নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

লিফটের নিচে চাপা পরে...

২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:১৬

আজ সন্ধ্যায় খুব খারাপ ও নির্মম

একটা ঘটনা ঘটেছে ।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের

পি জে হার্টগ ইন্টারন্যাশনাল হলের লিফটের

নিচে চাপা পরে একজনের মৃত্যু ঘটেছে । খবরের

প্রথমাংশ পড়ে খটকা লাগল- লিফটের ভেতরে মানুষ

থাকে, নিচে যায় কিভাবে? পরে বিস্তারিত

পরে জানা গেল, লিফটের সুইচে ত্রুটি ছিল । সুইচ

চাপলে লিফট ওপর থেকে নিচের তলায় আসবে,

তারপরেই লিফটের দরজা খুলবে । এটাই নিয়ম । কিন্তু

এখানে লিফট নিচে নামার আগেই দরজা খুলে গেছে ।

বেচারা খেয়াল না করে সামনে এগুতে গিয়েই লিফটের

খাদে পরে যায় । চিল্লাপাল্লা করেও লাভ হয়নি । কেউ

এসে তাকে তোলায় আগেই ওপর থেকে লিফট

এসে তাকে চাপা দেয়!



কতটা নির্মম! এমন অচল, অকেজো লিফট কেন

রাখা হয়? লিফটম্যান তাহলে কি দায়িত্ব পালন করে?

এই লিফটে কয়েকবার আমিও চড়েছি । উঠলে মনে হয়

যেন চিপা কোন একটা জায়গায় উঠলাম ।

ডানে বামে জায়গা খুব কম, সামনে পিছে তিনজন

গা ঘেঁষে দাঁড়ানো যায় । লিফটের গতি অনেক

বেশী মনে হয়েছে আমার কাছে । আর চলার সময়

লিফটটি কাঁপত ।



এই ভবনে শুধু বিদেশী ছাত্ররাই নয়, স্যারেরাও থাকেন

। অনেকেই পরিবার নিয়ে থাকেন । ভাবছি, আজ

রিকশাওয়ালা (কর্মচারীর আত্মীয়)

মারা না গিয়ে যদি তাঁদের কেউ মারা যেত? যেই হোক,

আসল কথা- একজন নিরাপরাধ মানুষ দুর্ঘটনা কবলিত

হয়ে মারা গেছেন । এমনটি হওয়ার কথা ছিল না ।

এমনটি হতে দেয়া যায় না । এই ঘটনার সুষ্ঠু তদন্ত

দাবি করছি । সাথে সাথে বিশ্ববিদ্যালয়ের সকল নতুন-

পুরাতন লিফটের অবস্থা যাচাই ও ত্রুটিমুক্তকরণে

আশু পদক্ষেপ কাম্য ।



[ আমিও একটি সুউচ্চ ভবনে থাকি । আমাকেও

লিফটে চড়তে হয় । ঘটনাটা শোনার পর ভয়

হচ্ছে আমারও । এই লিফটেও ঝামেলা আছে । যদিও

এর বয়স এক বছর হবে! সত্যিই ভয় করছে আজ ।

এমনটি কেন হয়? কেন আমরা আগে থেকেই সতর্ক হই

না? কেন সব জায়গায় অসততা? ]

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৩২

অদিব বলেছেন: সত্যি মর্মান্তিক! ক্যাম্পাসে বেশীরভাগ লিফটে উঠতেই ভরসা পাই না। সেদিন জগন্নাথ হলের লিফটে উঠেও কেমন জানি একটা ফিলিং হলো! :|| :|| :|| এসব বিষয়ে একটু সতর্ক হওয়া বেশী জরুরী।

২| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:৪৬

নূর আদনান বলেছেন: ভয়ংকর ব্যাপার !!!! :|| :||

৩| ২১ শে জানুয়ারি, ২০১৪ রাত ১:৫৪

পথহারা নাবিক বলেছেন: বলেন কি!! :( :(

৪| ২১ শে জানুয়ারি, ২০১৪ ভোর ৫:২৭

স্প্লিকনট অয়ন বলেছেন: সত্যিই খারাপ লাগলো। কতৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করা উচিত।

৫| ২১ শে জানুয়ারি, ২০১৪ সকাল ১১:৫৯

নক্‌শী কাঁথার মাঠ বলেছেন: ঠিক এই ঘটনা আগেও ঘটেছে, পেপারেই পড়েছিলাম। দরজা খুলে যাওয়ায় অভ্যাসবসত ভেতরে ঢুকতে গিয়ে পড়ে মারা গিয়েছে। এখন থেকে লিফটের দরজা খোলার পর আগে দেখতে হবে লিফট্‌ আছে কিনা। অনেক লিফট্‌ এর সমস্যা হলো দরজা খোলা অবস্থাতেই উপরে ওঠা শুরু করে, ঢাকাতেই এক মহিলা একবার এভাবে লিফট্‌ আর ফ্লোরের মাঝের চিপায় পড়ে মারা গিয়েছিলো।

৬| ২২ শে জানুয়ারি, ২০১৪ রাত ১২:২২

সুমন কর বলেছেন: দুঃখজনক!!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.