|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
এই যে আমার লেখা পড়ছেন আপনারা, আমি এই লেখা নাও লিখতে পারতাম এখন । এখন, ঠিক এই মুহূর্তে আমার অবস্থান হতে পারতো কোন হাসপাতালের মর্গে । যেখানে নিঃশব্দে পরে থাকতে পারতো আমার নিরুত্তাপ দেহ । 
হ্যাঁ, আজ আরেকটু হলেই মরতে বসেছিলাম! তখন, বেশ কিছুদিনের অসুস্থ শরীর আর এলোমেলো মন নিয়ে অফিস থেকে ফিরছি । চুল উস্ক-শুষ্ক, দেখলেই বোঝা যায় গোসল করা হয়নি । অন্যমনস্ক মনে হেটে হেটে আসছি । শাহবাগের ফুলের দোকানগুলোর সামনে এসে আমি রাস্তা ক্রস করে জাদুঘরের ফুটপাথ ঘেঁষে হাঁটতে পছন্দ করি । আজও তাই করতে গেলাম । রাস্তার দুই দিকে সতর্ক দৃষ্টি রাখলাম । দেখলাম একটি মাটি কাটার বিশাল ক্রেনবাহী গাড়ি আমার সামনে দিয়ে চলে গেল । চালকের একহাতে মোবাইল । সে কথা বলছে । এমন ভাব যেন এই গাড়িটির নিচে কেউ চাপা পড়লেও তার কিছু এসে যায় না! এটা দেখেই মনে মনে ওকে গালি দিতে দিতে রাস্তা পার হতে গেলাম । হঠাৎ, সেই গাড়িটিই একদম ঠিক যেভাবে যাচ্ছিল, সেভাবেই উল্টো দিকে (অর্থাৎ আমার দিকে) চলতে শুরু করল! বুঝতে পারলাম, ফোনে কেউ হয়তো তাকে আবার পিছে কোথাও যেতে বলেছে । তাই, সিগনাল মিস যাতে নাহয়, তাই পিছে বামের গাড়িগুলো থেমে থাকতে থাকতেই সে রাস্তা পার হতে চায় গাড়ি নিয়ে । ভাগ্যিস আমি খেয়াল করেছিলাম । নাহলে কি হতো -আপনি নিশ্চয়ই হলিউডের একটি ছবির দৃশ্য থেকে কল্পনা করে নিতে পারবেন । খুব একটা কষ্ট করতে হবে না । এইসব শয়োরের বাচ্চার জন্যই রাস্তায় বের হয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে থাকতে হয় । প্রাণটাকে হাতের তালুতে নিয়ে বের হতে হয়, আর মনে ভয় থাকে- এই বুঝি যায় যায় প্রাণ! 
একটি টিভি বিজ্ঞাপনের কথা মনে পরে গেলো । গাড়ি চালানো অবস্থায় পিছের সীটে বসে চালককে লাড্ডু খায়িয়ে দিচ্ছিলেন একজন । খেতে গিয়ে ঘটল বিপত্তি- গাড়িটি হঠাৎ বামে চেপে গেল । বামে ছিল একটি বাইক । বেচারার চাকার টায়ারের খাঁজকাটাগুলো যথেষ্ট ভালো থাকার কারণে যথাস্থানে বাইক থামানো গেল । বেঁচে গেলেন তিনি । অবাক হয়ে চালকের দিকে তাকাতেই গাড়ির পিছের সীটের মহিলাটি বলে উঠলো- "ওয়ে! কাভি লারকি নেহি দেখি কিয়া লাড্ডু খাতে হুয়ে?" 
Moral: These streets are full of IDIOTS!
 ১২ টি
    	১২ টি    	 +০/-০
    	+০/-০  ২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:০২
২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:০২
...নিপুণ কথন... বলেছেন: খান সাহেব, দোয়া রাখবেন ।
২|  ২৪ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৮
২৪ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৮
অন্যসকাল বলেছেন: rastay ber hole amar o protidin mone hoy- hoyto r bari fire ashbo na... eto beporoa ora hoye uthche din din! 
amra shabdhan thekeo to mara porbo! kichui korar nai.. mon kharap hoye gelo.... 
  ২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:১৪
২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:১৪
...নিপুণ কথন... বলেছেন:  এবার বুঝুন- ভার্সিটির ছেলেপেলে কেন গাড়ি ভাঙ্গে? 
দোয়া করবেন । 
৩|  ২৪ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৭
২৪ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৫৭
স্রাবনের রাত বলেছেন: কি করবেন ভাই । আমরা হলাম এই দেশের আম- জনতা । আমাদের জীবনের কোন মূল্য নেই । রাস্তায় চলতে হয়, এই সব ড্রাইভারের দয়া আর আল্লাহ ইচ্ছার উপর । রাস্তায় চলবেন খুব দেখে শুনে । আর একটা মিলাদ দিয়েন । 
ভাল থাকবেন 
  ২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:১৪
২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:১৪
...নিপুণ কথন... বলেছেন: ঠিক বলেছেন । আপনিও ভালো থাকবেন ।
৪|  ২৪ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:১২
২৪ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:১২
শূণ্য_আমি বলেছেন: আসলে খারাপ মানুষদের কথা বলে আর লাভ কি এরা তো খারাপই...তাই ভাবেন যে আল্লাহ তাআলা রাখসে বলেই আসেন...শুকরিয়া জানান তার দরবারে....
  ২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:১৫
২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:১৫
...নিপুণ কথন... বলেছেন: খারাপদেরকে শুধরাতে হবে । নাহলে চলবে কেন? ভালো থাকবেন ।
৫|  ২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:৩২
২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ৮:৩২
খাটাস বলেছেন: খাঁন রোজেন বলেছেন: এখন একখান মিলাদ দেন।
  ২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:১৫
২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:১৫
...নিপুণ কথন... বলেছেন:  খাটাস কোরবানি দেই একটা । কী বলেন?  
 
৬|  ২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:২৩
২৪ শে নভেম্বর, ২০১৩  রাত ৯:২৩
খাটাস বলেছেন: আপনার যদি খাটাস এর মাংস পছন্দের তালিকায় থাকে, খেতে পারেন।   যাত ভাই মরলে সমস্যা নাই, ব্লগার মরলে সমস্যা।
 যাত ভাই মরলে সমস্যা নাই, ব্লগার মরলে সমস্যা। 
  ২৫ শে নভেম্বর, ২০১৩  রাত ১২:০৭
২৫ শে নভেম্বর, ২০১৩  রাত ১২:০৭
...নিপুণ কথন... বলেছেন:  আমি ব্লগারের কথাই কইছিরে ভাই! আসেন দেখি এদিকে একটু!  
 
©somewhere in net ltd.
১| ২৪ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৪
২৪ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৬:৩৪
শাহরিয়ার খান রোজেন বলেছেন: এখন একখান মিলাদ দেন।