নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।
ঘুম ভেঙ্গে ফ্রেস হয়ে রুমে ফিরেছি । ছোট ভাইটা হায় হায় করতে করতে বলল- "দাদা, আমাদের দরজার তালা কই?"
তালা কই মানে? দরজাতেই তো থাকে! চোখের পানি মুছতে মুছতে দরজার দিকে এগিয়ে দেখি দরজায় তালা নেই! কই গেলো তালা? আমাদের রুমের তালা তো চাবি ছাড়া খুলে না, আবার চাবি ছাড়া লাগানোও যায় না । তবে?
রুম খুঁজে তাবা-তাবা করে ফেললাম । যাবে কই? নিশ্চয়ই রুমের ভেতরেই আছে । এমন সময় ছোট ভাই বলে উঠলো- "দাদা, গতকালের ঐ ছেলেটা তালা চুরি করে নিয়ে গেলো নাতো?" কোন ছেলেটা? ওহ... মনে পড়েছে । গতকাল ঢাকা কলেজের এক ছেলে বন্ধুর রুমে ঢুকতে গিয়ে ভুল করে আমাদের রুমের তালা নিয়ে নাড়াচাড়া করছিল । সেই ছেলেই কি তবে?
হঠাৎ আমার সেই "ধীরে বল" ছোট ভাই আবার বলে উঠল, "দাদা, সামনের রুমের দরজায় দেখলাম দুটি তালা! একটি আমাদের নয়তো?" এগিয়ে গিয়ে দেখি ঠিকই তাই । সামনের রুমের দরজার সাথে প্রতিবেশী তালার গা ঘেঁষে ঝুলছে আমাদের তালা! ঘুরতে বেরিয়েছে নাকি? গায়ে হাওয়া-বাতাস লাগাতে? কিন্তু, নিজে নিজে? নাহ... কার্টুনে সম্ভব হলেও বাস্তবে না । তবে? তাহলে নিশ্চয়ই বন্ধু অমিতের কাজ! সকালে ঘুম থেকে উঠে সামনের রুমের বন্ধুটিকে একবার না দেখে ও অফিসে যায় না । সেই দেখার সময়টায় বেচারা ভুল করে নিজের রুমের দরজার বদলে বন্ধুর দরজাতেই তালা ঝুলিয়েছে!
কিন্তু তাতে কি? এভাবে ছেড়ে দেয়া যায়না । সামনের রুমের দরজা খুলে রুমের অধিবাসীদের উদ্দেশ্যে বললাম, "নাহ! এটা তো ঠিক না! আমাদের তালা চুরি করা হয়েছে? এটা কি মামা বাড়ির আবদার? আমি আরও দুনিয়া সুদ্দ তালা খুঁজে মরি!"
ওরা হাসছে, আমার ছোট ভাই হাসছে, হাসছি আমিও! হাহাহা..
Click This Link
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৭
...নিপুণ কথন... বলেছেন: হাসুন প্রাণ খুলে ।
২| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩১
নীল ভোমরা বলেছেন: বুঝলাম...... আচ্ছা এটা বলেনতো...''ভেঙে মোর ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে?''...... এই গানের কথায় তালা না ভেঙে চাবি ভেঙে কাউকে কি নিয়ে যাওয়া যায় ?!...ক্যামতে কি?!
২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:৩৫
...নিপুণ কথন... বলেছেন: গানের কথা নিয়ে আমিও চিন্তিত! আপনি এক কাজ করুন, গানের রচয়িতাকে রিমান্ডে নিন!
©somewhere in net ltd.
১| ২৪ শে ডিসেম্বর, ২০১৩ দুপুর ১:১৪
মোঃ আনারুল ইসলাম বলেছেন: আমারও হাসছি হাহাহা.