর্কে গিয়ে লাভ হবে না । মতভেদ থাকতেই পারে । দৃষ্টিভঙ্গিতেও পার্থক্য থাকতে পারে । তবেই তো আমরা আলাদা আলাদা মানুষ! যার বিখ্যাত হওয়ার ইচ্ছে সে বিখ্যাত হোক না, আমাদের আপত্তি কিসের?
এদিকে গতকাল থেকে শুরু হয়েছে "গায়বানা"! বেশ কয়েকজন ফেসবুক সেলিব্রেটি দৌড়ের ওপর আছেন! মুক্তিযুদ্ধ নিয়ে কাজ করে প্রশংসা কুড়িয়েছেন অমি রহমান পিয়াল । গতকাল থেকে তাঁর একাউন্ট গায়েব! গন রিপোর্ট এর পাল্লায় পড়লে যা হয় । আবার আরিফ জেবতিক স্ট্যাটাস দেয়ার ৩ মিনিটের মাঝেই তা গায়েব হয়ে যাচ্ছে! তিনি আইডি বাঁচাতে ডিএকটিভেট করেছেন । সিডেটিভ এর কমেন্টে চলছে রিপোর্ট । কি যে একটা অবস্থা! এমন অবস্থা চলতে থাকলে স্বাধীন ও প্রগতিশীল মত প্রকাশের অধিকার হুমকির মুখে পড়বে ।
১৮ ই মে, ২০১৩ রাত ১১:৩৪
...নিপুণ কথন... বলেছেন: কেমন খাটাশ খাটাশ গন্ধ পাই!
©somewhere in net ltd.
১| ১৮ ই মে, ২০১৩ বিকাল ৪:৩৬
খাটাস বলেছেন: খ্যাতি লাভে খ্যাতির বিড়ম্বনা ও জোটে।