|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 ...নিপুণ কথন...
...নিপুণ কথন...
	সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
একটি দেশকে, একটি জাতিকে, একটি স্বত্বাকে চিরতরে শেষ করে দিতে হলে সবার আগে শেষ করতে হয় এর মেধাগুলোকে । এই বিষয়টি পাকিস্তানি হানাদার বাহিনী খুব ভালো করেই জানতো । এই কাজটিই তারা করেছিল ১৯৭১ সালের এই দিনে আমাদের দেশে । যখন বিজয়ের আর কোন উপায় নেই, নিশ্চিত পরাজয় জেনে ওরা তখন আমাদেরকে জাতি হিসেবে পঙ্গু করে দিয়ে যেতে চেয়েছিল । স্বাধীন হয়েও আমরা যাতে উন্নত জাতি হিসেবে পৃথিবীর দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে না পারি, সেজন্য এরা কী করলো? দুধের গ্লাস থেকে ওপরের সরটুকু সরিয়ে নিল । অর্থাৎ, বেছে বেছে আমাদের সেরা মেধাগুলোকে ধরে নিয়ে গিয়ে সলিল সমাধি দান করলো । কতটা কাপুরুষ হলে মানুষ এটা করতে পারে? এই কাপুরুষেরা আজও আমাদের কাছে এমন ঘৃণ্য কাজের জন্য ক্ষমা চায় নি । আজও শহীদের আত্মা ডুকরে কাঁদে । জগন্নাথ হলের নর্থ বিল্ডিং এর সামনের গনকবরটির সামনে দিয়ে যত বার যাই, ততবার মাথা হেট হয়ে আসে । দু'চোখে এখন আর অশ্রু জমে না, তাঁর বদলে সেখানে স্থান পেয়েছে ঘৃণা আর ধিক্কার । 
দেরীতে হলেও স্বাধীনতার ৪২ বছর পর আমরা হানাদারের দোসরদেরকে বিচারের কাঠগড়ায় দার করাতে পেরেছি । বিচার হয়েছে । আজকের দিনটা তাই অন্য রকম তাৎপর্যের । 
সেদিনের সেই রাতে জাতির যেসব মেধাবী মুখ হারিয়ে গিয়েছিল চিরতরে, তাঁদের আত্মার শান্তি কামনা করছি । তোমাদের প্রাণের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি, আমরা তরুণ প্রজন্ম জীবন দিয়ে হলেও সেই দেশের স্বাধীনতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখব- আজকের দিনে তোমাদের কাছে এই আমাদের অঙ্গীকার । তোমরা অমর, আমার মাটির প্রতিটি কণায় তোমরা মিশে আছো । তোমাদেরকে শ্রদ্ধা জানাই ।
"আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো
এ জীবন পুণ্য করো দহন-দানে..."
 ৩১ টি
    	৩১ টি    	 +৪/-০
    	+৪/-০২|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৮:২২
১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৮:২২
মামুন রশিদ বলেছেন: তোমরা অমর । তোমাদের জন্য বিনম্র শ্রদ্ধা ।
৩|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:১৭
১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:১৭
তুহিন সরকার বলেছেন: সশ্রদ্ধচিত্তে স্মরণ করছি জাতির শ্রেষ্ঠ সন্তানদের।
রাজাকার মুক্ত বাংলাদেশ
মুক্তিযুদ্ধ অনিঃশেষ।
জয়বাংলা।
ধন্যবাদ নিপুণ, শুভকামনা রইল।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১৫
১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১৫
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।
৪|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:৪২
১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:৪২
স্বপ্নবাজ অভি বলেছেন: ওদের জন্য বিনম্র শ্রদ্ধা !
৫|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:৪৭
১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:৪৭
মোঃ ইসহাক খান বলেছেন: তাঁদের প্রতি বিনম্র শ্রদ্ধা।
৬|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:৫১
১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:৫১
ইখতামিন বলেছেন: 
বিনম্র শ্রদ্ধা নিবেদন...
