নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

আসুন, আজ রাতে কিছুক্ষণের জন্য হলেও ঘরের সব বাতি নিভিয়ে দিয়ে স্মরণ করি সেইসব নাম- না- জানা শহিদদের স্মৃতি । আসুন শপথ নেই দেশকে ভালবাসব ।

২৬ শে মার্চ, ২০১৪ রাত ১২:১৭



একটু ভাবুন তো... মাঝরাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলো আপনার । অন্ধকার ঘরে আপনি একা, যবুথবু বসে । চারিদিকে আগুন জ্বলছে । "বাচাও"... "বাচাও" চিৎকারে আকাশ-বাতাস প্রকম্পিত । খুব কাছেই কোথাও গুলির আওয়াজ শোনা যাচ্ছে । আপনি ঘরের টিনের দেয়ালের ছোট্ট একটি ছিদ্র দিয়ে বাইরে তাকালেন । দেখলেন, এক অসহায় মায়ের সামনে তাঁর ছেলেকে গুলি করে মারল পাক হানাদারেরা । অদূরেই এক ভাইয়ের সামনে তার বোনকে ধরে নিয়ে যাচ্ছে রাজাকারের দল, মুহুর্মুহু ধ্বনিত হচ্ছে "শান্তি কমিটি জিন্দাবাদ ! পাকিস্তান জিন্দাবাদ ! গোলাম আযম জিন্দাবাদ !" পাশেই পড়ে আছে অগণিত লাশ । লাশের ওপর লাশ, যা কিনা কুকুরের খাবারে পরিণত হয়েছে ।



হঠাৎ সম্বিত ফিরে পেলেন আপনি । কে যেন আপনার দরজায় করা নাড়ছে, "ঠক ঠক..." বেয়নেট আর জুতার লাথিতে ভেঙ্গে গেল দরজা । আপনার দিকেই এগিয়া আসছে হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসরেরা । আপনি এখন কি করবেন ?

কি করার ছিল ২৫ মার্চের সেই ভয়াল রাতে ? কে জানত এমনটি হবে? কে জানত ইতিহাসের সাক্ষী হয়ে থাকবে এই রাত? সাক্ষী হয়ে থাকবে এক ভয়ংকর কাল অধ্যায়ের?



আজ সেই ভয়াল কাল রাত । আজ সেই ২৫ মার্চ । পাক হায়নাদের বর্বরতার চূড়ান্ত সীমা অতিক্রান্ত হয়েছিল এই রাতে । সারাদিনের ক্লান্তিময় দেহটাকে বিছানায় এলিয়ে যেই না নিদ্রা গেছে বাঙ্গালী, ওমনি ভীরু-কাপুরুষ হায়নার দল চোরাগুপ্তা হামলা চালায় । পিপড়ার মতো মানুষ মারতে থাকে । আগুন দিয়ে পুরিয়ে দেয় কত না সুখের ঘর ! নষ্ট করে দেয় কতশত স্বপ্ন !



আসুন, আজ রাতে কিছুক্ষণের জন্য হলেও ঘরের সব বাতি নিভিয়ে দিয়ে স্মরণ করি সেইসব নাম- না- জানা শহিদদের স্মৃতি । আর দোয়া করি তাঁদের আত্মার শান্তির জন্য । আর শপথ নেই, পাকিস্তানকে সব দিক থেকে ঘৃণা করবো । অন্তত ততদিন, যতদিন না তারা আমাদের কাছে ক্ষমা চাইছে । আসুন শপথ নেই দেশকে ভালবাসব ।



২৫ মার্চ কাল রাতে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসরদের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই এবং তাদের সরকারের পক্ষ থেকে আশু ক্ষমাভিক্ষা প্রার্থনা আশা করি ।



-দেব দুলাল গুহ (দেবু ফরিদী)

[ Written: 25 March, 2012]

[ বিঃ দ্রঃ বাংলাদেশের ইতিহাসের এই ভয়াবহ কালরাতটি ২৫ মার্চের দিবাগত রাত, অর্থাৎ আজকের রাত । আগের রাতটি ভেবে কেউ ভুল করবেন না । ]

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.