নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

অবশেষে আমিও খেলাম!

২০ শে মে, ২০১৩ রাত ২:৫৫

খাওয়া দাওয়ার ধুম পড়েছে । সবাই খাচ্ছে । কেউ ঘুষ খাচ্ছে, কেউ গালি খাচ্ছে । এই খাওয়া দাওয়ার আপডেট ভার্সন হচ্ছে ফেসবুক আইডি কিংবা স্ট্যাটাস খাওয়া । নিজেদেরকে সেলিব্রেটি বলে দাবি করা (কিংবা না করা !) অনেকের স্ট্যাটাসই খেয়ে যাচ্ছে বিরোধী পার্টি । এরা হাত দিয়ে খাচ্ছে না, রিপোর্ট দিয়ে খাচ্ছে । স্ট্যাটাস দেয়ার ৩ মিনিটের মাঝেই ২০০-৩০০ লাইক এবং সাথে সাথেই স্ট্যাটাস গায়েব! অনেকে তো আইডি খাওয়া যাওয়ার ভয়ে আইডিটাই কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখছেন ।



সবার এত খাওয়া দাওয়া দেখে খিদে পেয়ে গেলো । কিন্তু আমি তো হ্যাকারও না, আবার সেলিব্রেটিও না! তাহলে আমি এত রাতে কি খাবো? আমার একমাত্র গন্তব্য পলাশীর মোড়! বন্ধুকে নিয়ে হাঁটতে হাঁটতে ডিম রোল আর চা খেয়ে ফিরলাম । এরই মাঝে পূর্ব‌পরিচিত একটি মেয়ে ফোন করে জিজ্ঞেস করে, আমি কি আইডি হ্যাক করতে পারি কিনা! আমি তো আবুল হয়ে গেলাম । কিন্তু, পারি না বললে প্রেস্টিজ কই থাকে? বলে দিলাম "দেখি চেষ্টা করে । নিজে না পারলে অন্য কাউকে দিয়ে করিয়ে দেয়া যায় কিনা!" ব্যাপারটা নাকি কনফিডেনসিয়াল । আমি কাউকে বলবনা বলেই আমাকে বলেছে! আর আমি কিনা ঢোল পিটিয়ে ফেসবুকেই বলে বসলাম!



মোটেও ভুল করিনি ।ফেসবুকে গোপন আলাপ-সালাপ মেসেজে আদান প্রদান করবে তুমি, আর সম্পর্ক ছিন্ন হলে তাঁর আইডি হ্যাক করে তোমাকে বাঁচাবো আমি? NO WAY MY DEAR! sleep well..

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২০ শে মে, ২০১৩ রাত ৩:১২

মাক্স বলেছেন: স্ট্যাটাস, আইডি খাইতে পারা ইস্মার্টনেসের লক্ষণ। বয়সকালে নাতী পুতিদেরকে গল্পচ্ছলে ঝাড়ি মারা যাবে,
তোদের মত বয়সে স্ট্যাটাস আইডি খেয়ে হজম করে ফেলতাম! ;)

২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

...নিপুণ কথন... বলেছেন: হেঁহেঁ! আর তখন নাতিপুতিরা বলবে, "দাদু, তুমি না একটা খ্যাত! এই যুগে তো আমরা ফেসবুকটাই হজম করে ফেলতে পারি!" ;)

২| ২০ শে মে, ২০১৩ রাত ৩:৪৯

সাব্বির শাহরিয়ার বলেছেন: হে হে হে। অনেক ভাল একটা কথা বলেছেন :)

২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:২৯

...নিপুণ কথন... বলেছেন: হেঁহেঁ ;)

৩| ২০ শে মে, ২০১৩ ভোর ৪:০৯

নীল আদ্রিতা বলেছেন: '''ফেসবুকে গোপন আলাপ-সালাপ মেসেজে আদান প্রদান করবে তুমি, আর সম্পর্ক ছিন্ন হলে তাঁর আইডি হ্যাক করে তোমাকে বাঁচাবো আমি? NO WAY MY DEAR! sleep well..''''

মজা পাইলাম .......। :) :) :) :) :)

২০ শে মে, ২০১৩ সন্ধ্যা ৭:৩০

...নিপুণ কথন... বলেছেন: এবার আমার ফেসবুক আইডিটা খান, আরও মজা পাবেন ;)

৪| ২২ শে মে, ২০১৩ রাত ১২:৫২

নীল আদ্রিতা বলেছেন: আপাতত ক্ষিদা নাই ভাই...ক্ষিদা লাগলে একটা try নিমুনে....তয় আপনের fb id কি নামে আসে এইডা তো জানা হইলোনা ... ;) ;) ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.