নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun

...নিপুণ কথন...

সময়ের সাথে দৌঁড়ে পারিনা, জীবনের দৌঁড়েও পিছিয়ে আমি!খুঁজে ফিরি আপন মানুষ, মাঝে মাঝে হই বেহুঁশ...হৃদয়ে অবিরাম স্বপ্ন গাঁথন, বলব আজ নিপুণ-কথন।

...নিপুণ কথন... › বিস্তারিত পোস্টঃ

আসুন, সব কিছু মেনে নিয়েই সব বাধা ডিঙ্গিয়ে বাঁচার চেষ্টা করি ।

০৫ ই মে, ২০১৪ রাত ১২:৪৪

আজ বসুন্ধরা সিটি শপিং মলের সাত তলা থেকে পড়ে মারা গেছে বুয়েটের একজন প্রাক্তন ছাত্র! থানা এবং পারিবারিক সূত্রে নাকি জানা গেছে, ছেলেটির মানসিক সমস্যা ছিল । এর আগেও নাকি বাড়ির ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করে ব্যর্থ হয়েছিল সে! এখন সফল হল । আমরা তাকে বাহবা দিতেই পারি । বলতেই পারি, "সাবাস ব্যাটা, বাপ-মাকে শোকের সাগরে ভাসিয়ে তুই বড় বেশী সফলতা পেয়েছিস!"



কি শুরু হল দেশে? অপহরণ, গুম, লঞ্চডুবি... আত্মহত্যা । চলছেই! আর ভালো লাগে না খারাপ খবরগুলো শুনতে! আমরা ভালো খবর চাই । আজ যে ছেলেটি মারা গেল, আমি তার আত্মার সাথে কথা বলতে চাই । জানতে চাই, সে কি জেনে বুঝেই এমনটি করল? নাকি আসলেই সে মানসিক বিকাগ্রস্থ ছিল? জেনে বুঝেই যদি করে থাকে, তাহলে এর পিছের কারণ কি? প্রেমঘটিত কিছু কি? যদি তাই হয়, তবে জানতে চাই, একটি মেয়ের প্রেম-ভালোবাসা না পেলে কষ্ট লাগতেই পারে, কিন্তু তাই বলে এমন সিদ্ধান্ত নিতে হবে? যাকে ভালোবাসা যায়, তাঁর ভালোবাসা না পেয়েও দূর থেকে তাঁর শুভকামনা করে বেঁচে থাকা যায় । মানুষ সবসময় সবকিছু পায়না । মেনে নেয়ার প্রবণতা থাকতে হয় । যেটা এসব ধনীর দুলালদের মাঝে পাওয়া দুষ্কর । চাওয়ার আগেই পাওয়া যাদের অভ্যাস, তারা বাস্তবতা কিভাবে বুঝবে?



এইসব আত্মহত্যার প্রবণতা যাদের আছে, আমি তাঁদের কাছে প্রশ্ন রাখতে চাইঃ ভাই, স্রষ্টা এতো সুন্দর একটি শরীর দিয়েছেন, এতো সুন্দর বুদ্ধি-বিবেচনা দিয়েছেন, গর্ব করার মতো স্নেহপরায়ণ বাবা-মা দিয়েছেন, সৃষ্টির শ্রেষ্ঠ জীব আপনি, আর কি চান? জীবনে সুখের পাশাপাশি দুঃখ থাকবেই, পাওয়ার সাথে না-পাওয়াও থাকবে । তবেই না জীবনে মজা আসে, নয়তো জীবনটা একঘেয়েমিতে ভরে যেত । সব মেনে নিয়ে নিজের ভাগ্যের পরিবর্তনে চেষ্টা করুন না! আত্মহত্যা করলেন, তো আপনি মেনে নিলেন আপনি একজন ব্যর্থ মানুষ । আত্মহত্যা করলেন তো আপনার কাছের মানুষদের প্রতি আপনি ভীষণ অবিচার করে গেলেন । এই ভুল কখনই করা উচিৎ না



আসুন, সব কিছু মেনে নিয়েই সব বাধা ডিঙ্গিয়ে বাঁচার চেষ্টা করি । জীবন তো একটাই, হাল ছেড়ে না দিয়ে দেখি না শেষ পর্যন্ত চেষ্টা করে, কিছু বদলানো যায় কিনা! দেখিনা, আর ক'টা দিন বেঁচে থেকে কাছের মানুষগুলোর মুখে হাসি ফোটানো যায় কিনা ।



Click This Link

মন্তব্য ২ টি রেটিং +১/-১

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৫ ই মে, ২০১৪ রাত ১:৫০

উড়োজাহাজ বলেছেন: ভাল। এভাবে চেষ্টা করেই দেখি। হারার আগে হারব কেন?

০৬ ই মে, ২০১৪ রাত ১:৫৭

...নিপুণ কথন... বলেছেন: ঠিক বলেছেন ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.