|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
১১ বছরের একটি শিশু । ছোটবেলা থেকেই পড়ালেখার প্রতি একাগ্র মেয়েটি সমাপনী পরীক্ষায় ভালো ফল করে সংসদ সদস্যের হাত থেকে পুরস্কার পেয়েছিল । পরিবার খুশি, বাবা-মা গর্বিত । বাবা-মায়ের সাথে সাথে এলাকাবাসীরও গর্বিত হওয়ার কথা । মেয়ের সুন্দর একটি ভবিষ্যৎ, ভালো একটি ঘরে সংসার - এইতো সব বাবা-মায়ের চাওয়া ।
কিন্তু হায়! সুন্দর সুন্দর স্বপ্নগুলোতে কে বা কারা যেন আগুন লাগিয়ে দিল । নিমিষে ছাই হয়ে গেল মেয়েটির মান, সম্মান, গর্ব, ভবিষ্যৎ । এখন সে এ মুখ কাকে দেখাবে? কোন মুখে আবার স্কুলে যাবে? ওর দোষ কি এটাই ছিল যে ও জন্মগ্রহণ করে দেখেছে যে ওর বাবা-মা হিন্দু? ভালো রেজাল্ট করাটাই কি তবে কাল হল? নাকি অল্প বয়সেই সুন্দরী হয়ে ওঠাটা ভাগ্যে সইল না? 
হ্যাঁ, এমনি এক বোনের সম্ভ্রমহানি দেখলাম আমরা । মেয়েটিকে জোরপূর্বক ধর্মান্তরিত করা হল, তারপর টানা ৫৫ দিন আটকে রেখে ধর্ষণ করা হল । মিডিয়ার কল্যাণে আমরা জানলাম । কেউ বলল, "ঠিকই আছে । ওরা তো গনিমতের মাল!" আবার কেউ নিতান্তই না পেরে মুখ দিয়ে চু চু শব্দ করলো । আর কেউ প্রোফাইলে কালো পর্দা টানিয়ে দিল । ব্যাস, দায়িত্ব শেষ! 
পার্শ্ববর্তী অনেক দেশের চাইতে আমরা নিজেদের দেশকে ও দেশের সমাজব্যবস্থাকে উত্তম দাবি করি । এখানে ধর্ষণ নাকি কম হয় । আমিও তাই বিশ্বাস করতে চাই, এখনও করি । কিন্তু তাই বলে এসব ঘটনা মেনে নেই কি করে? দামিনীর যে বয়স হয়েছিল, এই মেয়েটির তো তাও হল না । দামিনীর ঘটনায় বিশ্ববাসী চুপ থাকেনি । এখন তাদের করণীয় কি?
আচ্ছা, মেয়েটিকে যদি নিজের বোনের জায়গায় স্থান দেন, তাহলে আপনার অনুভূতিটা কেমন হয়? কি করতে ইচ্ছে হয় ঐ অমানুষগুলোকে? কোন ধর্মগ্রন্থে এমন কাজের বৈধতা দেয়া আছে? আমার তো জানা নেই । আপনি জানেন কি? 
Click This Link
 ৮ টি
    	৮ টি    	 +০/-০
    	+০/-০২|  ০৩ রা জুন, ২০১৩  বিকাল ৫:৪০
০৩ রা জুন, ২০১৩  বিকাল ৫:৪০
মাথাল বলেছেন: 
সবকিছু নষ্টদের দখলে অলরেডি চলে গেছে। 
৩|  ০৩ রা জুন, ২০১৩  বিকাল ৫:৪১
০৩ রা জুন, ২০১৩  বিকাল ৫:৪১
ছাসা ডোনার বলেছেন: এরা মানুষ নামের কলন্ক।এইসব কুত্তার বাচ্চাদের নিজের মা বোনের সামনে নুনু কেটে জীবিত কবর দেওয়া ঊচিত!!!!
