নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

ঐ অশ্রুবান আমার চোখেও প্লাবন এনে দেয়

১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ৯:৩৮

১) "খুব জার নাগজে, তাই কানচি"

-শিরোনামে আজকের প্রথম আলোর বিশাল

বাংলায় (পৃষ্ঠা ৪) একটা প্রতিবেদন

ছাপা হয়েছে । সেখানে উঠে এসেছে বস্তির এক

হতদরিদ্র পরিবারের এক ছিন্নমুকুল শিশুর কান্নার

ধ্বনি । এই ধ্বনি আমার চোখেও জল এনে দিয়েছে ।

দেশের সবচেয়ে শীতল অঞ্চলটির পাঁচ-ছয় বছর

বয়সের এই শিশুর শীতের উপযোগী কোন গরম

কাপড় নেই । অনেক চেয়েও বাবা-মা কেন

একটা "ছইটার" কিনে দেয়না?- এটাই ওর প্রশ্ন

। এই বাস্তবতা বোঝার বয়স ওর হয়নি । যখন

বুঝবে, তখন এই সমাজ, এই দারিদ্র্যের প্রতি ওর

ঘৃণা জন্মাবে । হয়তো অভাবের

জ্বালা সইতে না পেরে ও

হয়ে উঠবে সন্ত্রাসী! এই আশংকা উড়িয়ে দেই

কি করে? আমরা ব্যর্থ । এই শিশুটির

মতো হাজারো সুবিধাবঞ্চিত শিশুর অসহায়ত্বের

দায় আমরা এড়িয়ে যেতে পারি না ।





২) "দেশ ছেড়ে আমি কোথাও যাব না"

- শিরোনামে প্রথম আলোর

খোলা কলমে একটি হৃদয়স্পর্শী লেখা লিখেছেন

সাংবাদিক অরুণ বসু । বিষয়ঃ সাম্প্রাদায়িক

নির্যাতন । একজন প্রবীণ মুক্তিযোদ্ধা ও

সাংবাদিক হয়েও কতটা অসহায় বোধ

করলে তাঁর হাতের লেখনীতে লেখা হয়-

"এই মাটিতে আমি জন্মেছি। দেশের জন্য মুক্তিযুদ্ধ

করেছি। শরীরে পাকিস্তানি সেনা ও তাদের

দোসরদের নির্যাতনের চিহ্ন আজও

আমি বয়ে বেড়াই। এ দেশ আমার। এখানে আমার

ভিটে আছে। ঘন কালিতে মোটা হরফে তাই

লিখে দিতে চাই—দেশ ছেড়ে আমি কোথাও যাব

না।"

নিজ ভূমে পরবাসের মতো এই লেখাটি সব সচেতন

অসাম্প্রদায়িক চেতনার মানুষের মনেই আঘাত

করে । একটু আগে লেখককে ফোন করে নিজের

অনুভূতি জানালাম । গত কিছুদিন

তাঁকে দেখেছি প্রথম আলোর

অফিসে কপালে দুশ্চিন্তার ভাজ এঁকে একের পর

এক সিগারেট শেষ করতে । এই লেখাটি সম্ভবত

সেইসব

দুশ্চিন্তা এবং পেরিয়ে আসা ৪৩টি বছরে মুক্তিযুদ্ধ

চেতনা বাস্তবায়নের ব্যর্থতার কথাই বলে ।

এই লেখাটিতেও একটি শিশু সন্তান ও তার

মায়ের কান্নাভেজা ছবি আছে । ঘর নেই,

থাকার জায়গা নেই; খাবার

জুটবে কোত্থেকে? যা ছিল সবই তো শেষ

করে দিয়ে গেছে হায়েনার দল! বাচ্চা শিশুটির

অশ্রুসজল চোখের দিকে আমি বেশিক্ষণ

তাকিয়ে থাকতে পারিনা । ওর ঐ অশ্রুবান

আমার চোখেও প্লাবন এনে দেয় ।'

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৫

স্বপ্নবাজ অভি বলেছেন: বেশ ভালো লাগলো !

২| ১৭ ই জানুয়ারি, ২০১৪ রাত ১০:৩৯

শায়মা বলেছেন: শুভ জন্মদিন ভাইয়া।:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.