|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
বিশেষ বিশেষ দিনে আর কেউ মনে করুক আর না করুক, বন্ধুরা করবেই । 
এবার ঈদে ফরিদপুর যেতে পারিনি । কিন্তু, সবাই ধরে নিয়েছে প্রতিবারের মতো এবারের ঈদেও আমি বাড়িতে । ঈদের আগেরদিন শুরু হল সবার ফোন করা । বন্ধু ফোন দিল, বান্ধবী ফোন দিল । বাসায় ঈদের দিন দাওয়াত । আমি ঢাকায় শুনে অবাক আর হতাশ হয়ে কেউ কেউ রাগ ঝাড়ল, কেউ নিরুপায় হয়ে মেনে নিল! স্কুলের মাঠটায় প্রতিবার আমরা ঈদের সময় স্কুলের বন্ধুরা মিলে একসাথে খেলি । এবারও খেলা হল, কিন্তু আমি অনুপস্থিত । কাজেই, ফোন এলো- "কিরে? তুই আসলি না?" আজও এক বন্ধু ফোন দিয়ে জানতে চাইল আমি কই? আসি নাই কেন? 
একেই বলে বন্ধু । বন্ধু মানেই প্রাণ । বন্ধু থাকলে জীবনে আর কিছু লাগে না । আমার পরিচিত অনেক, কিন্তু কাছের বন্ধু কম । আমি আমার এই সীমিত সংখ্যক বন্ধু নিয়ে খুব খুশি এবং ভাগ্যবান । 
বন্ধু, তোদেরকেও আমি অনেক বেশী মিস করছি এবার । সামনের বার থেকে আর এমন করবো না । তোদের পাশেই থাকব, যত ব্যস্ততা আর সমস্যা থাক । তোরা আছিস বলেই তো আমি আছি!
 ৪ টি
    	৪ টি    	 +১/-০
    	+১/-০  ১০ ই আগস্ট, ২০১৩  রাত ১০:০৪
১০ ই আগস্ট, ২০১৩  রাত ১০:০৪
...নিপুণ কথন... বলেছেন:   
 
২|  ১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:৪০
১১ ই আগস্ট, ২০১৩  বিকাল ৫:৪০
আরজু পনি  বলেছেন: 
বন্ধু মানেই প্রাণ । 
  ২৬ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৩৯
২৬ শে সেপ্টেম্বর, ২০১৩  রাত ৮:৩৯
...নিপুণ কথন... বলেছেন:   
 
©somewhere in net ltd.
১| ১০ ই আগস্ট, ২০১৩  রাত ১০:০১
১০ ই আগস্ট, ২০১৩  রাত ১০:০১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: