নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ফেসবুকে ইদানীং মনে হচ্ছে আমার ফটোজেনিক বন্ধুর সংখ্যা বেড়ে গেছে! ল্যাপটপের পর্দা জুড়ে শুধু ছবি আর ছবি । একেকজন একেকদিকে তাকিয়ে বিভিন্ন ভঙ্গিতে পোঁচ দিয়ে ছবি তুলছে । কেউ কেউ তো মনে হয় সাথে ফটোগ্রাফার বন্ধু নিয়ে যাচ্ছে । দেখা যাচ্ছে, এই সুযোগে ফটোগ্রাফার বন্ধুরা বন্ধুমহলে আগের চেয়ে বেশী পাত্তা পাচ্ছেন । সবই ছবি তোলার এবং ফেসবুকে আপলোড দেয়ার ইচ্ছার সুবাতাসের ফল ।
ভাবছি আমিও ফটোগ্রাফার বন্ধুদের সাথে বেশী মেশা শুরু করে দেবো । আজ এক বড় ভাই বললেন, "তোমার তো চেহারা ভালো আছে । রঙ্গিন পর্দায় না গিয়ে কলম হাতে কেন?" তাঁর কথাটা মনে ধরেছে । তাই, এখন থেকে সবসময় সাথে একজন ফটোগ্রাফার থাকা চাই । যে সবসময় আমার সাথে ঘুরবে, আর ক্লিক ক্লিক করবে । আমি হাঁটবো- একটা ক্লিক । টিএসসি তে বসে চা খাবো আর আড্ডা দেব- আবারও ক্লিক! এভাবে ক্লিকের পর ক্লিক চলতেই থাকবে । দিনশেষে রুমে ফিরে ফটোশপ করে সেরা ছবিটা ফেসবুকে দেবো । আর হয়ে যাবো সেলিব্রেটি!
চিন্তাটা ঠিক আছে না?
২৯ শে জুলাই, ২০১৩ বিকাল ৩:২০
...নিপুণ কথন... বলেছেন: না ভাই! সে পথে যাওয়ার ইচ্ছে নাই । এভাবেই ভালো আছি
©somewhere in net ltd.
১| ২৯ শে জুলাই, ২০১৩ সকাল ১০:১৫
আরজু পনি বলেছেন:
হাহাহাহা
আপনার প্রোপিকটা দেখেও কিন্তু মনে হচ্ছে শাকিব খান বা জলিল কে ফাইট দিতে পারবেন
তবে বুদ্ধিটা কিন্তু ভালোই।
দেখি আমি নিজেও একজন ফটোগ্রাফার বন্ধু সাথে রাখতে পারি কি না