নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
খাওয়া দাওয়ার ধুম পড়েছে । সবাই খাচ্ছে । কেউ ঘুষ খাচ্ছে, কেউ গালি খাচ্ছে । এই খাওয়া দাওয়ার আপডেট ভার্সন হচ্ছে ফেসবুক আইডি কিংবা স্ট্যাটাস খাওয়া । নিজেদেরকে সেলিব্রেটি বলে দাবি করা (কিংবা না করা !) অনেকের স্ট্যাটাসই খেয়ে যাচ্ছে বিরোধী পার্টি । এরা হাত দিয়ে খাচ্ছে না, রিপোর্ট দিয়ে খাচ্ছে । স্ট্যাটাস দেয়ার ৩ মিনিটের মাঝেই ২০০-৩০০ লাইক এবং সাথে সাথেই স্ট্যাটাস গায়েব! অনেকে তো আইডি খাওয়া যাওয়ার ভয়ে আইডিটাই কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখছেন ।
সবার এত খাওয়া দাওয়া দেখে খিদে পেয়ে গেলো । কিন্তু আমি তো হ্যাকারও না, আবার সেলিব্রেটিও না! তাহলে আমি এত রাতে কি খাবো? আমার একমাত্র গন্তব্য পলাশীর মোড়! বন্ধুকে নিয়ে হাঁটতে হাঁটতে ডিম রোল আর চা খেয়ে ফিরলাম । এরই মাঝে পূর্বপরিচিত একটি মেয়ে ফোন করে জিজ্ঞেস করে, আমি কি আইডি হ্যাক করতে পারি কিনা! আমি তো আবুল হয়ে গেলাম । কিন্তু, পারি না বললে প্রেস্টিজ কই থাকে? বলে দিলাম "দেখি চেষ্টা করে । নিজে না পারলে অন্য কাউকে দিয়ে করিয়ে দেয়া যায় কিনা!" ব্যাপারটা নাকি কনফিডেনসিয়াল । আমি কাউকে বলবনা বলেই আমাকে বলেছে! আর আমি কিনা ঢোল পিটিয়ে ফেসবুকেই বলে বসলাম!
মোটেও ভুল করিনি ।ফেসবুকে গোপন আলাপ-সালাপ মেসেজে আদান প্রদান করবে তুমি, আর সম্পর্ক ছিন্ন হলে তাঁর আইডি হ্যাক করে তোমাকে বাঁচাবো আমি? NO WAY MY DEAR! sleep well..
২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
...নিপুণ কথন... বলেছেন: হেঁহেঁ! আর তখন নাতিপুতিরা বলবে, "দাদু, তুমি না একটা খ্যাত! এই যুগে তো আমরা ফেসবুকটাই হজম করে ফেলতে পারি!"
২| ২০ শে মে, ২০১৩ রাত ৩:৪৯
সাব্বির শাহরিয়ার বলেছেন: হে হে হে। অনেক ভাল একটা কথা বলেছেন
২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
...নিপুণ কথন... বলেছেন: হেঁহেঁ
৩| ২০ শে মে, ২০১৩ ভোর ৪:০৯
নীল আদ্রিতা বলেছেন: '''ফেসবুকে গোপন আলাপ-সালাপ মেসেজে আদান প্রদান করবে তুমি, আর সম্পর্ক ছিন্ন হলে তাঁর আইডি হ্যাক করে তোমাকে বাঁচাবো আমি? NO WAY MY DEAR! sleep well..''''
মজা পাইলাম .......।
২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
...নিপুণ কথন... বলেছেন: এবার আমার ফেসবুক আইডিটা খান, আরও মজা পাবেন
৪| ২২ শে মে, ২০১৩ রাত ১২:৫২
নীল আদ্রিতা বলেছেন: আপাতত ক্ষিদা নাই ভাই...ক্ষিদা লাগলে একটা try নিমুনে....তয় আপনের fb id কি নামে আসে এইডা তো জানা হইলোনা ...
©somewhere in net ltd.
১| ২০ শে মে, ২০১৩ রাত ৩:১২
মাক্স বলেছেন: স্ট্যাটাস, আইডি খাইতে পারা ইস্মার্টনেসের লক্ষণ। বয়সকালে নাতী পুতিদেরকে গল্পচ্ছলে ঝাড়ি মারা যাবে,
তোদের মত বয়সে স্ট্যাটাস আইডি খেয়ে হজম করে ফেলতাম!