নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
............................................................
এই সময়ে আমার মতো অনেক আছে দুখী
শেষ বয়সে ভাল্লাগে না সত্য ন্যায়ের ধোঁকা
সমাজতন্ত্রের কাস্তে হাতুড় দেয় না তো আর উঁকি
মুক্তবাজার রাজনীতিতে বাংলা যখন বোকা ।
ভালো থাকার মন্ত্র জপে ব্যয় হোল সব দিন
যাদের ভালো করবো বলে বয়স গ্যাছে বেড়ে
তাদের ভালো হয়নি আজও, তাদের মাথায় ঋণ
আজও তাদের সব অধিকার নিচ্ছে শোষক কেড়ে ।
বাহাত্তরের বাংলাদেশে ফিরবে না কেউ জানি
বত্রিশ বছর নদীর পানি অনেক গেছে চলে
আজও আমার দেশের মানুষ টানছে দুখের ঘানি
এই কথাটি আমার মতো অনেক মানুষ বলে ।
[ কাব্যগ্রন্থঃ কোকিলা আমার বাংলাদেশ । রচনাকালঃ ২০০৩ সাল ।]
©somewhere in net ltd.