নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
অনলাইনে কোন কিছু খুঁজতে আমরা যার স্মরণাপন্ন হই, সেই GOOGLE মামার জন্মদিন আজ । তাঁর খোঁজ করতে তাঁর বাড়িতে (সাইটে) যেতেই মনটা ভালো হয়ে গেলো । মামা ভাগনেদের কথা মনে করে কেক রেডি রাখতে ভোলেনি! ঠিকই আমার জন্য একটা চকলেট কেক রেখে দিয়েছে! পাশে আছে বেলুন, চকলেট আর মজার একটি খেলা । বেশ কিছুক্ষণ খেলে ব্যাপক মজা পেলাম । মনটা ভালো হয়ে গেলো ।
আচ্ছা, GOOGLE কে আমরা সবসময় মামা ডাকি কেন? কাকা, চাচা কিংবা চাচী ডাকতে দোষ কি? নানা-নানী ডাকতেই বা কি প্রব্লেম? আমার ধারণা, মামার কাছে যেমন যেকোনো কিছু আবদার করলে বা বায়না ধরলে তা পাওয়া যায়, গুগলেরও সেই গুণ আছে । কোন কিছু লিখে সার্চ দিলেই গুগল সঙ্গে সঙ্গে আমাদের সেই আবদার পূরণ করে । সম্ভবত এই কারণেই গুগলকে আমরা মামা ডাকি!
শুভ জন্মদিন গুল্টু পুল্টু GOOGLE মামা! তোমার এবারের জন্মদিনে ভাগ্নে হিসেবে আমার আবদার কি? সব কিছু বলে দিতে হবে? তোমার তো মাথায় থাকা উচিৎ, তোমার ভাগ্নে এখন প্রাপ্তবয়স্ক । কাজেই, এই বয়সে তার (আমার) যে জিনিস বা যাকে বেশী দরকার সে জিনিস বা তাঁকে এনে দাও! হ্যাপ্পি বার্থডে!!
২| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:০৯
কক্ষ পথের শেষ ইলেকট্রন বলেছেন: হ্যাপ্পি বার্থডে!!
৩| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ দুপুর ১২:২৩
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: শুভ জন্মদিন মামা!!!!
©somewhere in net ltd.
১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৩ রাত ১:৫৭
খেয়া ঘাট বলেছেন: শুভ জন্মদিন গুগলি...........