নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

আত্মহত্যা কি কখনও সমাধান হতে পারে?

২২ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৪১

সংবাদমাধ্যমে আত্মহত্যার খবর পড়তে আর ভালো লাগে না । সম্প্রতি মায়ের কাছে ক্ষমা চেয়ে কাউকে দোষারোপ না করে নিজেকে নিজে শেষ করে দিয়েছে চট্টগ্রামের এক গার্মেন্টসকর্মী । আত্মহত্যার আগে একটি চিরকুটে লিখে গেছে, ‘আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। মা আমাকে ক্ষমা করো। আমি অনেক বড় ভুল করেছি। তোমাদের ছেড়ে যেতে কষ্ট হয়। আমি জীবনে কাউকে সুখ দিতে পারিনি।”



আরে অভাগী, এটা কি কোন সমাধান হল? ছেড়ে যেতে কষ্ট হয়, তো ছেড়ে যাবি কেন? এই যে মাকে কষ্ট দিয়ে অকালে চলে গেলি, এতে কার কি লাভ হল? তুই নিজেও গেলি, মাকেও আধমরা করে রেখে গেলি । এটা কেমন কথা হল?



মেয়েদেরকে আমি বুঝিনা । এতো অভিমান কেন এদের? কাউকে কিছু বলবে না, দোষ দিবেনা, কি হয়েছে তাও কারো সাথে শেয়ার করে সমাধান খুঁজবে না । শুধু নিজের কাঁধে সব দোষ বয়ে নিয়ে নীরবে চলে যাবে -এটা কি ঠিক? এদেরকে কে বুঝাবে যে আবেগে দুনিয়া চলে না?



আমাদেরকে বেঁচে থাকতে হবে । আত্মহত্যা কোন সমাধান নয় । বেঁচে থাকলে সুযোগ আসে, নিজের ভাগ্য বদলানো যায় । মরে গেলে কিছুই বদলায় না । কাজেই, শত কষ্টের মধ্যে থেকেও বাঁচুন, নিজের ভাগ্য বদলাতে চেষ্টা করে যান । মানুষের খারাপ সময় চিরস্থায়ী নয়, সুসময় একদিন আসবেই । সেই সময়টা দেখতে হলে বেঁচে তো থাকতেই হবে!

মন্তব্য ৭ টি রেটিং +০/-০

মন্তব্য (৭) মন্তব্য লিখুন

১| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৪:২৭

আকরাম বলেছেন: এই রাগ অভিমান এবং মানসিক সমস্যা সম্পর্কে জানতে আমার ব্লগটি দেখুন।
http://ptohelp.blogspot.se/

২| ২২ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:১৪

রাখালছেলে বলেছেন: হুম ...ভাল লাগল ।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৩

...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ

৩| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:১৩

জেমস জুয়েল বলেছেন: Good

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৪

...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ ।

৪| ২৪ শে সেপ্টেম্বর, ২০১৩ ভোর ৫:৩৮

ডাইরেক্ট টু দ্যা হার্ট বলেছেন: আমার কেন জানি মনে হয় এটাই সমাধান, কারণ প্রচন্ড দুর্বল মনের মস্তিষ্কের এবং মেরুদন্ডহীন মানুষেই এমন কাজ করে, আর এদের বেঁচে থাকা পৃথিবীর জন্য বোঝা,তাই মরে যাওয়াই শ্রেয়,এদের নিয়ে আর কি বলা যায় বুঝতেছিনা।

২৬ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ৮:৩৫

...নিপুণ কথন... বলেছেন: এভাবে বলা ঠিক না । মৃত্যু কোন সমাধান নয় ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.