নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

ভাইরে, পরিবারের মানুষগুলোর চেহারা স্মরণ করে হলেও একবারটি সতর্ক হন!

১০ ই জুলাই, ২০১৩ রাত ১:১৫

ইদানীং মোবাইলে কথা বলতে বলতে, কিংবা কানে হেডফোন গুজে হাঁটতে হাঁটতে ট্রেনের নিচে চলে যাচ্ছেন কেউ কেউ । সম্প্রতি এমন দুটি খবর পড়লাম পত্রিকার পাতায় । ঘটনাগুলো চিন্তার ।



একসময় আমিও অন্যমনস্ক হয়ে মোবাইল টিপতে টিপতে রাস্তায় হাঁটতাম । এমনকি সিঁড়ি বেয়ে ওঠা-নামার সময়েও! কি করতাম মোবাইলে? চ্যাট করতাম! অনেকে বন্ধু দুষ্টুমি করে বলতো, নিপুণ, তুই তো চ্যাট করতে করতে ম্যানহোলে পড়বি রে!" আমি পাত্তা দিতাম না । যদিও যথেষ্ট সচেতন ছিলাম, তবুও এভাবে চ্যাট করাটা নেশায় পরিণত হয়ে গিয়েছিল । বহু কষ্টে নেশাটি ছাড়িয়েছি!



এতদিন রাস্তায় গাড়িগুলোর পিছে লেখা দেখতামঃ "সময়ের চেয়ে জীবনের মূল্য অনেক বেশী" । এখন তো মনে হচ্ছে, প্রতিটি ট্রেন ক্রসিং এ বড় করে লিখে দিতে হবেঃ "ট্রেনের লাইন ছেড়ে দাড়িয়ে যা খুশি করুন ।" গাড়ি চালানোর সময়েও এই কথাগুলো খাটে । অর্থাৎ, মোবাইলে কথা বলতে বলতে গাড়ি চালানো ঠিক নয় । দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায় ।



ভাইরে, পরিবারের মানুষগুলোর চেহারা স্মরণ করে হলেও একবারটি সতর্ক হন!

মন্তব্য ৪ টি রেটিং +২/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুলাই, ২০১৩ রাত ১:৩২

খেয়া ঘাট বলেছেন: ঠিক কথা বলেছেন।

১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৬

...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ

২| ১০ ই জুলাই, ২০১৩ সকাল ৯:৩২

ইসপাত কঠিন বলেছেন: বিশ্বাস করবেন কি না জানি না, কিন্তু সত্যিই আমি গতকাল এ বিষয়ে একটা পোস্ট লেখার পরিকল্পনা করেছিলাম। যাক, একটা দায়িত্ব থেকে মুক্তি দেবার জন্য ধন্যবাদ।

১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৬

...নিপুণ কথন... বলেছেন: আপনার দৃষ্টিভঙ্গি থেকে লিখুন । একাধিক পোস্ট হলে ক্ষতি কি?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.