|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ঘুম ভেঙ্গে আজ প্রথম আলো পত্রিকাটা হাতে নিয়েই মনটা ভালো হয়ে গেলো । না, "আগুনে পুড়ল ১৯ বাসযাত্রী" খবরটি পড়ে নয় । কাল ঘটনার খবর শোনার পর থেকেই কেমন যেন পোড়া গন্ধ পাই আশেপাশে, এমনকি ঘুমের মাঝেও! এর থেকে তো মুক্তি নেই!
তবে মন ভালো হল "অন্য আলো"র "এ সপ্তাহের নায়ক" পুলিশের এসপি নজরুল ইসলামের কীর্তি দেখে । ভদ্রলোক অনেক ভালো একটি কাজ করেছেন । তদন্তের ভুলে এক দম্পতি জামালপুর কারাগারে যাবজ্জীবন সাজা ভোগ করছিলেন । তাঁদেরকে দেখে, কথা বলে মায়া লাগলো তাঁর, কী যেন খুঁজে পেলেন মহিলার চোখে । বিশ্বাস করতে ইচ্ছে হল তাঁকে । ব্যাস, নিজ দায়িত্বে অনুসন্ধান করে তাঁদেরকে নির্দোষ প্রমাণ করলেন । 
এখন তাঁরা মুক্ত বিহঙ্গ । আকাশে দুই ডানা মিলে উড়বেন নিশ্চয়ই । এমনই তদন্তের ভুলে কিংবা ক্ষমতার বলি হয়ে কতজন যে ভুল সাজা খাটছে কে জানে? আমরা শুধু জানি, সেখানে নজরুল ইসলামের মতো দায়িত্ববান কর্তাব্যক্তিরা আছেন -এটাই আশার বিষয় । তাঁদের দেখেই বলতে সাহস পাই- 
"পথ হারাবে না বাংলাদেশ"
 ৭ টি
    	৭ টি    	 +০/-০
    	+০/-০  ৩০ শে নভেম্বর, ২০১৩  রাত ১:২১
৩০ শে নভেম্বর, ২০১৩  রাত ১:২১
...নিপুণ কথন... বলেছেন: চরম খারাপ দিনেও কিছু কিছু ভালো খবর পত্রিকায় আসা উচিৎ । এতে মানুষের মনোবল দৃঢ় হয় । আশা রাখতে দোষ কি?
২|  ২৯ শে নভেম্বর, ২০১৩  দুপুর ১:৪৮
২৯ শে নভেম্বর, ২০১৩  দুপুর ১:৪৮
রানার ব্লগ বলেছেন: পথ হারাবে না বাংলাদেশ
৩|  ২৯ শে নভেম্বর, ২০১৩  দুপুর ২:০৪
২৯ শে নভেম্বর, ২০১৩  দুপুর ২:০৪
নিষ্কর্মা বলেছেন:  পোঁরা গন্ধ মনে হয় কোন কিছু পুড়লে পাওয়া যায় না। 
কোন কিছু পুড়লে পোড়া গন্ধ পাওয়া যায়। দয়া করে অভিধান দেখবেন। আমার ভুলও হতে পারে। 
  ৩০ শে নভেম্বর, ২০১৩  রাত ১:২৯
৩০ শে নভেম্বর, ২০১৩  রাত ১:২৯
...নিপুণ কথন... বলেছেন: অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখিত । ধন্যবাদ ।
৪|  ২৯ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৯
২৯ শে নভেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:৫৯
রাজীব বলেছেন: ২ জন নিরপরাধ মানুষ কি করে যাবজ্জীবন সাজা পেল সেটি কেউ খতিয়ে দেখবে না, কার দোষ ছিল, বিচার বিভাগের নাকি পুলিশের তদন্তের??
আরো কত নিরপরাধ মানুষ এরকম সাজা ভোগ করছে সেটিও কেউ খুজে দেখবে না!!!
কি দেশ আমার!!
  ৩০ শে নভেম্বর, ২০১৩  রাত ১:২৭
৩০ শে নভেম্বর, ২০১৩  রাত ১:২৭
...নিপুণ কথন... বলেছেন: আমার বাংলাদেশকে ইদানীং বড় অচেনা লাগে!
©somewhere in net ltd.
১| ২৯ শে নভেম্বর, ২০১৩  দুপুর ১:৪৫
২৯ শে নভেম্বর, ২০১৩  দুপুর ১:৪৫
উড়োজাহাজ বলেছেন: নজরুল ইসলামরা মোট জনসংখ্যার কত শতাংশ ভাইজান। এদেশের শ্রমিকরা তাদের কর্মক্ষেত্রে আগুন দেয়। এরা পথ হারিয়ে ফেলেছে। প্রথম আলো এসব দুএকটা ঘটনা তুলে ধরে গণতন্ত্র সঠিক এই বিশ্বাসে আত্মপ্রসাদে ভোগার শেষ চেষ্টা করছে। প্রকৃতপক্ষে দেশ পথ হারিয়ে ফেলেছে।