নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

তাদের কি এমন বসে বসে কাহিনী শুনে মুখ দিয়ে "চুক চুক" শব্দ করা মানায়?

০৫ ই আগস্ট, ২০১৩ রাত ২:২৬

রেডিও তে একজন ধর্ষিতা নিজের মুখে তাঁর ধর্ষিত হওয়ার কাহিনী বলছে । যার সামনে বলছে, তিনি একজন পুরুষ । মেয়েটির সর্বনাশ যারা করেছে, তারাও পুরুষ । বুঝলাম, অন্য কেউ যাতে এমন দুর্ভাগ্যের শিকার না হয়, সেজন্যই এই আয়োজন । কিন্তু আমি বুঝিনা, যে মেয়ে এমনিতেই কষ্ট পেয়েছে, লজ্জায় মুখ দেখাতে পারছে না সমাজে, তাঁকে আবার ডেকে এনে নিজ মুখে সেই অসহ্য যন্ত্রণার কাহিনী বলানোর মানে কি? কি দরকার স্মৃতি পুনরায় জাগিয়ে তুলে কষ্টটাকে আরও বাড়িয়ে দেয়ার? আমি বুঝিনা, মেয়েটাই বা কিভাবে এগুলো এভাবে তরতর করে বলে যাচ্ছে? কিভাবে বলছে- "ছেলেগুলা তখন একের পর এক এসে আমাকে জানোয়ার যেভাবে মরা মাংস পেলে ছিঁড়ে ছিঁড়ে খায়, আমাকেও তেমনি খেলো ।"



এই যে আমরা, মেয়েদের জন্য সুরক্ষিত একটি সমাজ প্রতিষ্ঠিত করতে পারিনি, মেয়ে দেখলে নিজেদেরকে ঠিক রাখতে শিখি নি, মেয়েদেরকে বোন বা বন্ধুর নজরে দেখতে শিখি নি যারা, তাদের কি এমন বসে বসে কাহিনী শুনে মুখ দিয়ে "চুক চুক" শব্দ করা মানায়?



( পোস্টটি প্রায় এক ঘন্টা আগের)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.