৭|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:৫৫
১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:৫৫
লেখোয়াড় বলেছেন: 
"আমরা স্বাধীন সে তোমাদেরই রক্তে" এ রক্ত ঋণ কোন দিন শোধ করতে পারবো না। এখন সময় এসেছে দেশ থেকে স্বাধীনতা বিরোধীদের, দেশ বিরোধীদের নির্মূল করে সে ঋণ কিছুটা শোধ করার।
ধন্যবাদ লেখককে।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১৫
১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১৫
...নিপুণ কথন... বলেছেন: আপনাকেও ধন্যবাদ ।
৮|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:৫৬
১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ৯:৫৬
 আমিনুর রহমান বলেছেন: 
তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
দু'চোখে এখন আর অশ্রু জমে না, তাঁর বদলে সেখানে স্থান পেয়েছে ঘৃণা আর ধিক্কার । 
৯|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:১১
১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:১১
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: তাদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধা।
১০|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:৩৫
১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১০:৩৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: সকলের প্রতি শ্রদ্ধা।
১১|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:১৮
১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:১৮
রবিউল ৮১ বলেছেন: তাঁদের প্রতি রইলো বিনম্র শ্রদ্ধা।
১২|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:২৫
১৪ ই ডিসেম্বর, ২০১৩  সকাল ১১:২৫
সন্ধ্যা প্রদীপ বলেছেন: এই স্বাধীন বাংলাদেশে জন্মে কিছু মানুষ কেন এখনো রাজাকারদের পক্ষ নিয়ে কথা বলে আপনারা কি বলতে পারেন?  
   
   
   
   
   
   
   
 
  ১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১৭
১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১৭
...নিপুণ কথন... বলেছেন: ওগুলো সিস্টেম লস! খাঁটি ভেজাল!
১৩|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  দুপুর ১২:০৭
১৪ ই ডিসেম্বর, ২০১৩  দুপুর ১২:০৭
কাফের বলেছেন: শুধুই বিনম্র শ্রদ্ধা 
১৪|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  দুপুর ১২:৩০
১৪ ই ডিসেম্বর, ২০১৩  দুপুর ১২:৩০
মহামহোপাধ্যায় বলেছেন: মাঝে মাঝে ভাবি জানেন, আচ্ছা যদি আমাদের এই রত্নগুলোকে আমরা স্বাধীনদেশে পেতাম তাহলে কেমন হতো?? কত্ত সুন্দর হতো আমাদের এই দেশ?? ভেবে কোন কূল কিনারা পাইনা জানেন।
শুধু ভাবি তাঁদের যদি বাঁচিয়ে রাখতে পারতাম ঐ হায়েনাগুলোর হাত থেকে। 
  ১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১৮
১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১৮
...নিপুণ কথন... বলেছেন: তাহলে আমরা পৃথিবীর উন্নত রাষ্ট্রগুলোর কাতারে থাকতাম এখন । আমাদের দুর্ভাগ্য যে আমরা তাঁদেরকে বাঁচিয়ে রাখতে পারিনি ।
১৫|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  দুপুর ২:০৪
১৪ ই ডিসেম্বর, ২০১৩  দুপুর ২:০৪
বোধহীন স্বপ্ন বলেছেন:  বিনম্র শ্রদ্ধা রইল।
১৬|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  দুপুর ২:৪৮
১৪ ই ডিসেম্বর, ২০১৩  দুপুর ২:৪৮
জনাব মাহাবুব বলেছেন: তাদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা।
১৭|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  বিকাল ৩:২৯
১৪ ই ডিসেম্বর, ২০১৩  বিকাল ৩:২৯
ধূর্ত উঁই বলেছেন: "আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে
 এ জীবন পুণ্য করো
 এ জীবন পুণ্য করো
 এ জীবন পুণ্য করো দহন-দানে..."