৪|  ০৩ রা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:১৭
০৩ রা জুন, ২০১৩  সন্ধ্যা  ৬:১৭
খাটাস বলেছেন: আচ্ছা, মেয়েটিকে যদি নিজের বোনের জায়গায় স্থান দেন, তাহলে আপনার অনুভূতিটা কেমন হয়? কি করতে ইচ্ছে হয় ঐ অমানুষগুলোকে
 এই লাইন দ্বারা কি বুঝাইলেন আর কাদের বোঝাইলেন? একটা মানুষের সাথে অন্যায় হচ্ছে তার জন্য বারবার যদি অন্য এক জন মানুষ কে বলতে হয়, এটা যদি আপনার সাথে হত তাহলে কেমন লাগত। একটা অন্যায় ঘটনা কে নিজের সাথে তুলনা করে বেথিত হতে হবে কেন? এটা কি ধরনের মানবতা? মানুষ হিসেবে মুখে অনেকেরই নানা বুলি। তাহলে বার বার নিজের মা বোনের সাথে তুলনা দিয়ে আঙ্গুল দিয়ে মানবতা জাগাতে হবে কেন। যারা একটা ঘটনা অন্যায় জানার পর নিজের বিবেক থেকে অন্যায় কে অন্যায় না বলে, নিজের সাথে ঘটনা জড়িয়ে বেথিত হয়, লাথি মারি তাদের মানবতা কে। অন্য একজন মানুষের প্রতি কোথায় শ্রদ্ধা বোধ? তারা মানুষ হলে আমি কুকুর বলব আজ থেকে নিজে কে। 
  ০৩ রা জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১৪
০৩ রা জুন, ২০১৩  সন্ধ্যা  ৭:১৪
...নিপুণ কথন... বলেছেন:  তাকেই বোঝানো যায় যে বুঝতে চায় । যুক্তিতর্ক করা মুড নাই এখন । 
তুলনার কথা বাদ দিলাম । ধরেন আপনার বোনের সাথে এমন কিছু হল ( বললেই কিন্তু হয়ে গেল না, কথার কথা), কি করবেন তখন আপনি? কেমন লাগবে আপনার? 
৫|  ০৪ ঠা জুন, ২০১৩  রাত ২:৪১
০৪ ঠা জুন, ২০১৩  রাত ২:৪১
খাটাস বলেছেন: আপনার বোঝার ক্ষমতা আমার বোঝানোর ক্ষমতার বাহিরে। আমি কি বোঝাই আপনি কি বোঝেন। কোন নির্যাতিতা মেয়ে কে নিজের বোন ভাবতে শিখুন, সে যদি আমার বোন হত- এমন সুবিধা বাদি চিন্তা যারা করে, তাদের লাথি মারার কথা বলেছি। আপনার তর্ক করার মেলা ক্ষমতা বুঝছি। কিন্তু মানুষের মানসিকতা আর কথার উদ্দেশ্য বুঝে মন্তব্য করতে শিখবেন আশা করি।
  ০৪ ঠা জুন, ২০১৩  দুপুর ১:০১
০৪ ঠা জুন, ২০১৩  দুপুর ১:০১
...নিপুণ কথন... বলেছেন: ওকে খাটাশ । ধন্যবাদ ।
৬|  ০৪ ঠা জুন, ২০১৩  রাত ৩:২২
০৪ ঠা জুন, ২০১৩  রাত ৩:২২
কামরুল ইসলাম রুবেল বলেছেন:  "ঠিকই আছে । ওরা তো গনিমতের মাল!"
কোথায় পেলি?
©somewhere in net ltd.
১| ০৩ রা জুন, ২০১৩  বিকাল ৫:৩৫
০৩ রা জুন, ২০১৩  বিকাল ৫:৩৫
সরদার হারুন বলেছেন: অসভ্যের জাত নেই,ধর্ম নেই, নেই মানবতা ওরা যে অমানুষ ।