নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
আমাকে যারা ভালবাসেন, তাঁরা আমার ভালো চান । ভালো চান বলেই ভুল করলে শুধরে দেন । বারবার ভুল করি, আর তাঁরা বারবার শুধরে দেন । তাদের থেকে আমি পেয়েছি অনেক, শিখেছিও অনেক । কাছের বড় ভাইদের থেকে পেয়েছি ভালোবাসা, পেয়েছি অশেষ স্নেহ । এগুলো আশীর্বাদ । পাশাপাশি, আমি মনে করি বড়দের বকাঝকাও একরকম আশীর্বাদ । যে ভালবাসে, সেই তো আবার বকে!
তবে সবকিছুর যেমন একটা লিমিট আছে, তেমনি ভুল করারও একটা লিমিট থাকে । সমস্যাটা হল অভিজ্ঞতার অভাব । অভিজ্ঞতার ভাণ্ডার যত পূর্ণ হবে, আমাদের ভুল করার হারও ততটাই কমবে । কিন্তু, ততদিনে খুব বেশী দেরী হয়ে না যায়...
আজ সন্ধ্যা থেকে এগুলোই ভাবছি বারবার । শেষ সুযোগ পেয়েছি ভালোবাসা রক্ষার । আশা করি, এই সুযোগটা কাজে লাগাতে পারব । তবে একটা শিক্ষা হয়ে গেলো । আর তাহলো-
ভালোবাসা অর্জনের চেয়ে রক্ষা করা কঠিন!
©somewhere in net ltd.