নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
আজ সন্ধ্যায় আমি বড়লোক হয়ে গিয়েছিলাম । শুধুমাত্র আজ রাতের জন্য । টিএসসি থেকে আমাকে তুলে নিয়ে গিয়েছিল এক বন্ধু । গন্তব্য ছিল কেএফসি, উদ্দেশ্য ছিল বার্থডে ট্রিট । আমি ভাই বড়ই সাধারণ একটা ছেলে । পোশাক আশাকের দিকে তাকাই নাই কখনই, একদম সাদামাটা পোশাকই আমার পরিধেয় । সেই পোশাকেই যেতে হল ওর সাথে । ওর দেয়া অনেকগুলো অপশনের মাঝে বেছে নিলাম কেএফসি । কেএফসির সামনে গিয়ে দেখা গেলো পাশেই পিজা হাট । বন্ধু আবার কখনও পিজা হাটে খায় নাই, কাজেই ওকে নিয়ে সেখানেই প্রথম ঢুকলাম । শুরুতেই সাধারণ একটা আজিজের টিশার্ট আর জিন্স পড়া দুটি ছেলেকে দেখা গার্ড কিভাবে কিভাবে যেন তাকালো! পকেট থেকে বের করলাম গরিবের স্মার্টফোন সিম্ফনি, টাচের ভঙ্গিমায় যেন দুনিয়া কাপিয়ে দিলাম ।
ভেতরে ঢুকেই বসে অর্ডার দিলাম । বেশ সুন্দর মনোরম পরিবেশ । এসির ঠাণ্ডা হাওয়ার সাথে ঠাণ্ডা রক গান শুনতে শুনতে পিজার অপেক্ষায় রইলাম, আর ভাবতে থাকলাম, এই যে সুন্দর পরিবেশ, এসির ঠাণ্ডা বাতাস, মিষ্টি গান, দুই গ্লাস কোক আর দুটি মাঝারি সাইজের পিজার সাথে ঘন্টাখানেক সময় -এতকিছুর দাম মাত্র ৮৫০ টাকা কেন? আমি মালিক হলে আরও বেশী রেট রাখতাম । এখানে যারা নিয়মিত আসে, তাঁদের সবার একটা করে টাকার গাছ আছে । আসার পথে কিছু পাতা সেই গাছ থেকে পেরে নিয়ে আসে, যাওয়ার সময় বিলের কাগজের ওপর ছড়িয়ে রেখে যায় । কী সুন্দর! কী সুখী মানুষগুলো! আসছে, খাচ্ছে, মজা করছে, ছবি তুলছে, পকেট খালি করে চলে যাচ্ছে... কে বলেছে টাকা থাকলে সুখ থাকে না? অবশ্যই থাকে । আমি বলব, টাকা থাকলেই শুধুমাত্র সুখ থাকে । টাকায় সব হয় । কেএফসিতে গিয়েও একই অনুভূতি হল । প্রায় ফাঁকা পেয়ে ভালোই সময় কাটানো গেলো । এক সুযোগে বড়লোকি স্টাইলে ছবিও তুললাম আমরা। ফেসবুক বন্ধুদের মতো এসেই ফেসবুক প্রোফাইল পিক দিতে ভুল করিনি ।
এখন রাতে ঘুম আসছে না । ভাবছি, কি করে বড়লোক হওয়া যায়, কি করে টাকার গাছের মালিক হওয়া যায় । আমার চাই অনেক অনেক টাকা । টাকা থাকলে থাকবে শান্তি, থাকবে জিএফ । জীবনটা তখন আর জীবন থাকবে না, হয়ে যাবে লাইফ! সেই দিন আর কতদূর? আচ্ছা, সবাই যদি টাকার গাছের মালিক হয়, তাহলে কষ্টে থাকবে কে? আর কষ্টের কথা লিখবেই বা কে? আমি নাহয় তাঁদের দলেই থাকলাম, যারা ফুটপাথে মাত্র ১০ টাকায় রাতের খাবার খায়! এবার ঘুমাই । শুভরাত্রি!
Click This Link
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৮
...নিপুণ কথন... বলেছেন: ওকে! ধন্যবাদ ।
২| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:৩৯
digitalpagla বলেছেন: Sigh...
৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ৯:৪৮
গাংচিল ২ বলেছেন: log in just to like ur status. nice.......
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৭
...নিপুণ কথন... বলেছেন: অনেক ধন্যবাদ কষ্ট করার জন্য! সাথেই থাকুন ।
৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১০:০০
চতুরঙ্গ বলেছেন: চমৎকার লিখেছেন। খুব ভাল লাগল। ভাল থাকবেন।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
...নিপুণ কথন... বলেছেন: অনেক ধন্যবাদ । আপনিও ভালো থাকবেন!
৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ সকাল ১১:৪৭
ভিটামিন সি বলেছেন: ভাইজান আপনার গাছের দক্ষিণ পাশের একটা ডাল আমি বুকিং দিলাম।
১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ বিকাল ৩:৪৬
...নিপুণ কথন... বলেছেন: না ভাই, টাকার গাছের ভাগ হবে না । আমি দুঃখিত!
©somewhere in net ltd.
১| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৬:২৫
পরোবাশি২০১৩ বলেছেন: apni ekta paile amare janaben...ki vabe paileen..Good Luck!