নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

আজ সরকারি টিভির ৫০ বছর পূর্তি!

২৫ শে ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬

যদি সুখে থাকতে চান,

যদি ভাবতে চান- আপনার চারিদিকে শুধু শান্তি আর সমৃদ্ধি,

তাহলে BTV দেখুন ।



BTV মানে আমার কাছে এক খণ্ড ছেলেবেলা । সেই ইত্যাদি, সেই প্যাকেজ নাটক, সেই "আজ রবিবার!" , সেই রবিন হুড!, সেই ম্যাক গাইভার, সেই "ক্যাপ্টেন প্ল্যানেট- ইজ দ্যা হিরো!"... সেই রুপালি পর্দার ছবি, সেই ছায়াছন্দ... সেই সেই আলিফ লায়লা!



তখন তো ক্যাবল ছিল না, বিটিভি-ই ছিল একমাত্র । কখন কোন অনুষ্ঠান হবে সব থাকতো মুখস্থ । শুক্রবার দুপুরে ছায়াছবি দেখতে পাড়াসুদ্ধ লোক ভিড় জমাতো বাসায়... আমি অপেক্ষায় থাকতাম কখন বিকেল গড়িয়ে সন্ধ্যা নামবে, আর কখন আমরা আলিফ লায়লা দেখবো! বিদ্যুৎ না থাকলে কী যে মেজাজ খারাপ লাগতো! ১-১০০ পর্যন্ত সংখ্যাগুলো উল্টা গুনলে নাকি বিদ্যুৎ আসে(!?) ছোট ছিলাম তো, সেটাই চেষ্টা করে দেখতাম- কাজ হয় কিনা! আলিফ লায়লা দেখতে ভয় লাগতো, তবু হাতের আঙ্গুল দিয়ে চোখ ঢেকে, আঙ্গুলের ফাঁক দিয়ে আলিফ লায়লা দেখতাম! হাহা... কত স্মৃতি মনে পরে!



আজ শৈশবের সঙ্গী BTV এর ৫০ বছর পূর্তি হল । পঞ্চাশ বছরের এই বিনোদন জগতটাকে জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই । আগামী দিনের পথচলায় বাংলাদেশ টেলিভিশনের জন্য শুভকামনা রইল



Click This Link

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.