নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

বেঁচে গেলাম!

২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:২৭



এই যে আমার লেখা পড়ছেন আপনারা, আমি এই লেখা নাও লিখতে পারতাম এখন । এখন, ঠিক এই মুহূর্তে আমার অবস্থান হতে পারতো কোন হাসপাতালের মর্গে । যেখানে নিঃশব্দে পরে থাকতে পারতো আমার নিরুত্তাপ দেহ ।



হ্যাঁ, আজ আরেকটু হলেই মরতে বসেছিলাম! তখন, বেশ কিছুদিনের অসুস্থ শরীর আর এলোমেলো মন নিয়ে অফিস থেকে ফিরছি । চুল উস্ক-শুষ্ক, দেখলেই বোঝা যায় গোসল করা হয়নি । অন্যমনস্ক মনে হেটে হেটে আসছি । শাহবাগের ফুলের দোকানগুলোর সামনে এসে আমি রাস্তা ক্রস করে জাদুঘরের ফুটপাথ ঘেঁষে হাঁটতে পছন্দ করি । আজও তাই করতে গেলাম । রাস্তার দুই দিকে সতর্ক দৃষ্টি রাখলাম । দেখলাম একটি মাটি কাটার বিশাল ক্রেনবাহী গাড়ি আমার সামনে দিয়ে চলে গেল । চালকের একহাতে মোবাইল । সে কথা বলছে । এমন ভাব যেন এই গাড়িটির নিচে কেউ চাপা পড়লেও তার কিছু এসে যায় না! এটা দেখেই মনে মনে ওকে গালি দিতে দিতে রাস্তা পার হতে গেলাম । হঠাৎ, সেই গাড়িটিই একদম ঠিক যেভাবে যাচ্ছিল, সেভাবেই উল্টো দিকে (অর্থাৎ আমার দিকে) চলতে শুরু করল! বুঝতে পারলাম, ফোনে কেউ হয়তো তাকে আবার পিছে কোথাও যেতে বলেছে । তাই, সিগনাল মিস যাতে নাহয়, তাই পিছে বামের গাড়িগুলো থেমে থাকতে থাকতেই সে রাস্তা পার হতে চায় গাড়ি নিয়ে । ভাগ্যিস আমি খেয়াল করেছিলাম । নাহলে কি হতো -আপনি নিশ্চয়ই হলিউডের একটি ছবির দৃশ্য থেকে কল্পনা করে নিতে পারবেন । খুব একটা কষ্ট করতে হবে না । এইসব শয়োরের বাচ্চার জন্যই রাস্তায় বের হয়ে ভীত-সন্ত্রস্ত হয়ে থাকতে হয় । প্রাণটাকে হাতের তালুতে নিয়ে বের হতে হয়, আর মনে ভয় থাকে- এই বুঝি যায় যায় প্রাণ!



একটি টিভি বিজ্ঞাপনের কথা মনে পরে গেলো । গাড়ি চালানো অবস্থায় পিছের সীটে বসে চালককে লাড্ডু খায়িয়ে দিচ্ছিলেন একজন । খেতে গিয়ে ঘটল বিপত্তি- গাড়িটি হঠাৎ বামে চেপে গেল । বামে ছিল একটি বাইক । বেচারার চাকার টায়ারের খাঁজকাটাগুলো যথেষ্ট ভালো থাকার কারণে যথাস্থানে বাইক থামানো গেল । বেঁচে গেলেন তিনি । অবাক হয়ে চালকের দিকে তাকাতেই গাড়ির পিছের সীটের মহিলাটি বলে উঠলো- "ওয়ে! কাভি লারকি নেহি দেখি কিয়া লাড্ডু খাতে হুয়ে?"



Moral: These streets are full of IDIOTS!

মন্তব্য ১২ টি রেটিং +০/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

শাহরিয়ার খান রোজেন বলেছেন: এখন একখান মিলাদ দেন।

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:০২

...নিপুণ কথন... বলেছেন: খান সাহেব, দোয়া রাখবেন ।

২| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৩৮

অন্যসকাল বলেছেন: rastay ber hole amar o protidin mone hoy- hoyto r bari fire ashbo na... eto beporoa ora hoye uthche din din!
amra shabdhan thekeo to mara porbo! kichui korar nai.. mon kharap hoye gelo....

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪

...নিপুণ কথন... বলেছেন: এবার বুঝুন- ভার্সিটির ছেলেপেলে কেন গাড়ি ভাঙ্গে?
দোয়া করবেন ।

৩| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:৫৭

স্রাবনের রাত বলেছেন: কি করবেন ভাই । আমরা হলাম এই দেশের আম- জনতা । আমাদের জীবনের কোন মূল্য নেই । রাস্তায় চলতে হয়, এই সব ড্রাইভারের দয়া আর আল্লাহ ইচ্ছার উপর । রাস্তায় চলবেন খুব দেখে শুনে । আর একটা মিলাদ দিয়েন ।

ভাল থাকবেন

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৪

...নিপুণ কথন... বলেছেন: ঠিক বলেছেন । আপনিও ভালো থাকবেন ।

৪| ২৪ শে নভেম্বর, ২০১৩ সন্ধ্যা ৭:১২

শূণ্য_আমি বলেছেন: আসলে খারাপ মানুষদের কথা বলে আর লাভ কি এরা তো খারাপই...তাই ভাবেন যে আল্লাহ তাআলা রাখসে বলেই আসেন...শুকরিয়া জানান তার দরবারে....

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৫

...নিপুণ কথন... বলেছেন: খারাপদেরকে শুধরাতে হবে । নাহলে চলবে কেন? ভালো থাকবেন ।

৫| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৮:৩২

খাটাস বলেছেন: খাঁন রোজেন বলেছেন: এখন একখান মিলাদ দেন।

২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:১৫

...নিপুণ কথন... বলেছেন: খাটাস কোরবানি দেই একটা । কী বলেন? :)

৬| ২৪ শে নভেম্বর, ২০১৩ রাত ৯:২৩

খাটাস বলেছেন: আপনার যদি খাটাস এর মাংস পছন্দের তালিকায় থাকে, খেতে পারেন। ;) যাত ভাই মরলে সমস্যা নাই, ব্লগার মরলে সমস্যা।

২৫ শে নভেম্বর, ২০১৩ রাত ১২:০৭

...নিপুণ কথন... বলেছেন: আমি ব্লগারের কথাই কইছিরে ভাই! আসেন দেখি এদিকে একটু! ;)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.