শ্রদ্ধাঞ্জলী রইলো 
১৮|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  বিকাল ৪:২২
১৪ ই ডিসেম্বর, ২০১৩  বিকাল ৪:২২
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: আপনাকে ধন্যবাদ এই পোষ্টটির জন্য। দীর্ঘ বছর পরে আমরা এবার কিছুটা মাথা উচু করে শহীদের সামনে দাঁড়াতে পেরেছি। খুব বেশি প্রাপ্তি না হোক, কিন্তু এটাই হোক আমাদের শুরু।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১৮
১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:১৮
...নিপুণ কথন... বলেছেন: ধন্যবাদ আপনাকেও ।
১৯|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  বিকাল ৫:৩০
১৪ ই ডিসেম্বর, ২০১৩  বিকাল ৫:৩০
সুমন কর বলেছেন: তাদের জন্য রইল বিনম্র শ্রদ্ধা।
২০|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:০৯
১৪ ই ডিসেম্বর, ২০১৩  সন্ধ্যা  ৭:০৯
এম মশিউর বলেছেন: তোমরা অমর, আমার মাটির প্রতিটি কণায় তোমরা মিশে আছো । তোমাদেরকে শ্রদ্ধা জানাই ।
২১|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ৯:১২
১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ৯:১২
সোজা কথা বলেছেন: তাদেরকে অন্ততঃপক্ষে একটা রায়ের কার্যকারিতা উপহার দেয়া গেছে।আশা করি এভাবে প্রত্যেকটা রায় কার্যকর হবে।
গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি শহীদ বুদ্ধিজীবিদের প্রতি।
২২|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১০:০৫
১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১০:০৫
এহসান সাবির বলেছেন: বিনম্র শ্রদ্ধা রইল।
২৩|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১১:৩০
১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১১:৩০
অস্পিসাস প্রেইস বলেছেন: "সেদিনের সেই রাতে জাতির যেসব মেধাবী মুখ হারিয়ে গিয়েছিল চিরতরে, তাঁদের আত্মার শান্তি কামনা করছি । তোমাদের প্রাণের বিনিময়ে আমরা যে দেশ পেয়েছি, আমরা তরুণ প্রজন্ম জীবন দিয়ে হলেও সেই দেশের স্বাধীনতা ও মর্যাদা অক্ষুণ্ণ রাখব- আজকের দিনে তোমাদের কাছে এই আমাদের অঙ্গীকার । তোমরা অমর, আমার মাটির প্রতিটি কণায় তোমরা মিশে আছো । তোমাদেরকে শ্রদ্ধা জানাই ।"
২৪|  ১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১১:৩৪
১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১১:৩৪
স্নিগ্ধ শোভন বলেছেন: 
৭১ এর ১৪ই ডিসেম্বর প্রাণ হারানো সকল বুদ্ধিজীবীর প্রতি বিনম্র শ্রদ্ধা। 
২৫|  ১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১২:১৩
১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ১২:১৩
শিকদার ওয়ালিউজ্জামান বলেছেন: দেশের জন্য প্রাণ উৎসর্গ পরম তৃপ্তির... তাদের আত্না পূণ্যময়।
  ১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:২০
১৫ ই ডিসেম্বর, ২০১৩  রাত ২:২০
...নিপুণ কথন... বলেছেন: ঠিক বলেছেন । এমন সৌভাগ্য সবার হয়না । আমাদের উচিৎ দেশের জন্য কাজ করে যাওয়া ।
©somewhere in net ltd.
১| ১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ৩:২৯
১৪ ই ডিসেম্বর, ২০১৩  রাত ৩:২৯
পাঠক১৯৭১ বলেছেন: আমাদের প্রতিটি বাংগালীকে হত্যা করা হয়েছে, স্বাধীনতা থামিয়ে দেয়ার জন্য, সবাই আমাদের কাছে সমান।