নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

পঞ্চম মৃত্যুবার্ষিকীতে বাবাকে লেখা চিঠি

২১ শে জুলাই, ২০১৩ রাত ১:১৯

ছবিতে বাংলাদেশের প্রধান কবি শামসুর রাহমানের উপস্থিতিতে স্বরচিত কবিতা পাঠ করছেন কবি বাবু ফরিদী । এই অনুষ্ঠান শেষে ঢাকায় ফিরে দৈনিক আনন্দবাজার পত্রিকায় দেয়া সাক্ষাতকারে কবি শামসুর রাহমান বলেছিলেন, " ছোট খাটো বিনয়ী বাবু ফরিদীর কথা মনে পড়ে । তাঁর মাঝে তেজ আছে ।"



"কাটে না সময় যখন আর কিছুতে,

বন্ধুর টেলিফোনে মন বসে না,

জানলার গ্রিলটাতে ঠেকাই মাথা;

মনে হয় বাবার মতো কেউ বলে না-

আয় দেবু আয়!

আয় দেবু আয়!"



বাবা,

দেখতে দেখতে পাঁচ-পাঁচটি বছর চলে গেল, তোমার দেখা নাই । এই পাঁচটি বছরের প্রতিটি মুহূর্ত যে কিভাবে কেটেছে, বলে বুঝাতে পারবো না । প্রতি মুহূর্তে মনের গহীনে তোমাকে হারানোর চিনচিনে ব্যাথা, তোমাকে কাছে না পাওয়ার কষ্ট আমাকে কাঁদিয়েছে । তোমার বুকে উপুড় হয়ে শুয়ে থাকা তোমার সেই ছোট্ট দেবু আমাকে পিছু ডাকে আজও । খুব বেশী মিস করি সেইসব দিনগুলো । দিনগুলো এমন ছিল যে, তোমাকে ছাড়া এক মুহূর্ত কাটানোর কথাও আমি ভাবতে পারতাম না । কোন দুঃস্বপ্ন এসে যদি তোমাকে হারানোর ভয় দেখাতো, আমি করজোড়ে স্রষ্টার কাছে প্রার্থনা করতাম, তিনি যেন কিছুতেই এতটা নির্দয় না হন । কিছুতেই যেন তোমাকে কেড়ে না নেন এতো আগে । অথচ দেখ, আমার সে আশংকাই সত্যি হল! আমাদেরকে অনাথ করে শোকের সাগরে ফেলে রেখে তুমি চলে গেলে । ৩০ টি বই বের করার স্বপ্ন পূরণ হলনা । আমাকেও প্রতিষ্ঠিত দেখে যেতে পারলে না । আসলে জানো বাবা, সবার কপালে সবকিছু জোটে না! একসময় মজা করে বলতে, "ফেলি, বুঝবি দিন গেলি!" তুমি যে কি ছিলে, আমি এখন ভালভাবেই বুঝতে পারছি বাবা । সেই আদর, ভালোবাসা, শাসন করার কেউ নেই এখন । কেউ আর বকা দেয়না সময়মতো ঘুম থেকে না উঠলে । পড়ার জন্য কেউ তাড়া দেয় না । যেকোনো বিপদে আশ্রয় দেয়ার কেউ নেই আর!



বাবা জানো, আজও বৃষ্টি হচ্ছে । যেদিন তুমি চলে গিয়েছিলে, সেদিনও সারাদিন বৃষ্টি হয়েছিল, মনে পড়ে? বৃষ্টি তোমার খুব প্রিয় ছিল, আমারও । সেদিনের আকাশ-ছিদ্র করা বৃষ্টি আমি ভুলতে পারিনা । আজও বৃষ্টি হলেই আমি আবেগের কাছে হেরে যাই । দু-বাহু তুলে বৃষ্টিতে ভিজি, যেন তোমার পরশ পাচ্ছি!



