নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

আজ জিম মরিসনের জন্মদিন

০৮ ই ডিসেম্বর, ২০১৩ দুপুর ২:৫৯

সাধারণত, মানুষ আগে কোন গুণী শিল্পীর fan হয়, তারপর তাঁর নাম বা ছবি সম্বলিত টি-শার্ট গায়ে জড়ায় । আমার ক্ষেত্রে ঘটেছে উল্টোটা! বছর তিনেক আগে, ঘুরতে ঘুরতে একদিন আজিজ মার্কেটে টেক্কার শো-রুমে গিয়ে পছন্দ হয়ে যায় একটি টি-শার্ট । একটু ভিন্ন ডিজাইনের সেই টি-শার্টের সামনে বুকের ওপরটায় "THE DOORS" ব্যান্ডের JIM MORRISON এর বিভিন্ন বয়সের ছবি একটার পাশে আরেকটা সাজানো । পিছে একটি গানের কিছু লাইন, আর তার নিচে বড় করে জিমের সাইন! ছাই রঙের এই টি-শার্টটি আমার এতই প্রিয় ছিল যে এটা পরে আমি অনেক ঘুরাঘুরি করতাম । এমনকি ক্লাসেও যেতাম ।



একদিন রুমে এসে ভাবলাম, এই যে আমি এক গুণী শিল্পীর আটগ্রাফ সম্বলিত টি-শার্ট গায়ে জড়িয়ে ঘুরি, কেউ যদি কখনও জানতে চেয়ে বসে এই ভদ্রলোক কে, তাঁর সম্পর্কে কিছু বল? -কি জবাব দেব তখন? চুপ করে থাকলে তো মান-ইজ্জত থাকবে না! সেই তাড়া থেকেই ইন্টারনেটে সার্চ দেয়া, তাঁর সম্পর্কে ও তাঁর ব্যান্ড দল সম্পর্কে জানা... তাঁরপর তাঁর গান নামিয়ে শুনে মুগ্ধ হওয়া...অতঃপর ভক্ত বনে যাওয়া । সেই টি-শার্টটি পুরোনো হয়ে গেছে আজ । জায়গায়-জায়গায় রঙ উঠে গেছে । তবুও এটি আমি ফেলে দেইনি ।



আজ জিম মরিসনের জন্মদিন । জন্মদিনে তাঁর প্রতি ও তাঁর সৃষ্টির প্রতি শ্রদ্ধা জানাই ।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.