নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

স্কুলের সেই কলম-কলম খেলা! মনে পরে?

১২ ই জুলাই, ২০১৩ রাত ২:৪৩

স্কুলে ক্লাসের ফাকে কলম-কলম খেলার কথা মনে পরে?



আজ বন্ধুদের আড্ডায় হঠাৎ মনে পরে গেল । সেই যে মধুর দিনগুলো! সেই যে স্যারের আসতে দেরি হলে, কিংবা টিফিনের সময় বন্ধুরা মিলে টেবিলে কলম-কলম খেলতাম! হাতের আঙ্গুলের সে কত রকমের কৌশল আর কত রকমের কলম! মাঝে মাঝে এমন অবস্থা হতো যেন কলম টোকা দিতে দিতে আঙ্গুল ব্যাথা হয়ে যেত! তবুও খেলা থামত না । কলম খেলার টুর্নামেন্টও আয়োজিত হতো তখন । প্রথমে একই শ্রেণীকক্ষে, তারপর চার দেয়ালের গণ্ডি পেরিয়ে পাশের ক্লাসের সাথে, এরপর আস্তে আস্তে একসময় সমগ্র স্কুলে! তবে এই টুর্নামেন্ট ছিল অনানুষ্ঠানিক । পুরস্কার হিসেবে থাকতো সুন্দর সুন্দর কলম আর কত মজার মজার চকলেট!



কি যুদ্ধটাই না লাগতো তখন কলম নিয়ে । মাঝে মাঝে তো কলমের খাপ দিয়েও খেলা চলতো! ছোটবেলার এইসব ছোটখাটো মধুর স্মৃতি কখনও ভুলে যাবার নয়, পুরাতন হবার নয় । দিন যতই সামনের দিকে যায়, আমরা ততই পিছে ফিরে ছোটবেলার মধুর সময়গুলোকে স্মরণ করে অন্যরকম এক তৃপ্তি পাই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.