নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

আসুন, ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেই । আসমানিদের জন্য কিছু করি

০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৯

আজ আসমানির মন খারাপ । গত এক সপ্তাহে নিউমার্কেটের সামনে দাঁড়িয়ে থেকে সর্বসাকুল্যে যা পেয়েছে, তাতে একটা ভালো জামাও হবে না । দুই বেলা খেতেই তার অনেকটা ব্যয় হয়ে গেছে । ওর কিছুই ভালো লাগছে না । কাল নাকি ঈদ? এই যে এতো এতো মানুষ নতুন নতুন জামা কাপড় কিনে নিয়ে যাচ্ছে ঈদের দিন পড়বে বলে- কিন্তু ওর জামাটা কই? ঈদের দিন কি পড়ে বন্ধুদের সাথে ঘুরতে যাবে ও? এবারের ঈদটাও কি তাহলে ভিক্ষা করতে করতে কেটে যাবে?



মাঝে মাঝে আসমানি অবাক হয় । অবাক হয় এই কারণে যে- ওর কেন বড়লোকের ঘরে জন্ম হল না? জন্ম নিয়েই চোখ খুলে দেখেছে একজন জনমদুঃখী মা ওকে শীর্ণ শরীরের ভেতর থেকে খুব কষ্টে খাবার মুখে তুলে দিচ্ছে । বাবা নামে যে একটা বস্তু থাকে, অনেক আবেগ ভালোবাসার একটা স্থান থাকে, সেই জায়গাটা ও কোনদিনই খুঁজে পায়নি । মাকে জিজ্ঞেস করে কোনদিন ও কোন সদুত্তর পায়নি । এখন আর তাই জানতেও চায় না ।



সেদিন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুটপাথেই দিনে দিনে বেড়ে ওঠা । ভার্সিটি খোলা থাকলে খাবার দোকানগুলোর সামনে গিয়ে হাত পাতলে কোন কোন বড় ভাইয়া বা আপু ২-৫টাকা দেয়, খাবারের উচ্ছিষ্ট অংশ দেয়, তাতেই চলে যায় কোনমতে । কিন্তু বিপাক হয় ক্যাম্পাস বন্ধ থাকলে । এখন তো ঈদের ছুটি । আপু ভাইয়ারা সব বাড়িতে । আসমানিদের কথা ওদের কারো মনে নেই । ওরা সব ঈদের নতুন জামাকাপড় পড়া আর দিনটা কিভাবে সুন্দর করা যায় সেই প্ল্যানিং এ ব্যস্ত ।



আসমানি তাই কিছুদিন ধরে নিউমার্কেটে যায় । পিচ্চি বলে মায়া করে দুই আন্টী মাথায় হাত বুলিয়ে ১০+১০=২০ টাকা দিয়েছে । এটাই ওর আজকের সম্বল । সর্বসাকল্যে গত এক সপ্তাহে ৪০ টাকা জমেছে । মা বলেছে, এই টাকা দিয়ে ঈদের দিন পলাশীর বাজার থেকে কিছু উচ্ছিষ্ট মাংস এনে রান্না করে দেবে । নতুন জামার আশাটা নাহয় সামনেরবারের জন্যই তোলা থাক! অসুস্থ মায়ের সাথে ভাগাভাগি করে ঈদের দিন মাংস খাওয়া যাবে- এটাই বা কম কিসে?



অনুরোধঃ আসুন, ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেই । আসমানিদের জন্য কিছু করি । গরিব-দুঃখী-এতিমদের জন্য ঈদের দিনটা একটু সুন্দর করতে চেষ্টা করি । বেশী কিছু করতে হবে না, ওরা অল্পতেই তুষ্ট হয় । ঈদ মোবারক ।

মন্তব্য ৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৮ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:২১

রাজীব নুর বলেছেন: হুম ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৪০

...নিপুণ কথন... বলেছেন: ভালো আছেন রাজীব ভাই?

২| ০৮ ই আগস্ট, ২০১৩ রাত ৮:২০

মাঈনউদ্দিন মইনুল বলেছেন: ঈদ মোবারাক…… :)
Happy Holiday :)

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৮

...নিপুণ কথন... বলেছেন: ঈদ মোবারক!

৩| ০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৩৪

মামুন রশিদ বলেছেন: আসুন, ঈদের আনন্দটা ভাগাভাগি করে নেই ।


ঈদ শুভেচ্ছা !

০৯ ই আগস্ট, ২০১৩ রাত ১২:৫৮

...নিপুণ কথন... বলেছেন: ঈদ মোবারক!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.