নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
দীর্ঘদিন পর বাড়িতে একা রাত কাটাচ্ছি । কথা বলার কেউ নেই । মা মামাবাড়িতে । তাই রাত জাগার জন্য আজ কেউ বকাও দিচ্ছে না । শুধু ওপরে পাখার শব্দ ছাড়া আর কোন শব্দ নেই । ল্যাপটপ সামনে নিয়ে বসে আছি । গেম খেলতে ভালো লাগছে না, এমনকি ছবি দেখতেও না । সময় যেন থেমে গেছে । রাতটা কাটছে না কেন?
ঢাকায় থাকলে এখন বাইরে হাঁটতে বের হতাম । ফরিদপুরে এতো রাতে বাইরে হাঁটাহাঁটি শোভন নয় ।চোর সন্দেহে পুলিশের হাতে পড়ার সমূহ সম্ভাবনা । মনে পড়ে এক রাতে সাইকেল নিয়ে রাত ২ টায় পর ঘুরতে বের হয়েছিলাম এই শহরেই । মনটা বেজায় খারাপ ছিল । শহরের ভেতরের রাস্তায় আমি তখন একমাত্র প্রাণী । ৩:৩০ এর দিকে যখন ফিরছি বড় ব্রিজের গোঁড়ায় তখন তিন পুলিশ সদস্য ঝিমাচ্ছিলেন । আমাকে দেখে পরিচয় জানতে চাইলেন । আরও জিজ্ঞেস করলেনঃ কোথায় যাচ্ছি এতো রাতে । আমি নিজের পরিচয় দিতেই তাঁরা বলেছিলেন, "ভাই এটা তো আপনার ক্যাম্পাস না, এতো রাতে অলি গলিতে ঘুরাঘুরি না করাই ভালো । বিপদে পড়তে পারেন ।" এরপর বাড়ি ফিরে গিয়েছিলাম । আর এভাবে বের হওয়া হয়নি । এরপর থেকে ফরিদপুরে এলেই রাত কাটে ছা-পোষা গৃহপালিতের মতো ।
ভাবছি এখন কি করি... একাকীত্বের যন্ত্রণা এতটা তীব্র লাগছে কেন আজ? আচ্ছা, আজ নাহয় ঢাকার অভ্যেসের মতো ভোর দেখেই ঘুমাতে যাই, কেমন?
০৯ ই জুন, ২০১৩ রাত ১২:৪৪
...নিপুণ কথন... বলেছেন: হাহা! ভিটামিন সি আপু, আপনার দুরভিসন্ধি সফল হয়নি । কারণ, আমি মোটেও ভয় পাইনি!
২| ১১ ই জুন, ২০১৩ সকাল ৮:৩৭
ভিটামিন সি বলেছেন: ইয়াক। মোরে ওই আন্ধা পোলায় কয় আমি নাকি আপু। আপনার জানপাখির মোবাইল নাম্বারটা খালি আমারে দেন। দেখাইয়া দিতাছি আপনারে আমি আপু না পোলা। একটু খাড়ান দেখি তো মেশিন আছে, না নাই?
©somewhere in net ltd.
১| ০৮ ই জুন, ২০১৩ সকাল ৭:১৬
ভিটামিন সি বলেছেন: ভাই দেখেন তো আপনার ঘাড়ের উপর কেউ নিঃশ্বাস ফেলছে কিনা? এই যে শুনলেন না ওই রুমে কে যে নুপুরের শব্দ তুলে হাটছে। আপনার জানলার পাশে বাতাস বইছে, বাতাসের ঝাপটা কেমন গরম গরম লাগছে না? আপনার রুমের উত্তরের কোনায় দেখেন তো কিসের হালাক আভা দেখা যায়? আপনার বাসার পানির কল থেকে পানি পড়ার শব্দ পাচ্ছেন না? আপনার শরীর ঘেমে যাচ্ছে না? এবার কাথা মুড়ি দিয়ে দুই কানে আঙ্গুল দিয়ে শুয়ে দিন একটা মরা ঘুম। রাত কাবার।