নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

RAGGING IS NOT A JOKE, IT'S A CRIME. >> please don't do it <<

৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৩১

চোখ ভরা স্বপ্ন নিয়ে ক্যাম্পাসে আগমন ঘটে কিছু নতুন মুখের । ক্যাম্পাসের রঙ্গিন দুনিয়ায় তাদের উচ্চ শিক্ষায় শিক্ষিত হবার স্বপ্ন আর রঙ্গিন থাকেনা যখন এই কচি মুখগুলো কিছু "সিনিয়র" নামের স্বঘোষিত ক্যাম্পাস-মুরুব্বিদের র‍্যাগিং এর শিকার হয় । বিশেষ করে হল লাইফে এগুলো বেশী হয় । অনেক ধরনের ভয়াবহ এবং কুরুচিসম্পন্ন র‍্যাগিং এর নজির আছে । এগুলো করে সেই সিনিয়র ছাত্ররা ক্ষণিকের জন্য কিছুটা পৈশাচিক আনন্দ পায়, এটা ঠিক । কিন্তু, একবার ভেবে দেখা উচিৎ, যাকে র‍্যাগ দেয়া হয় তার মানসিক অবস্থাটা কেমন হয় । সে কি ব্যাপারটিকে ভালভাবে নিতে পারে? পারার কথা না । তাই, এমন কিছুই করা উচিৎ না যাতে কারো পড়ালেখায় ক্ষতি হয় । সিনিয়র হোক কি জুনিয়র, এটা সময়ের ব্যাপার মাত্র । আজ যে জুনিয়র, কাল সে সিনিয়র । কি দরকার এই ধরনের অকাজ করে পশাচিক আনন্দ নিয়ে ছোট ভাইয়ের জীবন খারাপ করার? একইসাথে সীট পলিটিক্সের কথাও বলতে হয় । পড়ালেখার ক্ষতি করে সীট বাঁচাতে মিছিলে যাও, নেতা যা বলবে তাই করো । নাহলে সীট থাকবে না । সীট না থাকলে থাকবে কই? পড়বে কোথায়? এই সুযোগটাই "শ্রদ্ধেয়" সীট পলিটিশিয়ানগণ নিয়ে থাকেন । নিয়ে পলিটিক্সে কতটুকু সুবিধা হয় জানিনা । শুধু জানি, এর ফল একদিন প্রকৃতি থেকেই তাঁরা পান । নিজের চোখে এমন অনেক দেখেছি ।



কাজেই, এই ধরনের র‍্যাগিং এবং নষ্ট পলিটিক্স বাদ দিন । আসুন, নিজেদের সবটুকু নিয়ে ছোটদের পাশে দাড়াই । ওরা ক্যাম্পাসে নতুন, ওদেরকে নিয়ে না খেলি । পারলে কিছুটা হেল্প করি নতুন জায়গায় খাপ খাওয়াতে । ওরা তো আমাদের ভাইয়ের মতোই...



RAGGING IS NOT A JOKE, IT'S A CRIME. >> please don't do it <<

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুন, ২০১৩ বিকাল ৫:৫৬

আহলান বলেছেন: এক সময় রং মাখামাখির খুব প্রচলন ছিলো, যেটা কিনা সুইপার ম্যথর শ্রেণীর লোকেরা করে থাকে। তাদের বংশধর তো এখনো আছে, ওরাই র্যাগিং নামের প্রথাটি এখনো চালু রেখেছে ... কিছুই করার নেই ..... কিছু নরপিশাচ আর সাইকোর হাতে নিরীহ পোলাপান বন্দি ...

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.