বাবা, বহুদিন তুমি আমার স্বপ্নে আসো না । কেন আসো না? এখন কি আর আমাকে তোমার মনে পড়ে না? আমাদেরকে মনে পড়ে না? মনে পড়ে না তোমার আদরের ভাই-বোনদের কথা, যাদেরকে তুমি নিজের হাতে মানুষ করেছিলে? মনে পড়েনা আমার দুঃখী মায়ের কথা? স্বর্গে বেশ সুখেই আছো মনে হয়, তাইনা? থাকবেই তো । একজন মানুষও আজ পর্যন্ত পেলাম না, যে একটা খারাপ কিছু বলবে তোমার সম্পর্কে । এমন নির্ভেজাল ভালো মানুষ স্বর্গে ভালো থাকবে- এটাই তো স্বাভাবিক!



বাবা, অনেকদিন পর তোমাকে চিঠি লিখছি । মনে পড়ে, কলেজে পড়তে যখন ঢাকা এসেছিলাম প্রথম, কিছুই বুঝতাম না, কিভাবে কি করব জানতে বারবার তোমাকে চিঠি দিতাম । আর কাঁদতাম! তোমাকে আর মাকে ছাড়া কোনদিন থেকেছি বল? সেই আমি দেখ, আজ একা কিভাবে টিকে আছি! নিশ্চয়ই খুশি হয়েছ দেখে । নিশ্চয়ই আমার পত্রিকা, মুখবই এর লেখাগুলো নিয়মিত পড়! বাবা, আমি পারবো তো? পারবো তো মানুষ হতে? তোমার স্বপ্নগুলো পূরণ করতে? আমাকে আশীর্বাদ করো বাবা । অনেক অনেক আশীর্বাদ চাই তোমার । যেখানেই থাকো, ভালো থাকো । তোমার দেবু তোমাকে খুব মিস করে ।



[ বিঃ দ্রঃ বাবাকে আমাদের মাঝে বাঁচিয়ে রাখতে গতকাল রাতে একটি পেইজ খুলেছি । এখানেই তাঁর সব লেখা ও আমার স্মৃতিচারণ প্রকাশিত হবে এখন থেকেঃ কবি বাবু ফরিদী]



Click This Link

মন্তব্য ১০ টি রেটিং +৪/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২১ শে জুলাই, ২০১৩ রাত ৩:৩৯

আহাদিল বলেছেন: আপনার বাবা স্বর্গে নিশ্চয়ই ভালো আছেন!
বাবা যার নেই কেবল সে-ই বুঝবে এ কেমন কষ্টের জায়গা!!

ভালো থাকুন নিরন্তর!

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৫

...নিপুণ কথন... বলেছেন: অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা । আপনিও ভালো থাকবেন ।

২| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৫:৫২

তোমার গল্পের মৃত রাজকন্যা বলেছেন:



:( :(

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

...নিপুণ কথন... বলেছেন: কৃতজ্ঞতা

৩| ২১ শে জুলাই, ২০১৩ ভোর ৬:০১

খেয়া ঘাট বলেছেন: মন ছুঁয়ে যাওয়া লিখা। বাবা , স্বর্গে শান্তিতে থাকুন।

২৫ শে জুলাই, ২০১৩ রাত ১১:৫৬

...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ।

৪| ২১ শে জুলাই, ২০১৩ দুপুর ২:২৬

মামুন রশিদ বলেছেন: আপনার বাবার জন্য শ্রদ্ধাঞ্জলী ।

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৬

...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ ও কৃতজ্ঞতা ভাই! দোয়া করবেন ।

৫| ২৪ শে জুলাই, ২০১৩ রাত ৩:০৩

সাবরিনা সিরাজী তিতির বলেছেন: ভালো থাকুন বাবা । আমার বাবাও চলে গেছেন তারার দেশে । ৬ বছর হতে যাচ্ছে । :(

২৬ শে জুলাই, ২০১৩ রাত ১২:৩৭

...নিপুণ কথন... বলেছেন: আপনার বাবার নাম কি? ফরিদপুরের মানুষ তো, চিনলেও চিনতে পারি ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.